
নয়াদিল্লি: ভারতের মাটিতে চলছে বর্ডার-গাভাসকর (Border-Gavaskar Trophy) ট্রফির লড়াই। নাগপুরে চার টেস্টের সিরিজের প্রথমটি হাসতে হাসতে জিতে নিয়েছে ভারত। স্পিনের বনবন ঘূর্ণিতে হার হজম করে দ্বিতীয় টেস্ট থেকে মরণ কামড় দেওয়ার অপেক্ষায় অস্ট্রেলিয়া। ভারতীয় শিবিরের মেজাজ ফুরফুরে থাকলেও অস্ট্রেলিয়াকে (Ind vs Aus) হালকাভাবে নেওয়ার কোনও মানেই হয় না। দিল্লিতেও অজি ‘বধ’-এর প্রহর গোনা শুরু হবে শুক্রবার থেকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারের স্বাদ দেওয়াই শুধু লক্ষ্য নয় ভারতের। বরং বর্ডার-গাভাসকর ট্রফি জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য নিজেদের জায়গা মজবুত করে নেওয়ার জন্য ঝাঁপাবে ভারত।TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন বর্ডার গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট।
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচটি কবে হবে?
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে আগামী কাল, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি।
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচট কোথায় খেলা হবে?
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ রয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে। ম্যাচের আগে ৯ টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজের লাইভ আপডেট দেখা যাবে TV9 Bangla ওয়েবসাইটে।