কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। রাত পোহালেই শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) প্রথম টেস্ট ম্যাচ। ভারত সফরে এসে ৫ ম্যাচের টেস্ট সিরিজ (Test Series) খেলতে চলেছে বেন স্টোকসের ইংলিশব্রিগেড। চলতি জানুয়ারিতে এটি টিম ইন্ডিয়ার দ্বিতীয় টেস্ট মিশন। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটা টেস্ট ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া। তাতে জিতেছিল রোহিত শর্মার ভারত। এ বার দেখার দেশের মাটিতে চলতি বছরের প্রথম টেস্ট ম্যাচে টিম ইন্ডিয়া কেমন পারফর্ম করে।
হেড টু হেড – ভারত ও ইংল্যান্ড এই দুই দল যখন টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছে, একাধিক রোমাঞ্চকর ম্যাচ দেখা গিয়েছে। হেড টু হেডে নজর রাখলে দেখা যায় দুই দল মোট ১৩১টি টেস্ট ম্যাচ খেলেছে। তাতে ভারতের জয় ৫০টি, ইংল্যান্ডের জয় ৩১টি ম্যাচে। এই দুই দলের ৫০টি ম্যাচ ড্র হয়েছে।
ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি কবে হবে?
ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি আগামিকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) শুরু হবে।
ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি কোথায় হচ্ছে?
ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে সকাল ৯.৩০ মিনিট নাগাদ। ম্যাচের আগে ৯টায় টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ নেটওয়ার্ক চ্যানেলে। মোবাইলে দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে এবং ওয়েবসাইটেও দেখতে পাবেন ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচের লাইভ স্ট্রিমিং।