IND vs ENG 1st Test Day 5 Highlights: বৃষ্টি এগোতে দিল না বিরাটদের, প্রথম টেস্ট ম্যাচ ড্র

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 08, 2021 | 8:39 PM

India vs England 1st Test Day 5 Live Score: নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

IND vs ENG 1st Test Day 5 Highlights: বৃষ্টি এগোতে দিল না বিরাটদের, প্রথম টেস্ট ম্যাচ ড্র
বিরাট-রুট দ্বৈরথ (সৌজন্যে-বিসিসিআই টুইটার)

Follow Us

নটিংহ্যামের ট্রেন্ট্র ব্রিজে আজ ছিল ভারত-ইংল্যান্ডের (India vs England ) প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা। কিন্তু দিনের শুরু থেকেই বৃষ্টির কারণে একটিও বল মাঠে গড়াল না। মাঝে একবার বৃষ্টি থামলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আম্পায়াররা মাঠ পরিদর্শনে নামবেন। কিন্তু মাঠ পরিদর্শনের সময় ঘনিয়ে এলে ফের বৃষ্টি শুরু হয়ে যায়। অবশেষে ঘোষণা করে দেওয়া হল প্রথম টেস্ট ড্র।

প্রথম টেস্টের প্রথম দিন টসে জিতে বিরাটদের বিরুদ্ধে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রথম ইনিংসে শামি-বুমরাদের দাপটে অল আউট হয়ে ১৮৩ রানে আটকে যান জো রুটরা। অপরদিকে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস থামে ২৭৮ রানে। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক জো রুটের সেঞ্চুরিতে ভর করে ৩০৩ রান তুলে অলআউট হয় ইংল্যান্ড। বিরাটদের টার্গেট ছিল ২০৯। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৫২।

বিরাটদের জিততে হলে আজ তুলতে হল ১৫৭ রান। কিন্তু টিম ইন্ডিয়ার জয়ে বাদ সাধল বৃষ্টি। আজ জিতলেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যেতেন বিরাট কোহলিরা। কিন্তু বৃষ্টির কারণে শেষমেশ ড্র ঘোষণা করে দেওয়া হয়। ১২ অগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 08 Aug 2021 08:34 PM (IST)

    জয়ের কাছে এসেও জিততে পারলেন না বিরাটরা

    আজ ১৫৭ রান তুললেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যেতেন বিরাট কোহলিরা। কিন্তু বৃষ্টির কারণে শেষমেশ ড্র ঘোষণা করে দেওয়া হয়। ১২ অগস্ট শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।

  • 08 Aug 2021 08:24 PM (IST)

    প্রথম টেস্ট ড্র

    বৃষ্টির কারণে ম্যাচ ড্র ঘোষণা করা হল


  • 08 Aug 2021 08:00 PM (IST)

    চা বিরতির সময়

    বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের খেলাও ভেস্তে গিয়েছে।

  • 08 Aug 2021 07:01 PM (IST)

    ফের বৃষ্টি শুরু

    আবার বৃষ্টি শুরু ট্রেন্ট ব্রিজে। মাঠ পরিদর্শন করা সম্ভব হল না

  • 08 Aug 2021 06:40 PM (IST)

    বৃষ্টি থেমেছে ট্রেন্ট ব্রিজে

    বৃষ্টি থেমেছে ট্রেন্ট ব্রিজে। ভারতীয় সময় অনুসারে সন্ধ্যে ৭টা নাগাদ মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা।

  • 08 Aug 2021 05:26 PM (IST)

    বৃষ্টির কারণে ভেস্তে গেল প্রথম সেশন

    ক্রমাগত বৃষ্টির কারণে প্রথম সেশনের একটি বলও মাঠে গড়াল না

  • 08 Aug 2021 04:40 PM (IST)

    ট্রেন্ট ব্রিজে লাঞ্চ বিরতির সময়

    ট্রেন্ট ব্রিজে এখনও বৃষ্টি পড়ছে। ম্যাচ শুরু হওয়ার সম্ভবনা এই মুহূর্তে নেই। তাই ভারতীয় সময় অনুসারে বিকেল ৫টা নাগাদ লাঞ্চ সেরে নেবেন বিরাট-রুটরা।

  • 08 Aug 2021 03:32 PM (IST)

    বৃষ্টির কারণে দেরিতে শুরু হবে খেলা

    ট্রেন্ট ব্রিজে বৃষ্টির কারণে আপাতত স্থগিত প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা। আবহাওয়া পরিস্কার হলে শুরু হবে প্রথম টেস্টের শেষ দিনের খেলা

  • 08 Aug 2021 02:53 PM (IST)

    সেরা মুহূর্ত- বুম বুম বুমরা

    ট্রেন্ট ব্রিজে এই নিয়ে দ্বিতীয় বার এক ইনিংসে ৫টি উইকেট নিলেন জসপ্রীত বুমরা। ফের এক বার ট্রেন্ট ব্রিজের বোর্ডে খোদাই হল বুমরার নাম। দেখুন ভিডিও…

  • 08 Aug 2021 02:33 PM (IST)

    ওয়েদার আপডেট

    আজও কি বৃষ্টির কোপ পড়বে বিরাট-রুটদের খেলায়?

    বিসিসিআই টুইটারে পোস্ট করেছে ট্রেন্ট ব্রিজের ছবি। দেখুন…