লর্ডসে দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির ভারত (India) ও জো রুটের ইংল্যান্ড (England)। বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়েছিল দ্বিতীয় দিনের খেলা। দ্বিতীয় টেস্টে টসে হারেন বিরাট কোহলি। লর্ডসে টসে জিতে বিরাটদের ব্যাটিং করতে পাঠান জো রুট। রোহিত শর্মা, কেএল রাহুলের দুরন্ত ইনিংসে ভর করে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭৬।
এক নজরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভারতের প্রথম ইনিংস: দুরন্ত শুরু করেন ভারতের ওপেনিং জুটি। ১২৬ রানে প্রথম উইকেট হারায় ভারত। ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন রোহিত শর্মা। হিটম্যানের ইনিংস সাজানো ছিল ১১টি চার ও ১টি ছয়ে। ভারত চেতেশ্বর পূজারার উইকেট হারায় ১৫০ রানে। ৯ রান করে মাঠ ছাড়েন পূজারা। ২৬৭ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়েন বিরাট কোহলি (৪২)। ক্রিজে কেএল রাহুল (১২৭*) ও আজিঙ্কা রাহানে (১*)।
দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভারতের ২টি উইকেট তুলে নিয়েছেন জেমস অ্যান্ডারসন। ওলি রবিনসন পেয়েছেন একটি উইকেট।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭৬।
KL Rahul stars with a century as India go to stumps at 276/3 on the opening day of the Lord's Test.#WTC23 | #ENGvIND | https://t.co/rhWT86mZ0z pic.twitter.com/QFVsFGErAd
— ICC (@ICC) August 12, 2021
ক্রিজে রাহানে-রাহুল
৪২ রান করে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। হাফসেঞ্চুরি হাতছাড়া করে ফিরলেন কোহলি
৮০.৩ ওভারে ওলি রবিনসনের বল বাউন্ডারিতে পাঠালেন কেএল রাহুল
২ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া
৭৯.১ ওভারে ১০০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন কেএল রাহুল ও বিরাট কোহলি
লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করলেন কেএল রাহুল।
What an innings!
Test century No.6 for KL Rahul ??#WTC23 | #ENGvIND | https://t.co/rhWT86mZ0z pic.twitter.com/wTsKAdNuqX
— ICC (@ICC) August 12, 2021
৭৬.৫ ওভারে মইন আলির বলে কোহলির চার।
মার্ক উডের বলে ৭৫.৩ ওভারে চার মারলেন কেএল রাহুল। সেঞ্চুরির দিকে এগোচ্ছেন রাহুল
দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভালো পারফরম্যান্স টিম ইন্ডিয়ার।
২ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে ভারত। ক্রিজে কোহলি-রাহুল
৬৭.২ ওভারে ওলি রবিনসনের বল বাউন্ডারিতে পাঠালেন বিরাট কোহলি
দু’শো রানের গণ্ডি টপকে এগিয়ে চলেছে ভারত
৬৩.৩ ওভারে ভারত দু’শো রানের গণ্ডি টপকাল
ক্রিজে কোহলি-রাহুল
স্যাম কারানের বলে ৫৮.২ ওভারে ফের চার মারলেন কেএল রাহুল
৫৭.৫ ওভারে জেমস অ্যান্ডারসনের বল বাউন্ডারিতে পাঠালেন লোকেশ রাহুল
২ উইকেট হারিয়ে ৫৫ ওভারে ভারত তুলেছে ১৬৪ রান
চা বিরতির পর ফের মাঠে নামলেন কোহলি-রাহুলরা।
চা বিরতিতে ভারতের স্কোর ২ উইকেটে ১৫৭
It's Tea on Day 1⃣ of the second #ENGvIND Test at Lord's!
1⃣1⃣1⃣ runs for #TeamIndia in Session 2
2⃣ wickets for England83 for @ImRo45
55* for @klrahul11We shall be back for the third & final session of the day shortly!
Scorecard ? https://t.co/KGM2YELLde pic.twitter.com/LmZnSS2SNV
— BCCI (@BCCI) August 12, 2021
লর্ডসে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন কেএল রাহুল। টেস্ট কেরিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি পূর্ণ করলেন তিনি
KL Rahul brings up his 13th Test fifty ?#WTC23 | #ENGvIND | https://t.co/rhWT86mZ0z pic.twitter.com/GtTtx9biNB
— ICC (@ICC) August 12, 2021
৫০ ওভারে ২ উইকেট খুইয়ে টিম ইন্ডিয়া স্কোর বোর্ডে তুলেছে ১৫০ রান।
দ্বিতীয় টেস্টেও পারলেন না চেতেশ্বর পূজারা। ৯ রান করে সাজঘরে ফিরলেন তিনি
James Anderson strikes again!
He's snared the wicket of Cheteshwar Pujara, who is caught in the slips for 9 ☝️#WTC23 | #ENGvIND | https://t.co/rhWT86mZ0z pic.twitter.com/UaJI636OE6
— ICC (@ICC) August 12, 2021
৪৭.১ ওভারে জিমি অ্যান্ডারসনের বল বাউন্ডারিতে পাঠালেন চেতেশ্বর পূজারা
রোহিত শর্মার উইকেট খুইয়ে এগিয়ে চলেছে ভারত।
৪৪.৫ ওভারে মার্ক উডের বলে ফের চার কেএল রাহুলের
৪৪.৪ ওভারে মার্ক উডের বল বাউন্ডারিতে পাঠালেন কেএল রাহুল
৮৩ রানের দুরন্ত ইনিংস খেলে জেমস অ্যান্ডারসনের বলে আউট হলেন রোহিত শর্মা।
Rohit Sharma's innings comes to an end on 83.
Live – https://t.co/KGM2YELLde #ENGvIND pic.twitter.com/2omhy77DFq
— BCCI (@BCCI) August 12, 2021
৪০.১ ওভারে মইন আলির বলে প্রথম ছক্কা হাঁকালেন লোকেশ রাহল।
উইকেটের খোঁজে রুটরা। ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত-রাহুল।
কোনও উইকেট না হারিয়ে এগিয়ে চলেছে ভারত।
৩২.৬ ওভারে ভারত দলগত শতরান পূর্ণ করল।
A ?- run partnership for #TeamIndia openers at Lord's ??
Live – https://t.co/KGM2YELLde #ENGvIND pic.twitter.com/BVKle9QyMt
— BCCI (@BCCI) August 12, 2021
দুরন্ত শুরু টিম ইন্ডিয়ার ওপেনিং জুটির।
টেস্ট কেরিয়ারের ১৩তম হাফসেঞ্চুরি পূর্ণ রোহিত শর্মার
FIFTY!
A fine half-century by @ImRo45 at Lord's. This is his 13th in Test cricket.
Live – https://t.co/KGM2YEualG #ENGvIND pic.twitter.com/oonVlwyWaj
— BCCI (@BCCI) August 12, 2021
জেমস অ্যান্ডারসনদের সুইং সামলে এগিয়ে চলেছেন রোহিত শর্মা ও কেএল রাহুল।
২০.৩ ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করল।
২০.৩ ওভারে ওলি রবিনসনের বলে কেএল রাহুলের চার
কোনও উইকেট না হারিয়ে ২০ ওভারে ভারত তুলেছে ৪৬ রান।
লাঞ্চ বিরতির পর ক্রিজে ফিরলেন রোহিত-রাহুল
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগে লাঞ্চ বিরতি লর্ডসে
An early lunch has been taken!#WTC23 | #ENGvIND | https://t.co/rhWT86mZ0z pic.twitter.com/Iu89kt3VPC
— ICC (@ICC) August 12, 2021
বৃ্ষ্টির কারণে খেলা বন্ধ
UPDATE – Rain stops play at Lord's#TeamIndia 46/0#ENGvIND
— BCCI (@BCCI) August 12, 2021
Rain stops play at Lord's ?️
India are 46/0 with Rohit Sharma unbeaten on 35* and KL Rahul keeping him company on 10*.
#WTC23 | #ENGvIND | https://t.co/rhWT86mZ0z pic.twitter.com/BBWrTtMDRq
— ICC (@ICC) August 12, 2021
১৬.৪ ওভারে স্যাম কারানের বল বাউন্ডারিতে পাঠালেন রোহিত শর্মা।
প্রথম ১৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে এগিয়ে চলেছে ভারত।
One hour into Day 1 of the 2nd Test.#TeamIndia 38/0
Live – https://t.co/KGM2YEualG #ENGvIND pic.twitter.com/KC5ZZprfos
— BCCI (@BCCI) August 12, 2021
১৪.৫ ওভারে কারানের বলে আবার চার হিটম্যানের
১৪.৪ ওভারে স্যাম কারানের বল আবার বাউন্ডারিতে পাঠালেন রোহিত শর্মা
১৪.২ ওভারে স্যাম কারানের বলে হিটম্যানের তৃতীয় চার
১৪.১ ওভারে স্যাম কারানের বল বাউন্ডারিতে পাঠালেন রোহিত শর্মা
১২.৫ ওভারে স্যাম কারানের বলে রোহিত শর্মার প্রথম চার।
প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলেছে ১১ রান। ধীরে ধীরে এগোচ্ছে ভারত। শুরুতেই উইকেট হারিয়ে চাপের মুখে পড়তে নারাজ রোহিতরা।
প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলেছে ৬ রান
ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও কেএল রাহুল
বিকেল ৪টে নাগাদ শুরু হবে খেলা জানাল বিসিসিআই
UPDATE – Restart at 11.30 AM local (4 PM IST)#ENGvIND
— BCCI (@BCCI) August 12, 2021
মাঠে নেমেই ফিরে আসতে হল রোহিত শর্মাদের। আবার বৃষ্টি শুরু লর্ডসে
ইংল্যান্ডের প্রথম একাদশ: ররি বার্নস, ডম সিবলি, হাসিব হামিদ, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), মইন আলি, ওলি রবিনসন, স্যাম কারান, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।
We win the toss and will bowl first!
Three changes to our side for the second Test ?
??????? #ENGvIND ??
— England Cricket (@englandcricket) August 12, 2021
ভারতের প্রথম একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামি।
Toss & team news from Lord's!
England have elected to bowl against #TeamIndia in the 2⃣nd #ENGvIND Test. ?
Follow the match ? https://t.co/KGM2YELLde
Here's India's Playing XI ? pic.twitter.com/leCpLfUDnG
— BCCI (@BCCI) August 12, 2021
টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
England have opted to bowl in the second #ENGvIND Test.
???????: Moeen, Hameed and Wood come in for Lawrence, Crawley and Broad
??: Ishant Sharma replaces Shardul Thakur#WTC23 | https://t.co/rhWT865o91 pic.twitter.com/L08E6h7GL7— ICC (@ICC) August 12, 2021
বৃষ্টির কারণে পিছিয়ে গিয়েছে দ্বিতীয় ম্যাচের টস। ভারতীয় সময় অনুসারে ৩.২০ মিনিটে টস হবে। ম্যাচ শুরু হবে ৩.৪৫ মিনিটে।
? UPDATE from Lord's!
Toss delayed & will take place at 10.50 local time (15.20 IST).
Play will commence at 11.15 local time (15.45 IST). #TeamIndia #ENGvIND pic.twitter.com/dpzLfTCjeQ
— BCCI (@BCCI) August 12, 2021
লর্ডসে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যার ফলে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার টস হতে দেরি হবে জানিয়ে দিল আইসিসি।
Toss for the second #ENGvIND Test has been delayed as rain comes pouring down ☔ https://t.co/PmVm6tIKX9
— ICC (@ICC) August 12, 2021
লর্ডসে পৌঁছে গিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটারর। দেখুন ভিডিও…
The lads have arrived! ?
??????? #ENGvIND ?? pic.twitter.com/S9CMZoD3yp
— England Cricket (@englandcricket) August 12, 2021
দ্বিতীয় টেস্টের জন্য তৈরি টিম ইন্ডিয়া।
Preparations done ✅#TeamIndia geared up for the 2nd #ENGvIND Test at Lord's ? pic.twitter.com/hxptjoBbAG
— BCCI (@BCCI) August 12, 2021