INDW vs BANW: বাংলাদেশে আজ সিরিজ বাঁচানোর ম্যাচ ভারতের
India vs Bangladesh, Women's Cricket: জন্মদিন কাটিয়ে পরদিনই কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে স্মৃতিকে। হয়তো এই ম্যাচেই চাপের মুহূর্তে জন্মদিনের গিফ্ট হিসেবে সেরা ইনিংস বেরিয়ে আসবে স্মৃতির ব্যাটেই! সেই প্রত্যাশায় ভারতীয় শিবিরও।
ওয়ান ডে ফরম্যাটে বাংলাদেশের কাছে প্রথম বার হারের ধাক্কা। এ বার সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ ভারতের সামনে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। যদিও টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হার। ওয়ান ডে সিরিজ শুরু হয়েছে হার দিয়ে। বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস গড়ার মুহূর্ত তৈরি হয়েছে গত ম্যাচে। ওয়ান ডে ক্রিকেটে প্রথম বার ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে তারা। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন, আরও ইতিহাস গড়তে চান। আজ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশ জিতলে সিরিজও তাদের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বাংলাদেশ সফরে পিচ নিয়ে ব্যাপক সমস্যায় পড়েছেন ভারতীয় ব্যাটাররা। টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ব্যাটিং ভালো হয়নি। দ্বিতীয় ম্যাচটি হারতেও পারত ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৯৫ রান করেন হরমনপ্রীতরা। অনবদ্য বোলিংয়ে শেষ অবধি এত কম রানের পুঁজি নিয়েও রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। ব্যাটিংয়ে সবচেয়ে বেশি ভুগিয়েছে পাওয়ার হিটিং। ডট বল হলেই চাপে পড়ছিলেন ভারতীয় ব্যাটাররা। সেখান থেকে বেরোতে পারেননি।
ব্যাটিং বিপর্যয় তাড়া করেছে ওয়ান ডে সিরিজেও। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে ভারতের সামনে মাত্র ১৫৪ রানের লক্ষ্য ছিল। যদিও বাংলাদেশ পেসার মারুফা আখতার টপ অর্ডারে ধাক্কা দেন। মিডল অর্ডারে লেগস্পিনার রাবেয়া খানকে সামলাতে ব্যর্থ ভারত। মাত্র ১১৩ রানেই শেষ ভারতীয় ইনিংস। টি-টোয়েন্টি সিরিজে একটি অর্ধশতরান করেছিলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। সহ অধিনায়ক তথা ভারতীয় ব্যাটিংয়ের মূল স্তম্ভ স্মৃতি মন্ধানা পুরো সিরিজেই সে ভাবে ভরসা দিতে পারেননি। জন্মদিন কাটিয়ে পরদিনই কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে স্মৃতিকে। হয়তো এই ম্যাচেই চাপের মুহূর্তে জন্মদিনের গিফ্ট হিসেবে সেরা ইনিংস বেরিয়ে আসবে স্মৃতির ব্যাটেই! সেই প্রত্যাশায় ভারতীয় শিবিরও।
ভারত-বাংলাদেশ, দ্বিতীয় ওডিআই, সকাল ৯টা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার