ইন্দোর: বিশ্বকাপের (Cricket World Cup 2023) আগে ভারত ও অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ চলছে। মোহালি ম্যাচ জিতে তিন ম্যাচের ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আপাতত ১-০ এগিয়ে রয়েছে ভারত। আজ ইন্দোরে ভারত-অস্ট্রেলিয়ার (IND vs AUS) দ্বিতীয় ওডিআই। এই ম্যাচে অজি ক্রিকেট টিমের নিয়মিত নেতা প্যাট কামিন্স খেলবেন না। তাঁর জায়গায় অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। তাই টসের সময় ভারত অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে মাঠে প্রবেশ করতে দেখা গেল স্মিথকে। দ্বিতীয় ওডিআইতে টস জিতেছেন স্মিথ। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন টস জিতে কী বাছলেন স্মিথ এবং দুই দলের একাদশ কেমন হল।
সিরিজে ১-০ পিছিয়ে থেকে ইন্দোরে আজ দ্বিতীয় ওডিআইতে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে দ্বিতীয় ওডিআইতে বিশ্রাম দেওয়া হয়েছে। তাই অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্মিথ। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টসের সময় স্মিথ বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব। পরিবেশ বেশ গরম। উইকেট বেশ ভালো লাগছে। তাই রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছি। পরের দিকে শিশির পড়লে রান তাড়া করায় সাহায্য পেতে পারি। আমরা জিততে চাই। তবে আজ কম্বিনেশনে কিছু বদল রয়েছে। স্পেনসর জনসনের ওডিআই অভিষেক হল।’
অস্ট্রেলিয়ার একাদশ – ডেভিড ওয়ার্নার, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইংলিশ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, শন অ্যাবট, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড এবং স্পেনসর জনসন।
টসের পর ভারত অধিনায়ক লোকেশ রাহুল বলেন, ‘এই মাঠে আমরাও টস জিতলে প্রথমে বল করতাম। ভালো উইকেট। আমরা স্কোরবোর্ডে বড় রান তুলতে চাই। শেষ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন করেছি আমরা। জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় এসেছেন প্রসিধ কৃষ্ণা।’
বিসিসিআইয়ের পক্ষ থেকে ম্যাচ শুরুর আগে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতীয় দলের সঙ্গে ইন্দোরে যাননি জসপ্রীত বুমরা। তিনি পরিবারের সঙ্গে দেখা করার জন্য টিমের কাছে ছুটি চেয়েছিলেন। তাঁর জন্য ছুটি মঞ্জুর করেছে টিম ম্যানেজমেন্ট। তাঁর পরিবর্তে দ্বিতীয় ওডিআইতে দলে যোগ দিয়েছেন বাংলার জোরে বোলার মুকেশ কুমার। ওই বিবৃতিতে জানানো হয়েছে, সিরিজের শেষ ম্যাচে ফের দলে যোগ দেবেন বুমরা। দিনকয়েক আগে পুত্রসন্তানের বাবা হয়েছেন বুমরা। এশিয়ান গেমস চলাকালীন তাই বিরতি নিয়ে দেশে ফিরেছিলেন। সম্ভবত সদ্যোজাত ছেলের সঙ্গে দেখা করার জন্যই বুমরা বাড়ি ফিরলেন।
ভারতের একাদশ – শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ঈশান কিষাণ, সূর্যকুমার যাজব, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, মহম্মদ সামি ও প্রসিধ কৃষ্ণা।