
তিরুবনন্তপুরম: মেন ইন ব্লুর মিশন ‘অজি-বধ’। ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছে রোহিত শর্মার ভারত। তারপরই দুই দল টি-২০ সিরিজে মুখোমুখি হয়েছে। বিশাখাপত্তনমে সিরিজের প্রথম ম্যাচ জিতেছেন সূর্য-রিঙ্কুরা। এ বার তিরুবনন্তপুরমে ফের মুখোমুখি গ্লেন ম্যাক্সওয়েল-ঋতুরাজ গায়কোয়াড়রা। একদিকে মেন ইন ব্লু চাইবে সিরিজে এগিয়ে যেতে। আর অজিরা চাইবে ঘুরে দাঁড়াতে। প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন জশ ইংলিশ। কিন্তু দলকে জেতাতে পারেননি। টানটান ম্যাচ শেষ হয় রিঙ্কু সিংয়ের ছয় দিয়ে। আগামিকাল ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় ও কীভাবে দেখবেন ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।
হেড টু হেড – ভারত ও অস্ট্রেলিয়ার হেড টু হেডে নজর দিলে দেখা যায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও পর্যন্ত ২৭টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে মোট ১৬টি ম্যাচে জিতেছে ভারত ও ১০টি ম্যাচে জিতেছে অজিরা। আর অমীমাংসিত ১টি ম্যাচ।
ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটি কবে হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটি আগামিকাল, রবিবার (২৬ নভেম্বর) হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটি তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। ম্যাচের আগে ৬টা ৩০ মিনিট নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে। মোবাইলে দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। এ ছাড়া ভারত বনাম অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।