INDW vs BANW: ‘স্নায়ুর চাপে ভুগছিলাম’ সিরিজ বাঁচিয়ে বলছেন জেমাইমা

India vs Bangladesh, Women's Cricket: ম্যাচের সেরা জেমাইমা বলছেন, ‘যদি বলি, আমার ওপর কোনও চাপ ছিল না, মিথ্যে বলা হবে। বাংলাদেশ কতটা দক্ষ, প্রথম ম্যাচেই তা দেখেছি।’

INDW vs BANW: ‘স্নায়ুর চাপে ভুগছিলাম’ সিরিজ বাঁচিয়ে বলছেন জেমাইমা
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 9:57 PM

খাদের কিনারায় ছিল দল। তেমনই একই পরিস্থিতিতে ছিলেন জেমাইমা রডরিগজও। কেরিয়ারে অনেক চড়াই উতরাই রয়েছে। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন। প্রত্যাবর্তনের পর বেশ কিছু ভালো ইনিংস। কিন্তু বাংলাদেশ সফরে ফের একবার হতাশার পারফরম্যান্স হচ্ছিল। তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারের কাছে দলের চাহিদা বেশি থাকবে সেটাই প্রত্যাশিত। কিন্তু টি-টোয়েন্টি সিরিজ হোক কিংবা ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ। প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না। অবশেষে অলরাউন্ড পারফরম্যান্স। সিরিজ বাঁচাল ভারত। ফয়সালা হবে তৃতীয় ওয়ান ডে ম্যাচেই। দ্বিতীয় ওয়ান ডে-তে ম্যাচের সেরা পুরস্কার জয়ী জেমাইমা যা বললেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বাংলাদেশ সফরে ব্যাটিং সমস্যায় পড়েছে ভারত। টি-টোয়েন্টি সিরিজ ভারত ২-১ ব্যবধানে জিতেছে। সব কটিই লো-স্কোরিং। এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে মাত্র ৯৫ রান করে ভারতের তারকাখচিত ব্যাটিং বিভাগ। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ৪৪ ওভারে ১৫৪ রান তাড়া করতে নেমে ১১৩ রানেই অলআউট। বাংলাদেশের কাছে ওয়ান ডে ফরম্যাটে প্রথম বার হারের স্বাদ। দ্বিতীয় ওয়ান ডে-তে সিরিজ বাঁচানোর লড়াই। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২২৮ রান করে ভারত। মিডল অর্ডারে অনবদ্য ব্যাটিং জেমাইমা রডরিগজের। ৭৮ বলে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। তেমনই বল হাতে মাত্র ৩ রান দিয়ে ৪ উইকেট!

ম্যাচের সেরা জেমাইমা বলছেন, ‘যদি বলি, আমার ওপর কোনও চাপ ছিল না, মিথ্যে বলা হবে। বাংলাদেশ কতটা দক্ষ, প্রথম ম্যাচেই তা দেখেছি। টিম হিসেবে কীভাবে প্রত্যানর্তন করা যায়, সেটা নিয়েই আলোচনা হয়েছে। হরমন-আমি ভালো ব্যাট করছিলাম, এরপর হরলীনও অনবদ্য ব্যাটিংয়ে ভরসা দেয়।’ বোলিংয়ে অবশ্য চমক। আন্তর্জাতিক ক্রিকেটে খুব বেশি বোলিং করেননি। এই ম্যাচে ৪ উইকেট। এর রহস্য কী? জেমাইমা বলেন, ‘বাড়তি কিছু করিনি। সঠিক লাইন লেন্থে বল রাখার চেষ্টা করেছি। বাকিটা এখানকার পিচের সৌজন্যে। আমার বোলিংয়ে ভরসা রাখার জন্য টিম ম্যানেজমেন্টের ওপর কৃতজ্ঞ।’