India vs England 1st Test, Day 5 LIVE Score: চিপকে ২২৭ রানে হার ভারতের

Feb 09, 2021 | 2:23 PM

চিপকে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) প্রথম টেস্টের পঞ্চম দিন। দেখে নিন পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs England 1st Test, Day 5 LIVE Score: চিপকে ২২৭ রানে হার ভারতের
চিপকে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট।

Follow Us

চিপকে হার ভারতের। ইংল্যান্ডের কাছে ২২৭ রানে হার কোহলির টিম ইন্ডিয়ার। সিরিজে ১-০ এগিয়ে গেল রুট বাহিনী। পঞ্চম দিন চার বিরতির আগেই ১৯২ রানে অল আউট হয়ে যান রাহানেরা। ৭২ রান করে একমাত্র লড়াই করেন অধিনায়ক কোহলি। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন লিচ। ৩ উইকেট পান অ্যান্ডারসন। দেশের বাইরে টানা ৬টা টেস্ট জিতল ইংল্যান্ড। ২০১৭ সালের মার্চ মাসের পর ঘরের মাঠে টেস্ট হারল ভারতীয় দল।

Key Events

ম্যাচের সেরা জো রুট

নিজের কেরিয়ারের শততম টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ড রুটের। প্রথম ইনিংসে রুটের ব্যাট থেকে আসে ২১৮ রান। দ্বিতীয় ইনিংসে ৪০।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অশ্বিনের ৯ উইকেট

চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ২২৭ রানে হার ভারতের। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে দারুণ বোলিং রবিচন্দ্রন অশ্বিনের। প্রথম টেস্টে ২ ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট নিয়েছেন।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 09 Feb 2021 01:46 PM (IST)

    কোহলির অধিনায়কত্বে টানা ৪টে টেস্টে হার ভারতের

    দেশের বাইরে টানা ৬টা টেস্ট জিতল ইংল্যান্ড। ২০১৭ সালের মার্চ মাসের পর ঘরের মাঠে টেস্ট হারল ভারতীয় দল। বিরাট কোহলির অধিনায়কত্বে টানা ৪টে টেস্টে হার ভারতের।

  • 09 Feb 2021 01:35 PM (IST)

    ১৯২ রানে অল আউট ভারত

    ১৯২ রানে অল আউট ভারত। ২২৭ রানে প্রথম টেস্টে জয় রুটদের।


  • 09 Feb 2021 01:20 PM (IST)

    লিচের বলে আউট নাদিম

    ফের উইকেট পতন। কোনও রান না করেই ফিরে গেলেন নাদিম।

  • 09 Feb 2021 01:15 PM (IST)

    অধিনায়কের উইকেট হারাল ভারত

    বেন স্টোকসের বলে আউট ভারত অধিনায়ক। ৭২ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি।

     

  • 09 Feb 2021 12:59 PM (IST)

    লিচের বলে আউট অশ্বিন

    জ্যাক লিচের বলে আউট রবিচন্দ্রন অশ্বিন। ৯ রান করে ফিরলেন তিনি।

     

  • 09 Feb 2021 12:54 PM (IST)

    কোহলি-অশ্বিনের ৫০ রানের পার্টনারশিপ

    ক্রিজে কোহলি-অশ্বিন। ভারতের স্কোর ৬ উইকেটে ১৬৯।

  • 09 Feb 2021 12:31 PM (IST)

    বিরাটের অর্ধশতরান

    চিপকে ভারত অধিনায়কের অর্ধশতরান পূর্ণ। ভারতের স্কোর ৬ উইকেটে ১৫৬।

  • 09 Feb 2021 11:35 AM (IST)

    মধ্যাহ্নভোজনের বিরতি, ভারতের স্কোর ১৪৪/৬

    চিপকে ভারতকে চাপে ফেলছে ইংল্যান্ড। মধ্যাহ্নভোজনের বিরতি। ভারতের স্কোর ১৪৪/৬।

  • 09 Feb 2021 11:02 AM (IST)

    বেসের বলে আউট সুন্দর

    ডম বেসের বলে আউট ওয়াশিংটন সুন্দর। কোনও রান না করেই ফিরলেন তিনি।

  • 09 Feb 2021 10:52 AM (IST)

    অ্যান্ডারসনের বলে আউট পন্থ

    জিমি অ্যান্ডারসনের বলে আউট ঋষভ পন্থ। ১১ রান করে ফিরলেন তিনি।

  • 09 Feb 2021 10:39 AM (IST)

    ১০০-র গন্ডি পেরোলো ভারত

    ২৯.২ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১০১।

  • 09 Feb 2021 10:28 AM (IST)

    ফের উইকেট পতন

    রাহানের উইকেট হারাল ভারত। অ্যান্ডারসনের বলে আউট রাহানে। কোনও রান না করেই ফিরলেন তিনি।

  • 09 Feb 2021 10:25 AM (IST)

    শুভমনের উইকেট হারাল ভারত

    শুভমন গিলের উইকেট হারাল ভারত। অর্ধশতরান করে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি।

  • 09 Feb 2021 10:19 AM (IST)

    চিপকে শুভমনের অর্ধশতরান

    চিপকে শুভমন গিল অর্ধশতরান পূর্ণ করলেন। ২৬ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৯৫।

  • 09 Feb 2021 09:57 AM (IST)

    পূজারার উইকেট হারাল ভারত

    জ্যাক লিচের বলে আউট চেতেশ্বর পূজারা। ১৫ রান করে ফিরলেন তিনি।

  • 09 Feb 2021 09:41 AM (IST)

    ১৫.৫ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৫০

    ক্রিজে পূজারা-গিল। ১৫.৫ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৫০।

  • 08 Feb 2021 05:04 PM (IST)

    চতুর্থ দিনের খেলা শেষ

    ১৩ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৩৯। চতুর্থ দিনের খেলা শেষ। ভারতের জয়ের জন্য প্রয়োজন ৩৮১ রান।

     

  • 08 Feb 2021 04:32 PM (IST)

    লিচের বলে আউট রোহিত

    জ্যাক লিচের বলে আউট রোহিত শর্মা। ১২ রান করে ফিরলেন তিনি।

  • 08 Feb 2021 04:00 PM (IST)

    ১৭৮ রানে অল আউট ইংল্যান্ড

    অশ্বিনের বলে আউট অ্যান্ডারসন। ১৭৮ রানে অল আউট ইংল্যান্ড।

     

  • 08 Feb 2021 03:57 PM (IST)

    অশ্বিনের বলে আউট আর্চার

    রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট আর্চার। ৫ রান করে প্যাভিলিয়ানে ফিরে গেলেন তিনি।

  • 08 Feb 2021 03:43 PM (IST)

    অশ্বিনের বলে আউট বেস

    রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট বেস। ২৫ রান করে ফিরলেন তিনি।

  • 08 Feb 2021 03:35 PM (IST)

    বাটলারের উইকেট হারাল ইংল্যান্ড

    নাদিমের বলে আউট বাটলার। ২৪ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 08 Feb 2021 02:44 PM (IST)

    নাদিমের বলে আউট পোপ

    নাদিমের বলে আউট পোপ। ২৮ রানে করে ফিরলেন তিনি।

  • 08 Feb 2021 02:13 PM (IST)

    চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১১৯

    ক্রিজে পোপ-বাটলার। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১১৯।

  • 08 Feb 2021 01:53 PM (IST)

    রুটের উইকেট হারাল ইংল্যান্ড

    বুমরার বলে আউট ইংল্যান্ড অধিনায়ক। ৪০ রান করে মাঠ ছাড়লেন রুট।

     

  • 08 Feb 2021 01:22 PM (IST)

    ৪ নম্বর উইকেট হারাল ইংল্যান্ড

    অশ্বিনের বলে আউট স্টোকস।

  • 08 Feb 2021 01:04 PM (IST)

    তিন নম্বর উইকেট হারাল ইংল্যান্ড

    ইশান্তের বলে আউট লরেন্স।

  • 08 Feb 2021 12:58 PM (IST)

    ১৪.২ ওভারে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৫০

    ৫০ রান পূর্ণ করলেন রুটরা। ১৪.২ ওভারে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৫০।

  • 08 Feb 2021 12:43 PM (IST)

    ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট পতন

    অশ্বিনের বলে আউট সিবলি। ১৬ রান করে ফিরলেন তিনি।

     

  • 08 Feb 2021 12:40 PM (IST)

    ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ২৭

    ক্রিজে সিবলি-লরেন্স। ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ২৭।

  • 08 Feb 2021 11:34 AM (IST)

    লাঞ্চ বিরতিতে ইংল্যান্ড ১/১

    ২৪২ রানে এগিয়ে জো রুটরা

     

  • 08 Feb 2021 11:30 AM (IST)

    দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই জোড়়া স্পিনারে ভারত

    দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই জোড়়া স্পিনারে ভারত। ২ ওভারে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ১।

  • 08 Feb 2021 11:26 AM (IST)

    দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই আউট বার্নস

    অশ্বিনের বলে আউট ইংল্যান্ড ওপেনার। কোনও রান না করেই ফিরলেন বার্নস।

  • 08 Feb 2021 11:13 AM (IST)

    ৩৩৭ রানে অল আউট ভারত

    আউট বুমরা। শেষ উইকেট হারাল ভারত। ৩৩৭ রানে অল আউট টিম ইন্ডিয়া।

  • 08 Feb 2021 11:01 AM (IST)

    ইশান্ত শর্মা আউট

    অ্যান্ডারসনের বলে আউট ইশান্ত। ৪ রান করে ফিরলেন তিনি।

  • 08 Feb 2021 10:47 AM (IST)

    লিচের বলে আউট নাদিম

    জ্যাক লিচের বলে আউট শাহবাজ নাদিম। কোনও রান না করেই ফিরলেন তিনি।

  • 08 Feb 2021 10:24 AM (IST)

    অশ্বিনের উইকেট হারাল ভারত

    জ্যাক লিচের বলে আউট রবিচন্দ্রন অশ্বিন। ৩১ রান করে ফিরলেন তিনি।

  • 08 Feb 2021 10:17 AM (IST)

    ৩০০ রানের গন্ডি পেরোলো টিম ইন্ডিয়া

    ৮৫.১ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ৩০০।

  • 08 Feb 2021 09:55 AM (IST)

    ক্রিজে অশ্বিন-সুন্দর

    ৮০ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ২৮৪।

  • 08 Feb 2021 09:50 AM (IST)

    চিপকে সুন্দরের অর্ধশতরান

    চিপকে ওয়াশিংটন সুন্দর অর্ধশতরান পূর্ণ করলেন।

  • 07 Feb 2021 05:02 PM (IST)

    তৃতীয় দিনের খেলা শেষ

    তৃতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ২৫৭।

  • 07 Feb 2021 04:48 PM (IST)

    ২৫০ রানের গন্ডি পেরোলো ভারত

    ভারতের স্কোর ৬ উইকেটে ২৫১। ৭১.১ ওভারে ২৫০ রানের গন্ডি পেরোলো টিম ইন্ডিয়া।

  • 07 Feb 2021 04:30 PM (IST)

    ৬৫ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ২৩৭

    ক্রিজে অশ্বিন-সুন্দর। ৬৫ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ২৩৭।

  • 07 Feb 2021 03:46 PM (IST)

    পন্থের উইকেট হারাল ভারত

    বেসের বলে আউট ঋষভ পন্থ। ৯১ রানের লড়াকু ব্যাটিং করে ফিরলেন তিনি।

  • 07 Feb 2021 03:18 PM (IST)

    পূজারার উইকেট হারাল ভারত

    বেসের বলে আউট চেতেশ্বর পূজারা। ৭৩ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি।

  • 07 Feb 2021 03:16 PM (IST)

    ৫০ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১৯২

    ৪ উইকেট হারানোর পর ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে পূজারা-পন্থ জুটি। ৫০ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১৯২।

  • 07 Feb 2021 02:56 PM (IST)

    শতরানের পার্টনারশিপ পূজারা-পন্থের

    ৪৬.৫ ওভারে ১০০ রানের পার্টনারশিপ পূজারা-পন্থের।

  • 07 Feb 2021 02:14 PM (IST)

    চা বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫৪

    চা বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫৪। ক্রিজে পূজারা-পন্থ।

  • 07 Feb 2021 02:07 PM (IST)

    চিপকে পন্থের অর্ধশতরান

    চিপকে ঋষভ পন্থ অর্ধশতরান পূর্ণ করলেন।

  • 07 Feb 2021 02:04 PM (IST)

    চিপকে পূজারার অর্ধশতরান

    চিপকে চেতেশ্বর পূজারা অর্ধশতরান পূর্ণ করলেন।

  • 07 Feb 2021 01:07 PM (IST)

    ফের উইকেট হারাল ভারত

    বেসের বলে আউট রাহানে। ১ রান করে ফিরলেন তিনি।

     

  • 07 Feb 2021 12:56 PM (IST)

    বেসের বলে আউট ভারত অধিনায়ক

    বেসের বলে আউট বিরাট কোহলি। ১১ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 07 Feb 2021 12:36 PM (IST)

    ২০ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৬৭

    ক্রিজে কোহলি-পূজারা। ২০ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৬৭।

  • 07 Feb 2021 11:35 AM (IST)

    ক্রিজে কোহলি-পূজারা

    মধ্যাহ্নভোজনের বিরতিতে ভারতের স্কোর ২ উইকেটে ৫৯।

  • 07 Feb 2021 11:08 AM (IST)

    ফের ধাক্কা ভারতের

    আর্চারের বলে আউট শুভমন গিল। ২৯ রানে ফিরলেন তিনি।

     

  • 07 Feb 2021 10:37 AM (IST)

    আউট রোহিত

    আর্চারের বলে ৬ রানে আউট রোহিত শর্মা

  • 07 Feb 2021 10:29 AM (IST)

    ভারতের ব্যাটিং শুরু

    ভারতের ব্যাটিং শুরু। ওপেনিংয়ে রোহিত-শুভমন।

     

  • 07 Feb 2021 10:17 AM (IST)

    ইংল্যান্ড অল আউট ৫৭৮ রানে

    ইংল্যান্ডের প্রথম ইনিংসের খেলা শেষ। ইংল্যান্ড অল আউট ৫৭৮ রানে।

  • 07 Feb 2021 10:15 AM (IST)

    অশ্বিনের আউট অ্যান্ডারসন

    রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট অ্যান্ডারসন।

  • 07 Feb 2021 09:56 AM (IST)

    বুমরার বলে আউট বেস

    বুমরার বলে আউট বেস। ইংল্যান্ডের স্কোর ৯ উইকেটে ৫৬৭।

  • 07 Feb 2021 09:42 AM (IST)

    ক্রিজে বেস-লিচ

    চিপকে বড় রানের লক্ষ্যে এগোচ্ছে ইংল্যান্ড।

  • 06 Feb 2021 04:51 PM (IST)

    রানের পাহাড়ে ইংল্যান্ড

    দ্বিতীয় দিনের খেলা শেষ। রানের পাহাড়ে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ৫৫৫।

  • 06 Feb 2021 04:39 PM (IST)

    ৫৫০ রানের গন্ডি পার ইংল্যান্ডের

    ক্রিজে বেস-লিচ। ১৭৮.৪ ওভারে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ৫৫০।

  • 06 Feb 2021 04:06 PM (IST)

    ক্রিজে বেস-লিচ

    ১৭১ ওভারে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ৫৩০।

  • 06 Feb 2021 03:56 PM (IST)

    ইশান্তের বলে আউট আর্চার

    ইশান্ত শর্মার বলে আউট জোফ্রা আর্চার। কোনও রান না করেই ফিরলেন তিনি।

  • 06 Feb 2021 03:53 PM (IST)

    ফের উইকেট পতন ইংল্যান্ডের

    ইশান্ত শর্মার বলে আউট বাটলার।

  • 06 Feb 2021 03:34 PM (IST)

    ৫০০ রানের গন্ডি পেরোলেন বাটলাররা

    ১৬৪.৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ৬ উইকেটে ৫০১। পরপর ২ উইকেট হারিয়ে ৫০০-র গন্ডি পেরিয়ে গেলেন বাটলাররা।

  • 06 Feb 2021 03:02 PM (IST)

    জো রুটের উইকেট হারাল ইংল্যান্ড

    নাদিমের বলে আউট জো রুট।

  • 06 Feb 2021 02:53 PM (IST)

    পঞ্চম উইকেট হারাল ইংল্যান্ড

    রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট পোপ।

  • 06 Feb 2021 02:45 PM (IST)

    রুটদের টলাতে ব্যর্থ ভারতীয় বোলাররা

    ১৫০ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৪৬৫।

  • 06 Feb 2021 02:13 PM (IST)

    ক্রিজে রুট-পোপ

    চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৪৫৪।

  • 06 Feb 2021 02:07 PM (IST)

    ৪৫০ রানের গন্ডি পেরোলেন রুটরা

    ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৪৫১।

  • 06 Feb 2021 01:55 PM (IST)

    রুটের ডাবল সেঞ্চুরি

    ১৪২.৩ ওভারে জো রুট তাঁর দ্বিশতরান পূর্ণ করলেন।

  • 06 Feb 2021 01:09 PM (IST)

    ৪০০ রানের গন্ডি পেরোলেন রুটরা

    ১৩১.২ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৪০০।

  • 06 Feb 2021 12:47 PM (IST)

    চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড

    নাদিমের বলে আউট বেন স্টোকস।

  • 06 Feb 2021 12:44 PM (IST)

    রুট-স্টোকসকে ক্রিজ থেকে টলাতে ব্যর্থ ভারতীয় বোলাররা

    টিম ইন্ডিয়া উইকেট পেতে মরিয়া। কিন্তু রুট-স্টোকসকে ক্রিজ থেকে টলাতে ব্যর্থ ভারতীয় বোলাররা। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে দাপট দেখাচ্ছেন রুট-স্টোকস।

  • 06 Feb 2021 12:22 PM (IST)

    ১০০ রানের পার্টনারশিপ রুট-স্টোকসের

    ১২১ ওভারে ১০০ রানের পার্টনারশিপ রুট-স্টোকসের।

  • 06 Feb 2021 12:13 PM (IST)

    উইকেটহীন প্রথম সেশন, বড় রানের লক্ষ্যে ইংল্যান্ড

                                                                      সৌজন্যে-ইংল্যান্ড ক্রিকেট টুইটার

    মধ্যাহ্নভোজনের পর ফের ক্রিজে রুট-স্টোকস। বড় রানের লক্ষ্যে এগোচ্ছেন রুটরা।

  • 06 Feb 2021 11:33 AM (IST)

    মধ্যহ্নভোজনের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৩৫৫

    চিপকে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দাপট ইংলিশ ব্যাটসম্যানদের।

  • 06 Feb 2021 11:27 AM (IST)

    ৩৫০ রানের গন্ডি পেরোলেন রুটরা

    ১১৮ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৩৫৩।

  • 06 Feb 2021 11:15 AM (IST)

    ক্রিজে রুট-স্টোকস

    ১১৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৩৩৮।

  • 06 Feb 2021 11:08 AM (IST)

    চিপকে স্টোকসের অর্ধশতরান

    ১১৩ ওভারে বেন স্টোকস তাঁর অর্ধশতরান পূর্ণ করলেন।

  • 06 Feb 2021 11:00 AM (IST)

    ১৫০ রানে অপরাজিত রুট

    ১১১ ওভারে ১৫০ রানে অপরাজিত ইংল্যান্ড অধিনায়ক জো রুট।

  • 06 Feb 2021 10:47 AM (IST)

    ১০৮ ওভারে ৫০ রানের পার্টনারশিপ রুট-স্টোকসের

    ৫০ রানের পার্টনারশিপ রুট-স্টোকসের।

  • 06 Feb 2021 10:31 AM (IST)

    ৩০০ রানের গন্ডি ছাড়িয়ে গেলেন রুটরা

    ১০৪ ওভারে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৩০৩।

  • 05 Feb 2021 06:33 PM (IST)

    রুটের শতরানে অ্যাডভান্টেজ ইংল্যান্ড

    দিনের শেষে ইংল্যান্ডের স্কোর তিন উইকেটে ২৬৩। শেষ ওভারে সিবলিকে ফেরান বুমরা।

  • 05 Feb 2021 06:31 PM (IST)

    শততম টেস্টে রুটের শতরান

    ইংল্যান্ডের অধিনায়ক জো রুট তাঁর কেরিয়ারের শততম টেস্টে শতরান করলেন।

    ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ২২৭।

  • 05 Feb 2021 03:41 PM (IST)

    ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ২০০

    ৭৪ ওভরে ইংল্যান্ডের স্কোর ২০০। ১৩৭ রানের পার্টনারশিপ রুট-সিবলির।

  • 05 Feb 2021 02:43 PM (IST)

    চিপকে রুটের অর্ধশতরান

    নিজের শততম টেস্টে অর্ধশতরান ইংল্যান্ড অধিনায়ক জো রুটের। কেরিয়ারে ৫০তম অর্ধশতরান রুটের

  • 05 Feb 2021 02:18 PM (IST)

    ক্রিজে রুট-সিবলি

    চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১৪০

  • 05 Feb 2021 01:53 PM (IST)

    চিপকে সিবলির অর্ধশতরান

    পরপর দুটো টেস্টে অর্ধশতরান ইংল্যান্ড ওপেনারের। ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ১২৪

  • 05 Feb 2021 01:13 PM (IST)

    ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৯১

    জোড়া ধাক্কা সামলে ইংল্যান্ড ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রুট-সিবলি।

  • 05 Feb 2021 11:40 AM (IST)

    মধ্যহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৬৭

    চিপকে ভারত বনাম ইংল্যান্ড (India VS England) প্রথম টেস্টের প্রথম সেশনে ভারতের দাপট। মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৬৭।

  • 05 Feb 2021 11:30 AM (IST)

    ফের ধাক্কা ইংল্যান্ড শিবিরে

    বুমরার বলে আউট লরেন্স। কোনও রান না করেই ফিরলেন তিনি।

  • 05 Feb 2021 11:23 AM (IST)

    ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন

    ৩৩ রানে আউট বার্নস। অশ্বিনের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ইংল্যান্ড ওপেনার।

  • 05 Feb 2021 11:05 AM (IST)

    ২০ ওভারে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৫১

    চিপকে প্রথম দেড় ঘণ্টায় দাগ কাটতে ব্যর্থ ভারতীয় বোলাররা।

  • 05 Feb 2021 10:25 AM (IST)

    প্রথম ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২০

    চিপকে ভালো শুরু ইংল্যান্ডের। প্রথম ১০ ওভারের মধ্যেই বল করতে এলেন অশ্বিন।