IND-W Vs AUS-W Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন মেয়েদের টি২০ বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 22, 2023 | 6:31 PM

India Vs Australia, Women's T20 World Cup 2023: গ্রুপ পর্বের লড়াই শেষ। গ্রুপ ২-এর দ্বিতীয় স্থানে শেষ করে সেমিফাইনালের টিকিট পাকা করে নিয়েছে ভারত।

IND-W Vs AUS-W Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন মেয়েদের টি২০ বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ
Image Credit source: গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

কেপটাউন: দক্ষিণ আফ্রিকার মাটিতে চলছে মেয়েদের টি-২০ বিশ্বকাপের ধুন্ধুমার লড়াই। জানুয়ারি মাসে অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে ফিরেছে দেশের ছোটরা (Women’s T20 World Cup 2023)। শেফালি ভার্মার নেতৃত্বে বাংলার তিতাস সাধু, রিচা ঘোষরা মেয়েদের ক্রিকেট ইতিহাসে দেশের প্রথম বিশ্বকাপজয়ী। ছোটরা ইতিহাস গড়েছে, এ বার পালা বড়দের। দক্ষিণ আফ্রিকায় আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। এ বার লড়াই শেষ চারের। সেমিফাইনালে পা রাখা চারটি দলের মধ্যে ভারত ছাড়া রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল ভারতকে। লিগ পর্বের শেষ ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতে সেমির টিকিট পাকা করে নিয়েছে হরমনপ্রীত কৌরের দল।

ভারত বনাম অস্ট্রেলিয়া মেয়েদের টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচটি কবে হবে?

টি-২০ বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি আগামীকাল, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) হবে।

ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম অস্ট্রেলিয়া মেয়েদের টি-২০ বিশ্বকাপের ম্যাচটি হবে কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে।

টি-২০ বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে। ম্যাচের আগে ৫.৩০টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে টি-২০ বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং?

মেয়েদের টি-২০ বিশ্বকাপে ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে  Tv9 Bangla ওয়েবসাইটে।

Next Article