‘টি-২০’র অধিনায়কত্ব’ কোহলিকে ‘বিরাট’ তোপ গম্ভীরের

Nov 30, 2020 | 1:34 PM

বিরাট কোহলির (Virat Kohli) অধিনায়কত্ব নিয়ে কড়া সমালোচনা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীররের (Gautam Gambhir)। তিনি বিরাটের অধিনায়কত্বকে দুর্বলও বলেছেন।

টি-২০র অধিনায়কত্ব কোহলিকে বিরাট তোপ গম্ভীরের
বিরাটকে (Virat Kohli) তোপ দাগলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir) (সৌজন্যে-টুইটার)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ (India vs Australia) খুইয়েছে ভারত। দুটি ম্যাচেই অজি ব্যাটারদের হাতে নাস্তানাবুদ হতে হয়েছে টিম ইন্ডিয়ার বোলিং। অনেকেই যখন এই পারফরম্যান্সের জন্য শামি-বুমরাদের দিকে আঙুল তুলছেন, তখন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ‘টি-২০ অধিনায়কত্ব করছেন কোহলি, এই ক্যাপ্টেনসি আমি বুঝতে পারছি না।’ মন্তব্য গৌতির। তাঁর মতে বিরাট কোহলির অধিনায়কত্ব দুর্বল।

অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচে ৫১ রানে জয় ছিনিয়ে নিয়েছে। এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে গৌতম গম্ভীর বলেন, ‘সত্যি বলতে কি, আমি কোহলির অধিনায়কত্ব বুঝতেই পারলাম না। এমন ব্যাটিং লাইন আপকে আটকাতে গেলে শুরুতেই উইকেট চাই, কিন্তু, ভারত অধিনায়ক দলের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাকে, নতুন বলে মাত্র ২ ওভার বোলিং করালেন। এটা টি-২০ ক্রিকেট নাকি?’

প্রথম ম্যাচে হারের পর থেকে ভারতীয় দলের কম্বিনেশন নিয়ে প্রশ্ন উঠছে। বিরাট বলছেন অলরাউন্ডারের অভাব, তাই ষষ্ঠ বোলারের বিকল্প নেই তাঁর কাছে। এই নিয়েও কোহলির সমালোচনা করতে ছাড়লেন না গৌতম। ওয়াশিংটন সুন্দর বা শিবম দুবের মত অলরাউন্ডারদের কেন সুযোগ দেওয়া হল না, প্রশ্ন প্রাক্তন ভারতীয় ওপেনারের। গৌতির আশা শেষ একদিনের ম্যাচে দেখা যাবে তরুণ ক্রিকেটারদের। ক্যানবেরায় তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ বুধবার মুখোমুখি হবে দুই দল। বিরাটদের এখন একটাই লক্ষ্য, হোয়াইট ওয়াশ হওয়া আটকানো।

Next Article