ব্রিসবেন: ব্রিসবেন টেস্টে ভারতের বিরুদ্ধে যদি জিততে না পারে অস্ট্রেলিয়া, তা হলে সিরিজ ড্র হয়ে যাবে। গত বার অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিতে আসার সুবাদে বর্ডার-গাভাসকর ট্রফি থেকে যাবে ভারতেরই কাছে। আর যদি ড্র-ই হয়, তা হলে তা হবে হারের সমান। বক্তার নাম রিকি পন্টিং (Ricky Ponting )।
পন্টিং কোনও রাখঢাক না করেই বলেছেন, ‘সিরিজ যদি ড্র হয়, সেটা হবে ভারতের কাছে কয়েক বছর আগের সিরিজ হারের সমান। আমি এ ভাবেই দেখছি পুরোটা। গত বার ওয়ার্নার ছিল না। শেষ দুটো টেস্টে ওকে পেয়েছি আমরা। গত বার স্মিথকেও পাইনি। এ বার ও খেলেছে। তার পর ভারত কিন্তু চমত্কার পারফর্ম করেছে। ভারতের বিরুদ্ধে আমরা যদি সেরাটা দিতে না পারি, তা হলে কিন্তু হারেরই সামিল হবে।’
আরও পড়ুন: মায়ের প্রেরণাতেই ৫ উইকেটের নজির সিরাজের
ভারতের কাছে ব্রিসবেনের পঞ্চম দিনটা সহজ হবে না, খুব ভালো করেই জানেন পন্টিং। বলেও দিচ্ছেন, ‘বেশ কিছু কঠিন পরিস্থিতি ভারতীয় টিম দারুণ ভাবে সামলে দিয়েছে। পঞ্চম দিনটা কিন্তু ওদের কাছে আরও কঠিন হতে পারে। কারণ, অস্ট্রেলিয়ান টিম কোনও ভাবেই চাইবে না যে, সিরিজটা ওদের হাত থেকে বেরিয়ে যাক। তাই আরও বেশি ঝাঁপাবে সিরিজটা জেতার জন্য।’
আরও পড়ুন: ব্রিসবেন আর হৃদয় জেতার জন্য নামুক রাহানেরা
দুটো টিমের কাছেই ব্রিসবেনের পঞ্চম দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিকি পন্টিং বলছেন, ‘গাব্বায় প্রথম চারটে ঘণ্টা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত যদি ওই সময়টাতে উইকেট না হারায়, তা হলে দ্রুত রান তোলার দিকে এগোতে পারবে। পঞ্চম দিন ৯৯ ওভার হাতে পাবে। ৩২৪ রান ওরা কিন্তু এক দিনে এই সিরিজে তোলেনি। কঠিন কাজ। কিন্তু পরিকল্পনা সাজাতেই পারে।’