
টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। যদিও সিরিজের শেষ ম্যাচে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ। সবচেয়ে অস্বস্তির ছিল পিচ। প্রচন্ড মন্থর। ব্যাটাররা শট খেলতে পারছিলেন না। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৯৫ রানের পুঁজি নিয়ে জিতেছিল ভারত। শেষ ম্যাচে ভারত করে ১০২ রান। প্রথম ম্যাচে বাংলাদেশ করেছিল ১১৪ রান। আজ শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর আশাবাদী, ওডিআই সিরিজে ভালো পিচ থাকবে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। এ বার নজরে ওয়ান ডে সিরিজ জয়। এর জন্য শুরুটা ভালো হওয়া প্রয়োজন। ভারত-বাংলাদেশ ওডিআইতে শেষ সাক্ষাতে ১১০ রানের বিশাল ব্যবধানে জিতেছিলেন হরমনপ্রীতরা। ওয়ান ডে বিশ্বকাপে এই ফরম্যাটে শেষ বার মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। এ বার তিন ম্যাচের সিরিজ। যার আগে ভারত অধিনায়ক হরমনপ্রীতের কাছে সবচেয়ে চিন্তার পিচ।
ওয়ান ডে সিরিজ প্রসঙ্গে হরমনপ্রীত কৌর বলেন, ‘যেখানেই খেলি, আমাদের প্রত্যাশা থাকে ভালো পিচের। এখানে যতদূর এখনও অবধি জানি, ওয়ান ডে সিরিজেও একই রকম পিচ থাকছে। তবে প্রত্যাশা করছি, টি-টোয়েন্টির তুলনায় ভালো পিচ থাকবে। এশিয়ান কন্ডিশনে পিচ একটু স্লো হতেই পারে। ব্যাটিং বিভাগ হিসেবে আমাদের সবরকম পরিস্থিতিতেই রান তোলার জন্য প্রস্তুত থাকতে হবে।’
টি-টোয়েন্টি সিরিজ হয়তো বাংলাদেশও জিততে পারতো। শেষ ম্যাচটি তারা জিতেছে। দ্বিতীয় ম্যাচটি জেতার মতো পরিস্থিতিতেই ছিল। মাত্র ৯৬ রানের টার্গেট নিয়েও বাংলাদেশ ব্যাটিং ফ্লপ করে। ভারত ৮ রানে জেতে। ভারতীয় ব্যাটিং লাইন আপে পাওয়ার হিটারের অভাব স্পষ্ট। স্পিনিং ট্র্যাকে স্ট্রাইক রোটেট করার দিকেও অভাব দেখা গিয়েছে। ওয়ান ডে-তে মন্থর পিচ হলেও দল প্রস্তুত, এমনটাই বলছেন ভারত অধিনায়ক।
ভারত বনাম বাংলাদেশ, সকাল ৯টা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইউটিউব চ্যানেলে সম্প্রচার