পরিকল্পনা কোথায়? সতীর্থদের প্রশ্ন কোহলির

Dec 20, 2020 | 6:20 PM

অস্ট্রেলিয়ার কাছে প্রথম টেস্টে পর্যদুস্ত হয়ে ভারতীয় দলের অন্দরেও কি দোষারোপের হাওয়া।

পরিকল্পনা কোথায়? সতীর্থদের প্রশ্ন কোহলির
সৌজন্যে-টুইটার

Follow Us

অস্ট্রেলিয়ার বোলারদের হাতে, ৩৬ রানে অলআউট হওয়াকে মেনে নিতে পারছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার ম্যাচ শেষে বলেছিলেন, অস্ট্রেলিয়ার বোলাররা ভালো বোলিং করেছে, কিন্তু বিশেষ কোনো পরিকল্পনা ছিল না তাদের। প্রথম ইনিংসে যেমন বোলিং ছিল দ্বিতীয় ইনিংসেও তেমনই। প্রথম ইনিংসে দলের ব্যাটসম্যানরা অজিদের সামলে দিলেও দ্বিতীয় ইনিংসে কেন ব্যর্থ হলেন? বিরাট মনে করেন ব্যক্তিগত পরিকল্পনার অভাব।

আরও পড়ুন : হোয়াইটওয়াশের সম্ভাবনা দেখছেন প্রাক্তন অজি অধিনায়ক

ভারত অধিনায়ক জানিয়েছেন, প্রতিপক্ষের সঙ্গে মোকাবিলা করার জন্য দল একটা পরিকল্পনা নিয়ে মাঠে নামে। কিন্তু একজন ব্যাটসম্যান যখন ব্যাটিং করেন, তাকেও নিজের মত একটা পরিকল্পনা সাজিয়ে নিতে হয়। সেটা পরিস্থিতি অনুযায়ী। ভারতীয় দলের ব্যাটসম্যানদের মধ্যে সেই পরিকল্পনারই অভাব ছিল। আর তাই এই ভরাডুবি।

আরও পড়ুন :  অতিমারীর বছরে ‘বিরাট’ খরা

প্রথম টেস্ট খেলে দেশে ফিরছেন বিরাট কোহলি। কিন্তু ফেরার আগে কোথাও যেন দলের ক্রিকেটারদের দিকেই প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি। অনেকেই বলছেন, দ্বিতীয় ইনিংসে বিরাটের ব্যাটিংয়েও তো কোনো পরিকল্পনা দেখা যায়নি। তাহলে সতীর্থদের দিকে কেন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন অধিনায়ক। আবার অনেকের মতে, প্রশ্ন না তুলে বিরাটের উচিত, দলের ক্রিকেটারদের হালকা মেজাজে রাখা। যাতে দুমড়ে যাওয়া মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেন রাহানেরা।

আরও পড়ুন :  সিরিজ থেকে ছিটকে গেলেন শামি, বিকল্প সিরাজ

Next Article