IND vs ENG 2nd Test Day 4 Highlights: নির্ধারিত সময়ের আগেই খারাপ আলোর কারণে খেলা শেষ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 15, 2021 | 10:58 PM

India vs England 2nd Test Day 4 Live Score: লর্ডসে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

IND vs ENG 2nd Test Day 4 Highlights: নির্ধারিত সময়ের আগেই খারাপ আলোর কারণে খেলা শেষ
সৌজন্যে-আইসিসি টুইটার

Follow Us

লর্ডসে আজ ভারত-ইংল্যান্ড (India vs England) দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। টসে জিতে প্রথম দিনের শুরুতে বিরাট কোহলিদের ব্যাটিং করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ভারতের প্রথম ইনিংস থামে ৩৬৪ রানে। অন্যদিকে ৩৯১ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস। আজ, শুরু হয় ভারতের দ্বিতীয় ইনিংস। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৮১। ১৫৪ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

এক নজরে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংস: প্রথম ১৫ ওভারের মধ্যে লোকেশ রাহুল ও রোহিত শর্মার উইকেট হারিয়ে ফেলে ভারত। কেএল রাহুল করেন ৫ রান। রোহিত শর্মা করেন ২১ রান। ২৫ ওভারের মধ্যে অধিনায়ক বিরাট কোহলিও ফেরেন সাজঘরে। তারপর লড়াই চালিয়ে যান পূজারা-রাহানে। ৬১ রানের দুরন্ত ইনিংস খেলেন ভারতের সহঅধিনায়ক। ৪৫ রানের লড়াকু ইনিংস খেলেন চেতেশ্বর পূজারা। মাত্র ৩ রান করে সাজঘরে ফিরে যান রবীন্দ্র জাডেজা। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (১৬*) ও ইশান্ত শর্মা (৪*)।

ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন মার্ক উড। ২টি উইকেট পেয়েছেন মইন আলি। ১টি উইকেট পেয়েছেন স্যাম কারান।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 15 Aug 2021 10:37 PM (IST)

    চতুর্থ দিনের খেলা শেষ

    চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৮১। ১৫৪ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

  • 15 Aug 2021 10:26 PM (IST)

    ৮০ ওভারে ভারত ১৭৭/৬

    রবীন্দ্র জাডেজার উইকেট হারাল ভারত। ক্রিজে ইশান্ত শর্মা ও ঋষভ পন্থ। ১৫০ রানে এগিয়ে ভারত


  • 15 Aug 2021 10:22 PM (IST)

    জাডেজা আউট

    ৩ রান করে মাঠ ছাড়লেন রবীন্দ্র জাডেজা

  • 15 Aug 2021 10:11 PM (IST)

    রাহানে আউট

    ৬১ রানের দুরন্ত ইনিংস খেলে আউট হলেন আজিঙ্কা রাহানে

  • 15 Aug 2021 10:05 PM (IST)

    ৭৫ ওভারে ভারত ১৬৫/৪

    ক্রিজে পন্থ-রাহানে

  • 15 Aug 2021 09:52 PM (IST)

    পূজারা আউট

    ৪৫ রান করে মার্ক উডের বলে আউট হলেন চেতেশ্বর পূজারা।

  • 15 Aug 2021 09:43 PM (IST)

    দেড়শো রান পূর্ণ টিম ইন্ডিয়ার

    আপাতত ১২৩ রানে এগিয়ে ভারত।

  • 15 Aug 2021 09:37 PM (IST)

    ৭০ ওভারে ভারত ১৪৪/৩

    অ্যান্ডারসন, কারানদের বল সামলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেলেছেন ভারতের সহঅধিনায়ক। ৭০ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১৪৪

  • 15 Aug 2021 09:31 PM (IST)

    রাহানের হাফসেঞ্চুরি

    লর্ডসে ভারতের সহঅধিনায়ক আজিঙ্কা রাহানের হাফসেঞ্চুরি

  • 15 Aug 2021 09:18 PM (IST)

    ৬৫ ওভারে ভারত ১৩১/৩

    ক্রিজে রাহানে-পূজারা

  • 15 Aug 2021 08:54 PM (IST)

    ৬০ ওভারে ভারত ১২০/৩

    উইকেট না খুইয়ে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া।

  • 15 Aug 2021 08:37 PM (IST)

    ৫৫ ওভারে ভারত ১০৮/৩

    ধীরে ধীরে এগিয়ে চলেছে ভারত

  • 15 Aug 2021 08:31 PM (IST)

    তৃতীয় সেশন শুরু

    তৃতীয় সেশনের খেলা শুরু

  • 15 Aug 2021 08:11 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে ভারতের স্কোর ৩ উইকেটে ১০৫।

  • 15 Aug 2021 08:08 PM (IST)

    ৫০ রানের পার্টনারশিপ

    ৫২.২ ওভারে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন রাহানে-পূজারা

  • 15 Aug 2021 08:00 PM (IST)

    শতরান ভারতের

    পূজারার চারে শতরানে পৌঁছল টিম ইন্ডিয়া।

  • 15 Aug 2021 07:58 PM (IST)

    ৫০ ওভারে ভারত ৯৯/৩

    শতরানের কাছে ভারতকে পৌঁছে দিলেন রাহানে-পূজারা

  • 15 Aug 2021 07:38 PM (IST)

    ৪৫ ওভারে ভারত ৮৫/৩

    এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া

  • 15 Aug 2021 07:36 PM (IST)

    পূজারার চার

    ৪৪.৪ ওভারে চেতেশ্বর পূজারার চার

  • 15 Aug 2021 07:20 PM (IST)

    ৪০ ওভারে ভারত ৭৭/৩

    ধীরে ধীরে এগিয়ে চলেছে ভারত।

  • 15 Aug 2021 06:57 PM (IST)

    ৩৫ ওভারে ভারত ৬৮/৩

    ৩৫ ওভারে ৩ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে ভারত তুলেছে ৬৮ রান।

  • 15 Aug 2021 06:54 PM (IST)

    ওলির বলে রাহানের চার

    ৩৪.২ ওভারে ওলি রবিনসনের বলে চার মারলেন আজিঙ্কা রাহানে

  • 15 Aug 2021 06:34 PM (IST)

    ৩০ ওভারে ভারত ৬১/৩

    ৩ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে ভারত

  • 15 Aug 2021 06:13 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    ক্রিজে রাহানে-পূজারা

  • 15 Aug 2021 05:34 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে ৩ উইকেট খুইয়ে চাপে ভারত। প্রথম সেশনে ভারতের স্কোর ৫৬/৩। আপাতত ২৯ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

  • 15 Aug 2021 05:32 PM (IST)

    ২৫ ওভারে ভারত ৫৬/৩

    ক্রিজে রাহানে-পূজারা

  • 15 Aug 2021 05:22 PM (IST)

    বিরাট আউট

    ২০ রান করে মাঠ ছাড়লেন বিরাট কোহলি। স্যাম কারানের বলে আউট হলেন ভারত অধিনায়ক।

  • 15 Aug 2021 05:10 PM (IST)

    ভারতের ৫০ রান

    ২০.৫ ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 15 Aug 2021 05:09 PM (IST)

    ফের চার বিরাটের ব্যাটে

    ওলি রবিনসনের বলে ২০.৫ ওভারে ফের চার মারলেন কোহলি।

  • 15 Aug 2021 05:08 PM (IST)

    বিরাটের চার

    ২০.১ ওভারে ওলি রবিনসনের বলে চার মারলেন বিরাট কোহলি

  • 15 Aug 2021 05:07 PM (IST)

    ২০ ওভারে ভারত ৪৩/২

    ক্রিজে বিরাট-পূজারা

  • 15 Aug 2021 04:50 PM (IST)

    জিমির বলে বিরাটের চার

    ১৬.১ ওভারে জিমির বলে চার মারলেন বিরাট কোহলি

  • 15 Aug 2021 04:45 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৩৫/২

    ১৫ ওভারে দুই উইকেট খুইয়ে চাপে ভারত।

  • 15 Aug 2021 04:39 PM (IST)

    বিরাটের চার

    ১৩.৫ ওভারে মার্ক উডের বল বাউন্ডারিতে পাঠালেন বিরাট কোহলি

  • 15 Aug 2021 04:28 PM (IST)

    রোহিত আউট

    মার্ক উডের বলে আউট হলেন রোহিত শর্মা। ২৭ রান করে সাজঘরে ফিরলেন রোহিত

  • 15 Aug 2021 04:25 PM (IST)

    উডের বলে রোহিতের ছয়

    মার্ক উডের বলে ১১.৩ ওভারে ছয় মারলেন হিটম্যান

  • 15 Aug 2021 04:17 PM (IST)

    ১০ ওভারে ভারত ১৮/১

    প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে ১ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১৮ রান।

  • 15 Aug 2021 04:13 PM (IST)

    লোকেশ রাহুলের উইকেট হারাল ভারত

    ৫ রান করে মার্ক উডের বলে আউট হলেন কেএল রাহুল।

  • 15 Aug 2021 03:55 PM (IST)

    উডের বলে রোহিতের দ্বিতীয় চার

    ৫.৪ ওভারে মার্ক উডের বল বাউন্ডারিতে পাঠালেন রোহিত শর্মা।

  • 15 Aug 2021 03:51 PM (IST)

    ৫ ওভারে ভারত ৯/০

    প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত তুলেছে ৯ রান।

  • 15 Aug 2021 03:47 PM (IST)

    ওলির বলে রোহিতের চার

    ৩.৬ ওভারে ওলি রবিনসনের বলে প্রথম চার হিটম্যানের

  • 15 Aug 2021 03:30 PM (IST)

    চতুর্থ দিনের খেলা শুরু

    ভারতের হয়ে ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও কেএল রাহুল

  • 15 Aug 2021 02:48 PM (IST)

    আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা

    কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা।

  • 15 Aug 2021 02:35 PM (IST)

    ওয়েদার আপডেট

    চতুর্থ দিনে লর্ডসে বৃষ্টির সম্ভবনা নেই