India vs England 2021: কুলদীপ-ক্রুণালরা চিন্তা বাড়ালেন কোহলির

নিখুঁত স্ট্র্যাটেজিতেই রান তাড়া করে এ দিন সফল ইংল্যান্ড (England)।

India vs England 2021: কুলদীপ-ক্রুণালরা চিন্তা বাড়ালেন কোহলির
সৌজন্যে-বিসিসিআই টুইটার

| Edited By: সৈকত দাস

Mar 26, 2021 | 10:40 PM

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

ভারত ৩৩৬/৬ (৫০ ওভার)
ইংল্যান্ড ৩৩৭/৪ (৪৩.৩ ওভার)

আজকের পর কুলদীপ যাদবকে ভারতের হয়ে সীমিত ওভারে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন পড়ে গেল। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কামব্যাক করেছিলেন। কিন্তু সে ভাবে ছাপ ফেলতে পারেননি। আজকের ম্যাচের পর তাঁকে নিয়ে টিম ম্যানেজমেন্ট আর ভাবনাচিন্তা করবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। স্কোরবোর্ডে পাহাড়প্রমাণ রান নিয়ে খেলতে নেমেও ইংল্যান্ডের কাছে হারতে হল কোহলিদের। কুলদীপ যাদবকে কার্যত স্কুলস্তরের পর্যায়ে নিয়ে গেলেন স্টোকসরা। চায়নাম্যান কুলদীপ একসময় সাড়া ফেলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটে। আজকে পুনের ২২ গজে সেই চায়নাম্যানকেই একের পর এক ছয় মারলেন বেন স্টোকস। এক ওভারে ছয়ের হ্যাটট্রিকও করলেন। ১০ ওভারে ৮৪ রান দিলেন কুলদীপ। হজম করলেন ৮টা ছয়, ৩টে চার। কুলদীপের চেহারা দেখে মনে হচ্ছিল, তিনি স্টোকসকে বল করতেও ভয় পাচ্ছিলেন। আত্মবিশ্বাস একেবারে তলানিতে নেমে গিয়েছিল। তবে শুধু কুলদীপই নন। ক্রুণাল পান্ডিয়ার একের পর এক ডেলিভারিও মাঠের বাইরে পাঠালেন স্টোকস-বেয়ারস্টোরা। ৬ টা ছয় হজম করলেন সিনিয়র পান্ডিয়া। ৬ ওভারে ৭২ রান দেন ক্রুণাল। ভারতের দুই স্পিনারকে নিয়ে ছেলেখেলা করেন স্টোকস-বেয়ারস্টো জুটি।

 

 

প্রশ্ন তৈরি হতে পারে কোহলির ক্যাপ্টেন্সি নিয়েও। বেন স্টোকস বরাবরই স্পিন ভালো খেলেন। তা দেখেও কুলদীপ, ক্রুণালকে দিয়ে একের পর এক স্পেল করিয়ে গেলেন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের স্কোরবোর্ডেও লাফিয়ে লাফিয়ে বাড়ল রান। দ্বিতীয় উইকেটে স্টোকস-বেয়ারস্টো জুটিতে ওঠে ১৭৫ রান। ৫২ বলে ৯৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে বেন স্টোকস যখন ভুবনেশ্বর কুমারের বলে আউট হলেন, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। বেয়ারস্টো আউট হলেন ১২৪ রানে। তাঁকে ফেরালেন প্রসিধ কৃষ্ণা। একই ওভারে দুরন্ত ইয়র্কারে বাটলারকেও ফেরান প্রসিধ। তবে বাকি ৫০ রান অনায়াসেই তুলে নেন মালান-লিভিংস্টোন জুটি।

টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। গত ম্যাচে রান পাওয়া শিখর ধাওয়ান এ দিন আউট হন ৪ রানে। রোহিত শর্মা আউট হন ২৫ রানে। ৩৭ রানে ২ উইকেট হারায় ভারত। সেখান থেকে দলের ইনিংসকে টেনে তোলেন লোকেশ রাহুল-বিরাট কোহলি জুটি। অধিনায়ক কোহলি এ দিনও শতরান পেলেন না। আউট হন ৬৬ রানে। আগের ম্যাচে রানে ফিরে বার্তা দিয়েছিলেন লোকেশ রাহুল। এ দিন সেঞ্চুরি করলেন। ১০৮ রানের ইনিংসে সাজানো ৭টা চার, ২টো ছয়। তবে ভারতের ইনিংসকে ৩০০ পার করালেন ঋষভ পন্থ। ৪০ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংসে সাজানো ৭টা ছয় আর ৩টে চার। শ্রেয়স আয়ারের পরিবর্তে সুযোগ পেয়েই জাত চেনালেন পন্থ। ১৬ বলে ৩৫ করেন হার্দিক পান্ডিয়া। ৫০ ওভারে ৬ উইকেটে ৩৩৬ রান করে ভারত।

আরও পড়ুন: India vs England 2021: সেঞ্চুরির সেলিব্রেশনেই যেন জবাব দিলেন রাহুল

নিখুঁত স্ট্র্যাটেজিতেই রান তাড়া করে এ দিন সফল ইংল্যান্ড। জেসন রয়-জনি বেয়ারস্টো ওপেনিং জুটিতে উঠল ১১০ রান। ভুল বোঝাবুঝিতে ৫৫ করে রান আউট হন জেসন রয়। জনি বেয়ারস্টো আর বেন স্টোকসের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। এর আগে ভারতের বিরুদ্ধে এত রান তাড়া করে কখনও জেতেনি ইংরেজরা। ১৯৭৪ সালে ২৬৬ রান তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। সেটা ছিল ভারতের প্রথম একদিনের ম্যাচ। তবে অন্যান্য দলের বিরুদ্ধে ৩০০-র উপর রান তাড়া করে জয়ের নজির আছে ইংল্যান্ডের। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬১ রান তাড়়া করে জিতেছিল ইংল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে ৩৫৯ আর ৩৪১ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৫০ রান তাড়া করে জেতার নজির রয়েছে ইংল্যান্ডের।

রবিবার সিরিজের শেষ একদিনের ম্যাচ। তার আগে বিরাট কোহলির মাথাব্যথা দলের স্পিনারদের পারফরম্যান্স। টেস্ট সিরিজে স্পিনারদের ঘূর্ণিতেই কুপোকাত হয়েছিলেন ইংরেজরা। দ্বিতীয় একদিনের ম্যাচে কুলদীপ-ক্রুণাল জুটির পারফরম্যান্স নিঃসন্দেহে তাঁদের ব্যাকফুটে রাখছে। টেস্ট, টি-টোয়েন্টির পর একদিনের সিরিজ জিততে স্পিন আক্রমণে বাড়তি নজর দিতেই হবে টিম ম্যানেজমেন্টকে।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৩৩৬/৬ (রাহুল ১০৮, পন্থ ৭৭, কোহলি ৬৬, টোপলে ২/৫০), ইংল্যান্ড ৩৩৭/৪ (বেয়ারস্টো ১২৪, স্টোকস ৯৯, প্রসিধ ২/৫৮)। ৬ উইকেটে জয়ী ইংল্যান্ড। সিরিজ ১-১।