AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sourav Ganguly : ইন্দো-পাক নাকি ভারত-অস্ট্রেলিয়া, সৌরভের কাছে কোন প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে উপভোগ্য?

ভারতের বিরুদ্ধে কোন দলের প্রতিদ্বন্দ্বিতা বেশি উপভোগ্য? প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Sourav Ganguly : ইন্দো-পাক নাকি ভারত-অস্ট্রেলিয়া, সৌরভের কাছে কোন প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে উপভোগ্য?
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Jul 02, 2023 | 4:37 PM
Share

কলকাতা : দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। ২২ গজে দুই চিরপ্রতিদ্বন্দ্বী টিমকে একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যায় আইসিসি বা এসিসি ইভেন্টে। দেশের মাটিতে শেষবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ খেলা হয়েছিল ২০১৬ সালে। টি-২০ বিশ্বকাপে শেষবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হয়েছিল ইডেন গার্ডেন্সে। দেশের মাটিতে ৭ বছর পর ফের একবার দেখা যাবে ভারত-পাক ব্লকবাস্টার ম্যাচ। ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশিত হতেই ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। আমেদাবাদের হোটেলগুলিতে রুমের ভাড়া আকাশ ছোঁয়া। ১৫ অক্টোবরের অধীর আগ্রহে অপেক্ষা শুরু ক্রিকেটপ্রেমীদের। ১৫ অক্টোবরের ম্যাচ নিয়ে জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) আগ্রহ কতটা? তিনিও কি এ বারের বিশ্বকাপে ভারত-পাক ম্যাচকে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা বলে মনে করছেন? বিস্তারিত রইল TV9 Bangla Sportsএর এই প্রতিবেদনে।

ক্রিকেট কেরিয়ারে অসংখ্য বার পাকিস্তানের মুখোমুখি হয়েছেন। ২২ গজে দুই প্রতিবেশি দেশের ম্যাচ নিয়ে উন্মাদনাকে খুব কাছ থেকে দেখেছেন সৌরভ। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হলেও ক্রিকেটের চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে উন্মাদনা বেড়েছে বই কমেনি। এত হাইপ সত্ত্বেও ভারত-পাক ম্যাচ নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলে দিয়েছেন, এখন শুধু পাকিস্তান নয় অন্যান্য দেশের বিরুদ্ধে ভারতের ম্যাচ উপভোগ করেন ক্রিকেটপ্রেমীরা। এর চেয়ে বরং ভারত-অস্ট্রলিয়া ম্যাচে অনেক বেশি কোয়ালিটি ক্রিকেট দেখা যায়। কারণ দুটি দলেই রয়েছেন একঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। সৌরভ বলেছেন, “ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে হাইপ বেশি থাকে। কিন্তু কয়েকবছর ধরে দেখা গিয়েছে যে দুটি টিমের মধ্যে কোয়ালিটি ম্যাচ হয় না। ভারত অধিকাংশ ম্যাচ একতরফা জিতেছে। তার উপর সংযুক্ত আরব আমিরশাহিতে বিশ্বকাপের প্রথম বার পাকিস্তান ভারতকে হারিয়ে দেয়।”

তিনি আরও বলেন, “২০২১ সালে টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলতে পারেনি ভারত। আমার মতে, বিশ্বকাপের মঞ্চে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ সবচেয়ে উপভোগ্য। কারণ প্রতিদ্বন্দ্বিতা হয় সমানে সমানে। লোকে ভালো মানের ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ পান।” শেষবার অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। শেষ বলে রুদ্ধশ্বাস ম্যাচ জেতে ভারত। বিরাট কোহলি সেদিন অর্ধশতরানের ইনিংস খেলে জয়ে বড় অবদান রেখেছিলেন।