INDW vs BANW: সিরিজ নির্ণায়ক ম্যাচ, ধারাবাহিকতায় নজর ভারতের
India vs Bangladesh, Women's Cricket: বাংলাদেশ সফরে সবচেয়ে হতাশ করছে দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানার ফর্ম। এখনও পর্যন্ত নিজের দক্ষতা অনুযায়ী পারফর্ম করতে পারেননি স্মৃতি। চাপে পড়ছে দলও।

ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপের এমন পরিস্থিতি হবে, তা অবশ্য প্রত্যাশিত ছিল না। তবে গত ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। সেটা ব্যাটিং হোক কিংবা বোলিং। টি-টোয়েন্টিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছিল ভারত। ওয়ান ডে-তে অবশ্য পরিস্থিতি অন্য। প্রথম ম্যাচ হেরে পিছিয়ে ছিল ভারতীয় দল। গত ম্যাচ জিতে সিরিজ এখন সমতায়। নির্ণায়ক ম্যাচের বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম ওয়ান ডে-তে ভারতের জন্য লক্ষ্য ছিল ৪৪ ওভারে ১৫৪ রান। স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, জেমাইমা রডরিগজের মতো তারকাখচিত ব্যাটিং লাইন আপ। ওয়ান ডে-তে প্রথম দু-ম্যাচে স্মৃতির সঙ্গে ওপেন করেন প্রিয়া পুনিয়া। টি-টোয়েন্টিতে জমেনি শেফালি-স্মৃতির ওপেনিং জুটি। ফরম্যাট বদলালেও পরিস্থিতি বদলায়নি। প্রিয়া পুনিয়া গত দু-ম্যাচেই ফ্লপ। তাঁর কাছে আরও একটা সুযোগ দক্ষতা প্রমাণের। গত ম্যাচে ভারতের জয়ে অলরাউন্ড পারফরম্যান্স জেমাইমা রডরিগজের।
বাংলাদেশ সফরে সবচেয়ে হতাশ করছে দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানার ফর্ম। এখনও পর্যন্ত নিজের দক্ষতা অনুযায়ী পারফর্ম করতে পারেননি স্মৃতি। চাপে পড়ছে দলও। গত ওডিআইতে ৫৮ বলে ৩৬ রান করেন স্মৃতি। তার আগে ১১, ১, ১৩। বাংলাদেশ মহিলা ক্রিকেট দল স্বপ্নের ক্রিকেট খেলছে। সব কিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি সিরিজ জিততেও পারত তারা। ওয়ান ডে সিরিজের শুরুটা ভালো হলেও গত ম্যাচে হার। এখান থেকে স্নায়ুর চাপ ধরে রাখা সহজ নয়। অভিজ্ঞতায় কিছুটা হলেও এগিয়ে থাকবে ভারত।
ভারত বনাম বাংলাদেশ, সকাল ৯টা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার
