5

IND vs AUS: বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ গুরুত্বহীন, কে বলে দিলেন এমন কথা?

Cricket World Cup 2023: বিশ্বকাপের টিম আগেই সাজিয়ে ফেলেছে ভারত। চোটের কারণে অক্ষর প্যাটেল হয়তো শেষ মুহূর্তে ছিটকে যেতে পারেন টিম থেকে। তাঁর বদলি হিসেবে টিমে আসতে পারেন রবিচন্দ্রন অশ্বিন কিংবা ওয়াশিংটন সুন্দর। এঁদের দেখে নেওয়া জরুরি। সেই কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে এঁদের টিমে রাখা হয়েছে। সেই সঙ্গে চোটের কারণে দীর্ঘদিন টিমের বাইরে থাকা কিছু প্লেয়ারও পেয়ে যাবেন ম্যাচ প্র্যাক্টিস।

IND vs AUS: বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ গুরুত্বহীন, কে বলে দিলেন এমন কথা?
Cricket World Cup 2023: বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ গুরুত্বহীন, কে বলে দিলেন এমন কথা?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 8:15 AM

কলম্বো: বিশ্বকাপের (Cricket World Cup 2023) ঠিক আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ (IND vs AUS) কতটা গুরুত্বপূর্ণ? ঘরের মাঠে বিশ্বকাপের কথা ভাবলে, রোহিত শর্মা নিজের টিম গুছিয়ে নিতে পারবেন। শেষ মুহূর্তে যা যা দরকার, তাই সেরে নিতে পারবেন। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তাও। অস্ট্রেলিয়া সিরিজ যদি এতই গুরুত্বপূর্ণ হবে, তা হলে রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়াকে বিশ্রাম দেওয়া হল কেন? চোট আঘাত এড়ানোর জন্যই কি? এই প্রশ্ন তুলে দিলেন খোদ ওয়াসিম আক্রম। কী বলছেন তিনি? TV9Bangla Sportsএ বিস্তারিত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তিনটে ওয়ান ডে ম্যাচ খেলবেন ভারতীয় টিম। ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর তিনটে ম্যাচ। ৫ অক্টোবর শুরু হচ্ছে বিশ্বকাপ। ৮ অক্টোবর ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। তিনটে ওয়ান ডে ম্যাচের মধ্যে দিয়ে ভারত তৈরি করে নিতে পারবে অজি-বধের ছক। তাও প্রশ্ন থেকে যাচ্ছে। দুটো টিম ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। প্রথম দুটো ম্যাচে নেতা রাহুল। তৃতীয় ওয়ান ডে ম্যাচে নেতা রোহিতই। আক্রম বলছেন, ‘তিনটে ওয়ান ডে ম্যাচ খেলার জন্য ভারতকে তিনটে জায়গায় যেতে হবে। এতে কিন্তু সারাটা দিন চলে যাবে। বিশ্বকাপের আগে কিন্তু এনার্জি বাঁচিয়ে রাখতে হবে ভারতীয় টিমকে। জানি না, কেন বিশ্বকাপের আগে তিনটে ওয়ান ডে ম্যাচ খেলার কথা ভাবা হল। এটা হয়তো অনেক আগেই ঠিক করে রাখা হয়েছে। কিন্তু সব দিক দেখলে এই সিরিজ অপ্রয়োজনীয়। মেগা ইভেন্টের আগে কোনও টিমই চাইবে না ক্লান্ত হয়ে পড়তে। বিশেষ করে ঘরের মাঠে বিশ্বকাপের কারণে কিন্তু ভারতই ফেভারিট টিম। যদি ভারত টিমে আরও প্লেয়ার চায়, তা হলে এই তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের গুরুত্ব আছে।’

বিশ্বকাপের টিম আগেই সাজিয়ে ফেলেছে ভারত। চোটের কারণে অক্ষর প্যাটেল হয়তো শেষ মুহূর্তে ছিটকে যেতে পারেন টিম থেকে। তাঁর বদলি হিসেবে টিমে আসতে পারেন রবিচন্দ্রন অশ্বিন কিংবা ওয়াশিংটন সুন্দর। এঁদের দেখে নেওয়া জরুরি। সেই কারণেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে এঁদের টিমে রাখা হয়েছে। সেই সঙ্গে চোটের কারণে দীর্ঘদিন টিমের বাইরে থাকা কিছু প্লেয়ারও পেয়ে যাবেন ম্যাচ প্র্যাক্টিস।

পাকিস্তানের কিংবদন্তি পেসার কিন্তু বলে দিচ্ছেন, ‘চোট থেকে সদ্য বেরিয়ে এসেছে বুমরা। এই তিনটে ম্যাচের মধ্যে অন্তত দুটোতে ওর খেলা উচিত। ও ছন্দে রয়েছে। দুর্দান্ত বোলিংও করছে। কিন্তু ওর মাসল আরও বেশি শক্তপোক্ত হওয়া দরকার। আমার তো মনে হয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটে ওয়ান ডে ম্যাচের পাশাপাশি বিশ্বকাপের দুটো ওয়ার্মআপ ম্যাচেও ওকে খেলানো দরকার। ভারতকে কিন্তু ৯টা লিগের ম্যাচ খেলতে হবে। তাই টিমের সিনিয়র প্লেয়ারদের বিশ্রামও দরকার।’