IND vs AUS 4th T20 Highlights: সূর্যর নেতৃত্বের অভিষেকে সিরিজ জয় ভারতের

India vs Australia 4th T20I Live Score in Bengali: ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে। প্রথম দুটি ম্যাচ জিতে ২-০ এগিয়ে ছিল ভারত। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার সুযোগ ছিল। বোর্ডে বড় স্কোর গড়লেও ম্যাক্সওয়েলের অনবদ্য ইনিংসে সিরিজ জিইয়ে রেখেছে অজিরা। রায়পুরে আজ চতুর্থ ম্যাচের লাইভ স্কোর এবং আপডেটের জন্য নজর রাখুন এই ব্লগে।

IND vs AUS 4th T20 Highlights: সূর্যর নেতৃত্বের অভিষেকে সিরিজ জয় ভারতের
Image Credit source: TV9 Bangla Graphics

Dec 02, 2023 | 12:16 AM

রায়পুর: অপরাজিত। সিরিজে সব ম্য়াচে নয়, তবে টি-টোয়েন্টিতে ঘরের মাঠে এই নিয়ে ১৪টি সিরিজ অপরাজিত ভারত। প্রথম বার ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল সূর্যকুমার যাদবকে। বিশ্বকাপ হতাশা কাটিয়ে সিরিজ জয়। নেতৃত্বের অভিষেকেই সূর্যোদয়। প্রথম দু-ম্যাচ জিতে এগিয়ে ছিল ভারত। তৃতীয় ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে হার মানতে হয়েছিল। তবে চতুর্থ ম্যাচে রিঙ্কু সিং ও জীতেশ শর্মার অনবদ্য ব্যাটিং। বোলিং বিভাগের প্রশংসনীয় পারফরম্যান্স। পাঁচ ম্যাচের সিরিজ। এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল ভারত। সিরিজের শেষ ম্যাচ বেঙ্গালুরুতে। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 01 Dec 2023 10:41 PM (IST)

    IND vs AUS: অপরাজিত…

    ঘরের মাঠে এই নিয়ে টানা ১৪টি টি-টোয়েন্টি সিরিজ। অপরাজিত ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এক ম্যাচ বাকি থাকতেই অজিদের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের। বিস্তারিত পড়ুন: স্লগ ওভারে অনবদ্য বোলিং, সিরিজ জয় ভারতের

  • 01 Dec 2023 10:17 PM (IST)

    IND vs AUS: ভারতের বাধা ওয়েড

    স্লগ ওভারে অনবদ্য বোলিং দীপক চাহারের। ১৭তম ওভারে ক্যাচও ফসকেছিল। তাঁর ওভারে উইকেটও এল। ক্রিজে ম্যাথিউ ওয়েড থাকায় ভারত এখনও চাপে। তিন ওভারে ৪৭ রান চাই অস্ট্রেলিয়ার। গত ম্যাচে ৩ ওভারে টার্গেট ছিল ৪৯। যদিও সেই ম্যাচে ম্যাক্সওয়েল ছিলেন।

  • 01 Dec 2023 09:17 PM (IST)

    IND vs AUS: স্পিনে জোড়া সাফল্য

    পাওয়ার প্লে-তে স্পিনার। মাত্র দুই ফিল্ডার ৩০ গজের বাইরে। ঝুঁকি থাকেই। আবার উইকেটের সম্ভাবনাও। রবি বিষ্ণোইকে আনতেই ডান হাতি জশ ফিলিপিকে ফিরিয়ে স্পেল শুরু করেন। পরের ওভারে বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেলকে আক্রমণে আনেন সূর্য। বড় শট খেলার চেষ্টায় হাই ক্যাচ। অনবদ্য ক্যাচ নেন মুকেশ কুমার। ট্রাভিসকে হেডকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরালেন অক্ষর।

  • 01 Dec 2023 09:10 PM (IST)

    IND vs AUS: উইকেটে স্পেল শুরু

    জশ ফিলিপির উইকেটে স্পেল শুরু। বিষ্ণোইকে সুইপ করেন। ক্লিন বোল্ড। ক্রিজে বেন ম্যাকডেরমট। যদিও উল্টোদিকে হেড থাকায় ভারতের চাপ কমেনি।

  • 01 Dec 2023 09:06 PM (IST)

    IND vs AUS: ম্যাক্সি নেই, হেড মাথাব্যাথা!

    রান তাড়ায় বিধ্বংসী শুরু অস্ট্রেলিয়ার। বলা ভালো ট্রাভিস হেডের। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারি। তাঁকে ফেরাতে না পারলে রাস্তা কঠিন হবে ভারতের।

  • 01 Dec 2023 08:40 PM (IST)

    IND vs AUS: ভারতের ইনিংস শেষ

    রিঙ্কু সিং, জীতেশ শর্মার অনবদ্য জুটি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৪ রান ভারতের। রিঙ্কু-জীতেশ জুটি আর কিছুক্ষণ ক্রিজে থাকলে নিঃসন্দেহে এই স্কোর বাড়ত। শিশিরের প্রভাব এখনও দেখা যায়নি। ফলে এই টার্গেটও সহজ বলা যায় না। তার ওপর অজি টিমে নেই গ্লেন ম্যাক্সওয়েল।

  • 01 Dec 2023 08:03 PM (IST)

    IND vs AUS: ঋতুর-রাজে ইতি

    ঋতুরাজ আউট। ক্রিজে অভিষেককারী জীতেশ শর্মা। ক্রিজে রিঙ্কুর সঙ্গে যোগ দিলেন। দু-জনের পরিচিত ‘ফিনিশার’ হিসেবে। আজ অনেকটা বেশি সময় ব্যাটিংয়ের সুযোগ।

  • 01 Dec 2023 07:56 PM (IST)

    IND vs AUS: সুইচ হিটে ছয়!

    দিস ইজ রিঙ্কু সিং! সুইচ হিটে ৮৮মিটার ছয়! রিঙ্কুর শটে হা হয়ে গেলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদবও। বিস্ময় নিয়ে হাততালি ডাগআউটে থাকা সতীর্থদের। সূর্য নিজেও তালিতে ফেটে পড়লেন। এই ম্যাচের সেরা শট এটিই।

  • 01 Dec 2023 07:41 PM (IST)

    IND vs AUS: দশ ওভারের আগেই রিঙ্কু!

    এমন পরিস্থিতি প্রত্যাশা ছিল না। রিঙ্কু সিং প্রথম দু-ম্যাচে হাতে গোনা কয়েকটি ডেলিভারি খেলার সুযোগ পেয়েছিলেন। গত ম্যাচে ব্যাটিংই পাননি। এ দিন নবম ওভারেই নামতে হল রিঙ্কুকে। শ্রেয়সের পর ফিরলেন ক্যাপ্টেন সূর্যও।

  • 01 Dec 2023 07:38 PM (IST)

    IND vs AUS: প্রত্যাবর্তন সুখের হল না

    এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলছেন শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়ার বিরপদ্ধে শেষ দু-ম্যাচে ভাইস ক্যাপ্টেনও। প্রত্য়াবর্তন সুখের হল না। মাত্র আট রানেই ফিরলেন। লেগ স্পিনার তনবীর সাঙ্ঘার বোলিংয়ে লং অনে গ্রিনের ক্যাচ।

  • 01 Dec 2023 07:27 PM (IST)

    IND vs AUS: পাওয়ার প্লে আপডেট

    প্রথম ওভার সতর্ক ব্যাটিং। পরের ওভার থেকেই বিধ্বংসী যশস্বী। ঋতুরাজ গায়কোয়াড় ইনিংস অ্যাঙ্কর করছেন। যশস্বীর বিধ্বংসী ব্য়াটিংয়ের ইতি পাওয়ার প্লের শেষ বলে। ১ উইকেটে ৫০ রান তুলে নিয়েছে ভারত। ক্রিজে শ্রেয়স আইয়ার।

  • 01 Dec 2023 07:15 PM (IST)

    IND vs AUS: এক ওভার স্পেল!

    অ্যারন হার্ডি, বেহরেনডর্ফ এবং বেন ডোয়েরিস। প্রথম তিন ওভারে তিন বোলার। মেডেন ওভারে ভারতের ইনিংস শুরু হয়েছিল। এরপরই ঝড় তোলেন যশস্বী। চতুর্থ ওভারে বেহরেনডর্ফ।

  • 01 Dec 2023 07:06 PM (IST)

    IND vs AUS: রিভিউ-নটআউট, মেডেন ওভার

    অ্যারন হার্ডির বোলিংয়ে যশস্বীর বিরুদ্ধে লগ বিফোরের আবেদন। রিভিউ নেয় অস্ট্রেলিয়া। অন ফিল্ড আম্পায়ার আউট দেননি। রিভিউতে দেখা যায়, বল লেগ স্টাম্পের বাইরে পড়ছে। নটআউট যশস্বী। তবে মেডেন ওভারে ভারতের ইনিংস শুরু।

  • 01 Dec 2023 07:01 PM (IST)

    IND vs AUS: ক্রিজে সেঞ্চুরিয়ন

    ভারতের ইনিংস শুরু। গত ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। তাঁর সঙ্গে প্রত্যাশামতোই ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল।

  • 01 Dec 2023 06:49 PM (IST)

    IND vs AUS: স্ট্যাট অ্যালার্ট

    ঘরের মাঠে গত ১৩ টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে। আজ জিতলেই সিরিজ ভারতের। হারলে নির্ণায়ক হয়ে দাঁড়াবে পঞ্চম টি-টোয়েন্টি।

  • 01 Dec 2023 06:34 PM (IST)

    IND vs AUS: একাদশ আপডেট

    দু-দলের একাদশেই পরিবর্তন। অজি একাদশে পাঁচটি পরিবর্তন। তেমনই ভারতের একাদশে চারটি। এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন শ্রেয়স আইয়ার। তিলক ভার্মার পরিবর্তে একাদশে তিনি। প্রসিধ কৃষ্ণার পরিবর্তে মুকেশ কুমার। একাদশে দীপক চাহারও। আইপিএলে সাড়া জাগানো জীতেশ শর্মার টি-টোয়েন্টি অভিষেক।

    ভারতের একাদশ-যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, জীতেশ শর্মা, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, দীপক চাহার, রবি বিষ্ণোই, আবেশ খান, মুকেশ কুমার

    অস্ট্রেলিয়া একাদশ: জশ ফিলিপি, ট্রাভিস হেড, বেন ম্যাকডেরমট, অ্যারন হার্ডি, টিম ডেভিড, ম্যাথিউ শর্ট, ম্যাথিউ ওয়েড, ক্রিস গ্রিন, বেন ডোয়েরিস, জেসন বেহরেনডর্ফ, তনবীর সাঙ্ঘা

  • 01 Dec 2023 06:31 PM (IST)

    IND vs AUS: টস আপডেট

    প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক আয়োজন করছে রায়পুর। টস জিতলেন ম্যাথিউ ওয়েড। ফের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ওয়েডের। অজি টিমে পাঁচ পরিবর্তন।

  • 01 Dec 2023 06:19 PM (IST)

    IND vs AUS: রায়পুরের ‘অভিষেক’

    রায়পুরে মুখোমুখি হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ভারত এগিয়ে ২-১। চতুর্থ ম্যাচ রায়পুরে। এই মাঠে প্রচুর টি-টোয়েন্টি হয়েছে। সব কটিই ফ্র্যাঞ্চাইজি লিগের অংশ। প্রথম বার আন্তর্জাতিক টি-টোয়েন্টি হতে চলেছে এই মাঠে।