IND vs AUS Live Streaming: কাল রোহিতদের বড় পরীক্ষা, অজিদের মুখোমুখি ভারত, কোথায়, কখন দেখবেন ম্যাচ?
India vs Australia ICC world cup 2023 Live Match Score: দেশের মাটিতে ১২ বছর পর বিশ্বকাপ। স্বাভাবিক ভাবেই বাড়তি চাপ রয়েছে রোহিতদের কাঁধে। তা ছাড়া প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রোহিত ভালই জানেন, অজিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জোরদার লড়াই দিত হবে। ভারতের ভাগ্যে কী রয়েছে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত।
চেন্নাই: চলছে বিশ্ব ক্রিকেটের মেগা ইভেন্ট, ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023)। কেউ জিতছে কেউ আবার হেরে, ভুল শুধরে পরবর্তী ম্যাচের জন্য নিজেদের তৈরি করে নিচ্ছেন। এবার সামনে বড় পরীক্ষা ভারতের। চলতি বিশ্বকাপের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে রোহিতের ভারত। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দুই শিবিরেই। হাতে আর ২৪ ঘণ্টাও নেই। তবে ময়দানে নামার আগেই অনিশ্চিত ভারতের ভাগ্য। অসুস্থ দলের টপ ব্যাটার শুভমন গিল। যদি গিল না খেলতে পারেন, তবে তাঁর জায়গায় রোহিতের সঙ্গে জুটি বাঁধবেন কে এল রাহুল বা ঈশান কিষান। দেশের মাটিতে ১২ বছর পর বিশ্বকাপ। স্বাভাবিক ভাবেই বাড়তি চাপ রয়েছে রোহিতদের কাঁধে। তা ছাড়া প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রোহিত ভালই জানেন, অজিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জোরদার লড়াই দিত হবে। ভারতের ভাগ্যে কী রয়েছে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে রবিবার পর্যন্ত। কোথায়, হবে এই হাই ভোল্টেজ ম্যাচ? কখন আর কোথায়-ই বা দেখবেন ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি কবে হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি হবে ৮ অক্টোবর।
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি কখন হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি শুরু হবে দুপুর ২ টোয়।
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটির টস কখন হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটির টস শুরু হবে দুপুর ১.৩০ টায়।
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি হবে চেন্নাইয়ের এম.এ চিদম্বরম স্টেডিয়ামে।
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি কোথায় দেখা যাবে?
ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড ম্যাচটির লাইভ আপডেট পাবেন TV9Bangla-এর ওয়েবসাইটে।