INDW vs BANW: ক্লিন সুইপের সঙ্গে নজরে পরীক্ষা, আজ হয়তো অভিষেক উমার
India vs Bangladesh, Women's Cricket: বাংলাদেশ সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছে বেশ কিছু নতুন মুখ। প্রথম ম্যাচেই অভিষেক হয় অফস্পিনার মিন্নু মনি এবং বাঁ হাতি স্পিনার অনুষা বারেড্ডির।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম দু-ম্যাচ জিতেছে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত। প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ভারত। নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১৪ রানেই বাংলাদেশকে আটকে রাখে। রান তাড়ায় শুরুতে ধাক্কা খেলেও অধিনায়ক হরমনপ্রীত কৌরের অপরাজিত অর্ধশতরানে জেতে ভারত। সবচেয়ে উপভোগ্য হয়েছে দ্বিতীয় ম্যাচটি। শুধুমাত্র বোলারদের দাপট দেখা গিয়েছে। বলা ভালো স্পিনারদের দাপট। তিন ম্যাচের সিরিজে ভারত এগিয়ে ২-০। আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বাংলাদেশ সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছে বেশ কিছু নতুন মুখ। প্রথম ম্যাচেই অভিষেক হয় অফস্পিনার মিন্নু মনি এবং বাঁ হাতি স্পিনার অনুষা বারেড্ডির। প্রথম ম্যাচে একটি উইকেটও নিয়েছিলেন মিন্নু। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের স্পিন দাপটে ভারতীয় ব্যাটিং লাইন আপ প্রবল সমস্যায় পড়ে। ওপেনি জুটিতে ৩৩ রান ওঠার পরই ব্যাটিং বিপর্যয়। ইনিংসের শেষ পাঁচ বলে ১১ রান তোলে ভারত। না হলে ৯৫ স্কোর অবধিও পৌঁছনো যেত না।
মাত্র ৯৫ রানের পুঁজি নিয়ে জেতা সম্ভব, দেখিয়ে দিয়েছে ভারতীয় দল। বোলিংয়ে ওপেন করেছিলেন পূজা বস্ত্রকার। ১১ রান দেন তিনি। এই পিচে যে স্পিনাররাই ভরসা বুঝতে সমস্যা হয়নি হরমনপ্রীতের। বাকি ১৯ ওভারই করেছেন স্পিনাররা। অফস্পিনার দীপ্তি শর্মা ৩ উইকেট নেন। শেষ ওভারে তিন উইকেট নেন পার্টটাইম স্পিনার শেফালি ভার্মা। মিন্নু মনি এবং অনুষাও উইকেট নিয়েছেন। সিরিজ জিতে যাওয়ায় তৃতীয় টি-টোয়েন্টিতে নজর থাকবে পরীক্ষায়। এই ম্যাচে অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কিপার-ব্যাটার উমা ছেত্রীর। ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন উমা। মিডল অর্ডারে তাঁকে দেখা হতে পারে।
ভারত বনাম বাংলাদেশ, দুপুর ১.৩০, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইউটিউব চ্যানেলে সম্প্রচার
