হায়দরাবাদ: ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে রোহিত শর্মার ভারত। অক্টোবর মাসে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপের আগে দুই দলই এই সিরিজে কিছুটা প্রস্তুতি নিয়ে নিচ্ছে। আগামীকাল ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ। এই মুহূর্তে সিরিজ দাঁড়িয়ে ১-১। ফলে রবিরাতে হবে সিরিজ ফয়সলার ম্যাচ। জানিয়ে রাখি, রোহিত শর্মার (Rohit Sharma) ভারত এর আগে মোহালিতে এই সিরিজের প্রথম ম্যাচে অ্যারন ফিঞ্চদের কাছে হেরে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে নাগপুরে সমতা ফিরিয়েছে মেন ইন ব্লু।
হেড টু হেডে নজর দিলে দেখা যায় টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৪টি ম্যাচে জিতেছে ভারত ও ১০টি ম্যাচে জিতেছে অজিরা। অমীমাংসিত ১টি ম্যাচ।
ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ ম্যাচটি কবে হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ ম্যাচটি আগামীকাল, রবিবার (২৫ সেপ্টেম্বর) হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ ম্যাচটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Rajiv Gandhi International Cricket Stadium) হবে।
ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা নাগাদ। ম্যাচের আগে ৬.৩০ মিনিটে টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ভারত বনাম অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-২০ সিরিজের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।
অস্ট্রেলিয়া সিরিজের ঘোষিত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্য়াটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, হর্ষল প্য়াটেল, দীপক চাহার, জসপ্রীত বুমরা।