IND vs AUS, 1st ODI Highlights: হাফসেঞ্চুরির পরই ৬ মেরে ফিনিশ রাহুলের, ভারত জয়ী ৫ উইকেটে

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 22, 2023 | 10:24 PM

India vs Australia, 1st ODI: ওডিআই বিশ্বকাপের আগে তিন ম্যাচের ওডিআই সিরিজে মুখোমুখি হতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। আজ, শুক্রবার মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেটের জন্য চোখ রাখুন এই লাইভব্লগে।

IND vs AUS, 1st ODI Highlights: হাফসেঞ্চুরির পরই ৬ মেরে ফিনিশ রাহুলের, ভারত জয়ী ৫ উইকেটে
মোহালিতে আজ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া
Image Credit source: Graphics - TV9Bangla

Follow Us

মোহালি: আইসিসি ওডিআই বিশ্বকাপের (Cricket World Cup) আগে ৩ ম্যাচের ওডিআই সিরিজে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। সদ্য ওডিআই ফর্ম্যাটে এশিয়া কাপ জিতেছে ভারত। ছন্দ বজায় থাকল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে প্রথম ওডিআই জিতে সিরিজে এগিয়ে গেল ভারত। বিশ্বকাপের আগে মেন ইন ব্লুর কাছে ফের সেরা কম্বিনেশন দেখে নেওয়ার সুযোগ। মহম্মদ সামির পাঁচ উইকেট, শুভমন-ঋতুরাজ-সূর্যকুমার-লোকেশ রাহুলের হাফসেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেটে জয়। প্রত্যাবর্তনে উইকেট পেলেন অশ্বিনও। তবে অস্বস্তি থাকল শ্রেয়স আইয়ারের রান না পাওয়া। TV9 Bangla Sports এর এই লাইভ ব্লগে দেখুন ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) প্রথম ওডিআই ম্যাচের লাইভ আপডেট।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 22 Sep 2023 09:54 PM (IST)

    ভারতীয় ইনিংসে চারটি হাফসেঞ্চুরি

    মোহালি ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১-০ এগিয়ে গেল ভারত। বিস্তারিত পড়ুন: অজিদের বিরুদ্ধে এগিয়ে গেল ভারত, বড় প্রাপ্তি ‘ফিনিশার’ সূর্যকুমার

  • 22 Sep 2023 09:02 PM (IST)

    শেষ ১০ ওভারে চাই…

    ওপেনিং জুটিতে অনবদ্য পারফরম্যান্স শুভমন গিল ও ঋতুরাজ গায়কোয়াড়ের। পরপর উইকেট হারিয়ে চাপে পড়েছিল টিম ইন্ডিয়া। অধিনায়ক লোকেশ রাহুল-সূর্যকুমার যাদব জুটি ফের ইনিংস মেরামতের চেষ্টায়। শেষ দশ ওভারে ভারতের চাই আরও ৫৪ রান।


  • 22 Sep 2023 07:54 PM (IST)

    গিল আউট

    ৭৪ রান করে মাঠ ছাড়লেন শুভমন গিল। দুরন্ত ছন্দে থাকা শুভমন গিলের উইকেট তুলে নিলেন অ্যাডাম জাম্পা।

  • 22 Sep 2023 07:18 PM (IST)

    ঋতুর হাফসেঞ্চুরি

    ৬০ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ঋতুরাজ গায়কোয়াড়। এশিয়ান গেমসে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। এশিয়ান গেমসের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই হাফসেঞ্চুরি ঋতুরাজের আত্মবিশ্বাস বাড়াল।

  • 22 Sep 2023 07:08 PM (IST)

    টিমের শতরান

    ওপেনিং জুটি অবিচ্ছিন্ন। রান তাড়ায় ভারতের স্কোর ১০০-০।

  • 22 Sep 2023 07:02 PM (IST)

    গিলের অর্ধশতরান

    ৩৭ বলে অর্ধশতরান শুভমন গিলের। এটি তাঁর ওডিআই কেরিয়ারের নবম অর্ধশতরান। ম্যাথু শর্টের বলে ছয় মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন গিল।

  • 22 Sep 2023 06:46 PM (IST)

    পাওয়ার প্লে-তে সফল ভারত

    ২৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে কোনও উইকেট হারায়নি ভারত। টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি স্কোরবোর্ডে তুলেছে ৬৬ রান।

  • 22 Sep 2023 06:40 PM (IST)

    শুভমন-ঋতুরাজের ৫০ রানের পার্টনারশিপ

    শুভমন গিল ও ঋতুরাজ গায়কোয়াড়ের ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ হল। ৮.৪ ওভারে ক্যামেরন গ্রিনের বলে ৪ মেরে শুভমনের সঙ্গে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন ঋতু।

  • 22 Sep 2023 06:21 PM (IST)

    ৫ ওভারে ভারত ৩৩/০

    ভারতের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ। শুভমন গিল ও ঋতুরাজ গায়কোয়াড়ের ওপেনিং জুটিতে উঠেছে ৩৩ রান। এই ম্যাচ জিততে হলে বাকি থাকা ৪৫ ওভারে ভারতকে তুলতে হবে ২৪৪ রান।

  • 22 Sep 2023 06:00 PM (IST)

    রান তাড়া করতে নামল ভারত

    টার্গেট ২৭৭। রান তাড়া করতে নামল ভারত। ওপেনিংয়ে শুভমন গিল ও ঋতুরাজ গায়কোয়াড়। বোলিংয়ে সূচনায় অজি অধিনায়ক প্যাট কামিন্স।

  • 22 Sep 2023 05:30 PM (IST)

    অস্ট্রেলিয়া থামল ২৭৬ রানে

    • টস জিতে ভারত প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিল
    • অস্ট্রেলিয়ার ইনিংস শেষ।
    • অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান করেছেন ডেভিড ওয়ার্নার ৫২।
    • ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মহম্মদ সামি (৫টি)।
    • তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগোতে হলে ভারতকে নির্ধারিত ৫০ ওভারে তুলতে হবে ২৭৭।
  • 22 Sep 2023 05:22 PM (IST)

    সামির ফাইফার

    ৪৮.৪ ওভারে মহম্মদ সামির ফাইফার পূর্ণ হল। সামির পঞ্চম শিকার শন অ্যাবট। এর আগে প্রথম ওভারে সামি তুলে নিয়েছিলেন মিচেল মার্শের (৪) উইকেট। তাঁর দ্বিতীয় শিকার স্টিভ স্মিথ (৪১)। এরপর মহম্মদ সামি তুলে নেন মার্কাস স্টইনিসের (২৯) উইকেট। সামির চতুর্থ শিকার ম্যাথু শর্ট। মাত্র ২ রানে ফেরেন ম্যাথু।

     

  • 22 Sep 2023 05:18 PM (IST)

    ইংলিশ আউট

    জশ ইংলিশের উইকেট তুলে নিয়েছেন জসপ্রীত বুমরা। ৪৫ রান করে আউট হলেন জশ।

  • 22 Sep 2023 04:50 PM (IST)

    অজিদের ওভার বাকি আর ৮

    ৪২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ২০৪। ক্রিজে মার্কাস স্টইনিস (১৪*) এবং জশ ইংলিশ (১৭*)।
  • 22 Sep 2023 04:37 PM (IST)

    রান আউট গ্রিন

    ৫২ বলে ৩১ রান করে মাঠ ছাড়লেন ক্যামেরন গ্রিন। স্কাইয়ের দুরন্ত থ্রো-তে অজিদের পঞ্চম উইকেটের পতন।

  • 22 Sep 2023 04:22 PM (IST)

    ফের শুরু হল ম্যাচ

    বৃষ্টি বন্ধ হয়েছে। সরেছে কভারও। এ বার ফের শুরু হল ম্যাচ। ক্রিজে ক্যামেরন গ্রিন ও জশ ইংলিশ।

  • 22 Sep 2023 04:05 PM (IST)

    বৃষ্টির কারণে খেলা বন্ধ

    মোহালিতে বৃষ্টির কারণে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচের খেলা বন্ধ হল।

  • 22 Sep 2023 03:54 PM (IST)

    অশ্বিন ভারতকে এনে দিলেন চতুর্থ উইকেট

    অজিদের চতুর্থ উইকেটের পতন হল। মার্নাস লাবুশানকে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। ৪৯ বলে ৩৯ রান করে মাঠ ছাড়লেন লাবুশেন। দারুণ স্টাম্পিং করলেন লোকেশ রাহুল।

  • 22 Sep 2023 03:05 PM (IST)

    স্মিথ আউট

    হাফসেঞ্চুরি হাতছাড়া করে ফিরলেন স্টিভ স্মিথ। মহম্মদ সামি তুলে নিলেন স্মিথের উইকেট। ৪১ রান করে মাঠ ছাড়লেন স্মিথ। তৃতীয় উইকেট হারাল অস্ট্রেলিয়া।

  • 22 Sep 2023 02:58 PM (IST)

    ২০ ওভারে অস্ট্রেলিয়া ১০৭/২

    অস্ট্রেলিয়ার ইনিংসের ২০ ওভারের খেলা শেষ। ২উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। ক্রিজে স্টিভ স্মিথ (৩৯*) ও মার্নাস লাবুশান (৭*)।

  • 22 Sep 2023 02:52 PM (IST)

    ওয়ার্নার আউট

    হাফসেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারলেন না ডেভিড ওয়ার্নার। অজি ওপেনারের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা। ৫৩ বলে ৫২ রান করে মাঠ ছাড়লেন ওয়ার্নার।

  • 22 Sep 2023 02:42 PM (IST)

    হাফসেঞ্চুরি ওয়ার্নারের

    ৪৯ বলে অর্ধশতরান পূর্ণ করলেন ডেভিড ওয়ার্নার। ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৮২। ক্রিজে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। স্মিথ ব্যাট করছেন ৪৩ বলে ২৩ রানে। ওয়ার্নার রয়েছেন ৪৯ বলে ৫০ রানে।

  • 22 Sep 2023 02:14 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • অজিদের পাওয়ার প্লে শেষ।
    • অস্ট্রেলিয়া প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে ৪২ রান।
    • ক্রিজে ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ।
    • অজিদের ইনিংসের প্রথম ১০ ওভারে ভারতকে একমাত্র উইকেট এনে দিয়েছেন মহম্মদ সামি।
  • 22 Sep 2023 01:34 PM (IST)

    মার্শ আউট

    প্রথম ওভারের চতুর্থ বলে মিচেল মার্শের উইকেট তুলে নিলেনম মহম্মদ সামি। মাত্র ৪ রানে ফিরলেন মার্শ।

  • 22 Sep 2023 01:31 PM (IST)

    অস্ট্রেলিয়ার ইনিংস শুরু

    অজিদের ইনিংস শুরু। ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআইতে ওপেনিংয়ে নামলেন ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ। নতুন বলে শুরু করলেন মহম্মদ সামি।

  • 22 Sep 2023 01:15 PM (IST)

    অজিদের একাদশ

    অস্ট্রেলিয়ার একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, ম্যাথু শর্ট, প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট ও অ্যাডাম জাম্পা।

  • 22 Sep 2023 01:13 PM (IST)

    মেন ইন ব্লুর একাদশ

    ভারতের একাদশ: শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা ও মহম্মদ সামি।

  • 22 Sep 2023 01:02 PM (IST)

    টস আপডেট

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতলেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতের ক্যাপ্টেন।

  • 22 Sep 2023 12:52 PM (IST)

    মেন ইন ব্লু তৈরি, আর আপনারা?

    আর কিছুক্ষণ পর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচ। মোহালি সেজে উঠেছে। মেন ইন ব্লু তৈরি। আর আপনারা তৈরি তো?

  • 22 Sep 2023 12:44 PM (IST)

    হেড টু হেড

    ওডিআই ফর্ম্যাটে সাক্ষাৎ হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার। এখনও অবধি এই দুই দল ১৪৬টি ওডিআইতে মুখোমুখি হয়েছে। তার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ৮২টি ম্যাচ। ভারতের জয় ৫৪টি ম্যাচে। দুই দলের ১০টি ম্যাচ অমীমাংসিত।

  • 22 Sep 2023 12:33 PM (IST)

    রাহুল-স্মিথদের জন্য তাতছে মোহালি!

    মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ঘিরে উন্মাদনা প্রবল। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ দুই টিমের কাছেই। এখান থেকেই ভারত ও অস্ট্রেলিয়া টিমের গভীরতা বুঝে নিতে চাইছে ক্রিকেট প্রেমীরা।