IND vs AUS 2nd T20 Highlights: অলআউট হওয়া আটকালেন ওয়েড, ভারত জয়ী ৪৪ রানে

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 26, 2023 | 11:21 PM

India vs Australia 2nd T20I Live Score in Bengali: ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। বিশাখাপত্তনমে ছিল প্রথম ম্যাচ। জিতে ১-০ এগিয়ে রয়েছে ভারত। ভারতীয় দলে একঝাঁক তরুণ মুখ। উল্টোদিকে অভিজ্ঞ স্টিভ স্মিথরা। সূর্যর নেতৃত্বে নজরকাড়া পারফরম্যান্সে নজর ভারতীয় দলের। তিরুবনন্তপূরমে আজ দ্বিতীয় ম্যাচের লাইভ স্কোর এবং আপডেটের জন্য নজর রাখুন এই ব্লগে।

IND vs AUS 2nd T20 Highlights: অলআউট হওয়া আটকালেন ওয়েড, ভারত জয়ী ৪৪ রানে
Image Credit source: TV9 Bangla Graphics

Follow Us

তিরুবনন্তপূরম: আরও একটা অনবদ্য পারফরম্যান্স ভারতীয় দলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। গত ম্যাচে রান তাড়া করে জিতেছিলেন। তিরুবনন্তপূরমে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। শিশিরের কারণে পরে ব্যাট করা সুবিধাজনক ছিল। সে কারণেই ভারতে চ্যালেঞ্জ করে অজিরা। যদিও তাদের সেই পরিকল্পনা কাজে দেয়নি। ভারতের টপ থ্রি ব্যাটার হাফসেঞ্চুরি করেন। আইসম্যান রিঙ্কু সিংয়ের বিধ্বংসী ব্যাটিং। মাত্র ৯ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস রিঙ্কুর। অস্ট্রেলিয়াকে ২৩৬ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। জবাবে একটা সময় পুরো ওভার ব্যাট করাই দায় হয়েছিল অস্ট্রেলিয়ার। তাদের অলআউট হওয়া আটকান অধিনায়ক ম্যাথিউ ওয়েড। ৪৪ রানের বড় জয় ভারতের। তিরুবনন্তপূরমে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 26 Nov 2023 11:14 PM (IST)

    IND vs AUS: বিধ্বংসী ব্যাটিং, দলগত জয়

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও অনবদ্য পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। বিস্তারিত পড়ুন: নিখুঁত জয়ে অজিদের বিরুদ্ধে ২-০ এগিয়ে গেল ভারত

  • 26 Nov 2023 10:16 PM (IST)

    IND vs AUS: ম্যাচে ফেরালেন মুকেশ

    বিশাল রান তাড়ায় ভারতকে চাপে রেখেছিলেন মার্কাস স্টইনিস। তাঁর উইকেট নিয়ে বড় ব্রেক থ্রু মুকেশ কুমারের। ম্যাচে ফিরল ভারত। এখান থেকে ২-০ এগিয়ে যাওয়ারই পরিস্থিতি ভারতের। ওভার প্রতি ১৭-এর বেশি রান চাই অস্ট্রেলিয়ার।


  • 26 Nov 2023 08:50 PM (IST)

    IND vs AUS: রিঙ্কু রকস!

    ভারতের ইনিংস শেষ। আর স্লগ ওভারে বিনোদন রিঙ্কুর ব্যাটে। মাত্র ৯ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস। স্ট্রাকরেট ৩৪৪! আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচকদের ঘুম কেড়ে নিচ্ছেন রিঙ্কু। এই ফর্ম জারি রাখতে পারলে, দলে নিয়মিত জায়গা পাওয়া নিশ্চিত রিঙ্কুর। ঋতুরাজ, যশস্বী, ঈশানের হাফসেঞ্চুরি, সূর্য ও রিঙ্কুর ক্যামিও। অস্ট্রেলিয়াকে ২৩৬ রানের বিশাল লক্ষ্য দিল ভারত।

  • 26 Nov 2023 08:42 PM (IST)

    IND vs AUS: গ্রিনফিল্ডে প্রথম ২০০ প্লাস!

    রিঙ্কু সিং। স্লগ ওভারে তিনি কতটা ভয়ঙ্কর, আরও একবার টের পাচ্ছেন অজি বোলাররা। মাত্র ৭ বলেই ২৫ রান। একের পর এক অনবদ্য শট। এই মাঠে প্রথম বার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ প্লাস স্কোর! শেষ ওভারের খেলা চলছে। ছয় মেরে পরের বলে আউট ঋতুরাজ। ৪৩ বলে ৫৮ রানের ইনিংস সহ-অধিনায়কের।

  • 26 Nov 2023 08:28 PM (IST)

    IND vs AUS: ভাইস ক্যাপ্টেনের হাফসেঞ্চুরি

    কেরিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি সহ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের। ৩৯ বলে হাফসেঞ্চুরি ঋতুর। শুরু থেকেই ইনিংস অ্যাঙ্কর করছিলেন। হাফসেঞ্চুরিও করলেন। উল্টোদিকে ঝড় তুলছেন ক্যাপ্টেন স্কাই।

  • 26 Nov 2023 08:17 PM (IST)

    IND vs AUS: দুর্দান্ত ইনিংসের ইতি

    ঋতুরাজ গায়কোয়াড় ইনিংস অ্যাঙ্কর করছেন। যশস্বীর পর স্কোরবোর্ড সচল রাখার দায়িত্ব নিয়েছিলেন ঈশান কিষাণ। ৩২ বলে ৫২ রানে ফিরলেন তিনি। নিজের ভূমিকায় সফল ঈশান। ক্রিজে অধিনায়ক সূর্যকুমার যাদব।

  • 26 Nov 2023 08:14 PM (IST)

    IND vs AUS: টানা হাফসেঞ্চুরি ঈশানের

    গত ম্যাচেও হাফসেঞ্চুরি করেছিলেন ঈশান কিষাণ। টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি। মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি করলেন তিনে নামা ঈশান। বিশ্বকাপে মাত্র দু-ম্যাচে সুযোগ পেয়েছিলেন। টি-টোয়েন্টি সিরিজে সুযোগ পেয়েই বিধ্বংসী মেজাজে।

  • 26 Nov 2023 08:02 PM (IST)

    IND vs AUS: শিশিরের প্রভাব শুরু

    যেমনটা প্রত্যাশা করা হয়েছিল, শিশিরের প্রভাব শুরু। স্পিনারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে। ভারতীয় ব্যাটিং সঠিক পথেই। ক্রিজে ঋতুরাজ-ঈশান জুটি।

  • 26 Nov 2023 07:32 PM (IST)

    IND vs AUS: পাওয়ার প্লে আপডেট

    গত ম্যাচের যাবতীয় ভুল শুধরে অনবদ্য ব্য়াটিং যশস্বী জয়সওয়ালের। অন্য় দিকে ইনিংস অ্যাঙ্কর করছেন ঋতুরাজ। মাত্র ২৪ বলেই বিধ্বংসী হাফসেঞ্চুরি যশস্বীর। যদিও ইনিংস এগোতে পারলেন না। দলকে দুর্দান্ত শুরু দিয়ে পাওয়ার প্লে-র শেষ ওভারে ফিরলেন। ২৫ বলে ৫৩ রানের ইনিংস যশস্বীর। প্রথম পাওয়ার প্লে-তে মাত্র ১ উইকেট হারিয়ে ৭৭ রান ভারতের। ক্রিজে ঋতুরাজের সঙ্গে ঈশান কিষাণ।

  • 26 Nov 2023 07:17 PM (IST)

    IND vs AUS: টার্ন পেলেন ম্যাক্সি

    তৃতীয় ওভারেই টার্ন পেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতীয় স্পিনাররা এটা দেখে যেন স্বস্তিতে থাকতে পারেন। পরের দিকে শিশিরের প্রভাব প্রবল না হলে স্পিনাররা পার্থক্য গড়ে দিতে পারেন।

  • 26 Nov 2023 07:01 PM (IST)

    IND vs AUS: যশস্বী-ঋতুরাজ প্রস্তুত

    ভুল শোধরানোর পালা যশস্বী জয়সওয়ালের। প্রথম ম্যাচে যশস্বীর ভুলেই কোনও বল না খেলেই রান আউট হন ঋতুরাজত গায়কোয়াড়। যশস্বী নিজেও বড় ইনিংস খেলতে পারেননি।

  • 26 Nov 2023 06:37 PM (IST)

    IND vs AUS: একাদশ আপডেট

    ভারতের একাদশে কোনও বদল নেই। উইনিং কম্বিনেশন ধরে রাখলেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার একাদশে জোড়া পরিবর্তন। জেসন বেহরেনডর্ফের জায়গায় একাদশে অ্যাডাম জাম্পা এবং অ্যারন হার্ডির জায়গায় গ্লেন ম্যাক্সওয়েল। অজি একাদশে জোড়া লেগস্পিনার

    ভারতের একাদশ-সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণ, তিলক ভার্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মুকেশ কুমার, প্রসিধ কৃষ্ণ

    অস্ট্রেলিয়া একাদশ: স্টিভ স্মিথ, ম্যাথিউ শর্ট, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড, শন অ্যাবট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, তনবীর সাঙ্ঘা

  • 26 Nov 2023 06:34 PM (IST)

    IND vs AUS: টস আপডেট

    টস জিতলেন ট্রাভিস হেড। পরের দিকে শিশিরের সম্ভাবনা প্রবল। সে কারণেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ট্রাভিস হেড। গত ম্যাচে টস জিতে সূর্যকুমারও একই সিদ্ধান্ত নিয়েছিলেন।

  • 26 Nov 2023 06:10 PM (IST)

    IND vs AUS: আপাতত আকাশে স্বস্তিই

    ভারত-অস্ট্রেলিয়া দু-দলের প্লেয়াররা ওয়ার্মআপ করছেন। জোর আলোচনায় আইপিএল রিটেনশন। কোন প্লেয়ার রাখা হল, ছাড়া হল, এই নিয়ে জোর আলোচনা চলছে।

  • 26 Nov 2023 06:08 PM (IST)

    IND vs AUS: এগিয়ে যাওয়ার লক্ষ্যে সূর্যরা

    বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি জিতেছে ভারত। আজ দ্বিতীয় ম্য়াচ জিতে সিরিজে লিড নেওয়াই লক্ষ্য টিম ইন্ডিয়ার। নেতৃত্বের অভিষেকে জয়। অনবদ্য ব্যাটিংও করেছেন সূর্য। তবে স্কাইয়ের পাশাপাশি আজ নজরে আকাশও। বৃষ্টির সম্ভাবনা প্রবল। সেটাই আশঙ্কা। আদৌ ম্যাচ সম্পূর্ণ করা যাবে কিনা।

IPL 2024, Hardik Pandya: শেষ মুহূর্তে খেলা বদল, হার্দিক থাকলেন গুজরাটেই
Mumbai Indians: রোহিত-স্কাইয়ের পাশাপাশি রইলেন সচিনপুত্রও, একঝাঁক ক্রিকেটারকে ছাড়ল মুম্বই ইন্ডিয়ান্স