India vs England 2021, 3rd ODI, Highlights: একদিনের সিরিজ জিতল কোহলির ভারত

Mar 28, 2021 | 10:51 PM

পুনেতে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) তৃতীয় একদিনের ম্যাচ। দেখে নিন পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs England 2021, 3rd ODI, Highlights: একদিনের সিরিজ জিতল কোহলির ভারত
সৌজন্যে-বিসিসিআই টুইটার

Follow Us

পুনেতে ভারত বনাম ইংল্যান্ড (India vs England) ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতল কোহলির ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই ভারতের ইনিংস শেষ হয়ে যায়। ৪টি ছক্কা ও ৫টি চার দিয়ে ৭৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেললেন ঋষভ পন্থ। ১০টি চার দিয়ে ৬৭ রানের ইনিংস সাজিয়েছিলেন শিখর ধাওয়ান। ৫টি চার ও ৪টি ছক্কা দিয়ে হার্দিক পান্ডিয়া করেন ৬৪ রান। পন্থ ও হার্দিকের জুটি ভারতকে ৩০০ রানের গন্ডি পের করে। ৩৩০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ৭ রানে জয়ী ভারত। ২-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরল কোহলিব্রিগেড।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 28 Mar 2021 10:44 PM (IST)

    ম্যান অব দ্য সিরিজ

    ম্যান অব দ্য সিরিজ হলেন জনি বেয়ারস্টো।

    জনি বেয়ারস্টো

  • 28 Mar 2021 10:42 PM (IST)

    ম্যান অব দ্য ম্যাচ

    ম্যান অব দ্য ম্যাচ হলেন স্যাম কারেন।

    স্যাম কারেন


  • 28 Mar 2021 10:17 PM (IST)

    ৭ রানে সিরিজ জিতল ভারত

    ২-১ ব্যবধানে সিরিজ জিতল কোহলির ভারত।

  • 28 Mar 2021 10:14 PM (IST)

    উডকে ফেরালেন নটরাজন

    ১৪ রান করে ফিরলেন মার্ক উড

  • 28 Mar 2021 09:58 PM (IST)

    ৪৫ ওভারে ইংল্যান্ড ২৮৯/৮

  • 28 Mar 2021 09:20 PM (IST)

    স্যাম কারেনের অর্ধ শতরান

    ৪৫ বলে হাফ সেঞ্চুরি স্যাম কারেনের।

  • 28 Mar 2021 09:10 PM (IST)

    আদিল রশিদের উইকেট নিলেন শার্দূল

    এক হাতে আদিল রশিদের দুর্দান্ত ক্যাচ নিলেন ভারত অধিনায়ক। ১৯ রান করে ফিরলেন রশিদ।

  • 28 Mar 2021 08:54 PM (IST)

    ৩৫ ওভারে ইংল্যান্ড ২৩৫/৭

  • 28 Mar 2021 08:29 PM (IST)

    মইন আলি আউট

    ভুবনেশ্বর কুমারের বলে আউট হলেন মইন আলি। ২৯ রান করে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন মইন।

  • 28 Mar 2021 08:02 PM (IST)

    হাফ সেঞ্চুরির পরই মালানকে ফেরালেন শার্দূল

    ৫০ রান করে সাজঘরে ফিরলেন ডেভিড মালান।

  • 28 Mar 2021 08:01 PM (IST)

    মালানের হাফ সেঞ্চুরি

  • 28 Mar 2021 07:52 PM (IST)

    লিয়ামকে ফেরালেন শার্দূল

    শার্দূল ঠাকুরের বলে কট অ্যান্ড বোল্ড হলেন লিয়াম লিভিংস্টোন। ৩৬ রান করে মাঠ ছাড়লেন লিয়াম।

  • 28 Mar 2021 07:37 PM (IST)

    ২০ ওভারে ইংল্যান্ড ১৩২/৪

  • 28 Mar 2021 07:12 PM (IST)

    বাটলারকে ফেরালেন শার্দূল

    শার্দূলের বলে এলবিডব্লিউ হলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

  • 28 Mar 2021 06:44 PM (IST)

    নটরাজন ফেরালেন স্টোকসকে

    ৩৫ রান করে সাজঘরে ফিরলেন বেন স্টোকস। টি নটরাজনের বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে বসলেন স্টোকস।

  • 28 Mar 2021 06:40 PM (IST)

    ১০ ওভারে ইংল্যান্ড ৬৬/২

    পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে ইংল্য়ান্ড

  • 28 Mar 2021 06:39 PM (IST)

    ইংল্যান্ডের ৫০ রান

    ৮ ওভারে ইংল্যান্ড দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 28 Mar 2021 06:21 PM (IST)

    ৫ ওভারে ইংল্যান্ড ৩৭/২

    ক্রিজে স্টোকস-মালান।

  • 28 Mar 2021 06:04 PM (IST)

    ওপেনার বেয়ারস্টোকে ফেরালেন ভুবনেশ্বর

    ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লিউ হলেন জনি বেয়ারস্টো।

  • 28 Mar 2021 05:51 PM (IST)

    ওপেনার রয়কে ফেরালেন ভুবি

    ১৪ রান করে মাঠ ছাড়লেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়।

  • 28 Mar 2021 05:46 PM (IST)

    ইংল্যান্ডের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন জনি বেয়ারস্টো ও জেসন রয়

  • 28 Mar 2021 05:17 PM (IST)

    ইংল্যান্ডের টার্গেট ৩৩০

    সিরিজ জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ৩৩০ রান।

  • 28 Mar 2021 05:16 PM (IST)

    ৩২৯ রানে অল আউট ভারত

    ভুবনেশ্বর কুমারের উইকেট তুলে নিলেন রিস টপলি। ১০ বল বাকি থাকতেই অল আউট ভারত।

  • 28 Mar 2021 05:14 PM (IST)

    মার্ক উডের শিকার হলেন প্রসিধ কৃষ্ণা

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন প্রসিধ কৃষ্ণা

  • 28 Mar 2021 05:10 PM (IST)

    ক্রুণালের উইকেট হারাল ভারত

    ২৫ রান করে মাঠ ছাড়লেন ক্রুণাল পান্ডিয়া। মার্ক উডের বলে দারুণ ক্যাচ নিলেন জেসন রয়।

  • 28 Mar 2021 05:03 PM (IST)

    মার্ক উড ফেরালেন শার্দূল ঠাকুরকে

    উডের গতি ফেরাল শার্দূলকে। ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে মাঠ ছাড়লেন তিনি।

  • 28 Mar 2021 04:57 PM (IST)

    ৪৫ ওভারে ভারত ৩১৮/৬

    আর ৫ ওভার বাকি। ২৯ রানে ব্যাট করছেন শার্দূল। ক্রুণাল রয়েছেন ১৮ রানে।

  • 28 Mar 2021 04:50 PM (IST)

    ৩০০ রান পূর্ণ ভারতের

    ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ক্রুণাল-শার্দূল জুটি।

  • 28 Mar 2021 04:35 PM (IST)

    ৪০ ওভারে ভারত ২৮৩/৬

    ক্রিজে ক্রুণাল-শার্দূল।

  • 28 Mar 2021 04:29 PM (IST)

    হার্দিককে ফেরালেন স্টোকস

    ৬৪ রান করে মাঠ ছাড়লেন হার্দিক পান্ডিয়া।

  • 28 Mar 2021 04:16 PM (IST)

    হার্দিকের হাফ সেঞ্চুরি

    ওয়ান ডে কেরিয়ারের সপ্তম অর্ধশতরান হার্দিক পান্ডিয়ার।

  • 28 Mar 2021 04:13 PM (IST)

    পন্থকে ফেরালেন স্যাম কারেন

    এক হাতে ঋষভ পন্থের ক্যাচ তুলে নিলেন জস বাটলার। ৭৮ রান করে সাজঘরে ফিরলেন পন্থ।

  • 28 Mar 2021 04:07 PM (IST)

    ৩৫ ওভারে ভারত ২৪৩/৪

    ভারতকে বড় রানের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন হার্দিক-পন্থ। ৩৫ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ২৪৩

  • 28 Mar 2021 03:47 PM (IST)

    পন্থের অর্ধশতরান

    আদিল রশিদকে ছক্কা মেরে ঋষভ পন্থ হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন।

  • 28 Mar 2021 03:44 PM (IST)

    ৩০ ওভারে ভারত ২০৬/৪

    ক্রিজে ঋষভ-হার্দিক। ৩০ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ২০৬

  • 28 Mar 2021 03:41 PM (IST)

    ২০০ রানের গন্ডি পেরোল ভারত

    ভারতকে ২০০ রানের গন্ডি পের করল ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ব্যাটিং।

  • 28 Mar 2021 03:20 PM (IST)

    ফের উইকেট পতন ভারতের

    কেএল রাহুলের উইকেট হারাল ভারত। ৭ রান করে ফিরলেন তিনি। লিয়াম লিভিংস্টোনের বলে, মইন আলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন রাহুল।

     

  • 28 Mar 2021 03:04 PM (IST)

    ২০ ওভারে ভারত ১২৮/৩

    ক্রিজে পন্থ-রাহুল। ২০ ওভারে ভারতের স্কোর ৩ উইকেটে ১২৮

  • 28 Mar 2021 02:55 PM (IST)

    বিরাট আউট

    ৭ রান করে মাঠ ছাড়লেন কোহলি। বিরাটের উইকেট তুলে নিলেন মইন আলি।

  • 28 Mar 2021 02:50 PM (IST)

    ওপেনার শিখরের উইকেট তুলে নিলেন রশিদ

    ৬৭ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন শিখর ধাওয়ান। আদিল রশিদের গুগলিতে কট অ্যান্ড বোল্ড হলেন ধাওয়ান।

  • 28 Mar 2021 02:44 PM (IST)

    ১৫ ওভারে ভারত ১১০/১

    ১৫ ওভারে ভারতের স্কোর এক উইকেটে ১১০। ওপেনার রোহিত ফিরে যাওয়ার পর ক্রিজে নতুন ব্যাটসম্যান ভারত অধিনায়ক বিরাট কোহলি।

  • 28 Mar 2021 02:39 PM (IST)

    রশিদের বলে আউট রোহিত

    ৩৭ রান করে সাজঘরে ফিরলেন ওপেনার রোহিত শর্মা।

  • 28 Mar 2021 02:35 PM (IST)

    ভারতের শতরান

    ১৪ ওভারে ভারতের দলগত শতরান পূর্ণ।

  • 28 Mar 2021 02:30 PM (IST)

    পুনেতে শিখরের হাফ সেঞ্চুরি

    ওয়ান ডে কেরিয়ারের ৩২তম অর্ধশতরান শিখর ধাওয়ানের।

  • 28 Mar 2021 02:17 PM (IST)

    ১০ ওভারে ভারত ৬৬/০

    ১০ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৬

  • 28 Mar 2021 02:05 PM (IST)

    ভারতের ৫০ রান

    ৮ ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 28 Mar 2021 01:51 PM (IST)

    ৫ ওভারে ভারত ৩১/০

    ক্রিজে রোহিত-শিখর। ৫ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৩১।

  • 28 Mar 2021 01:30 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।

  • 28 Mar 2021 01:06 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    কুলদীপ যাদবের পরিবর্তে দলে ফিরেছেন টি নটরাজন।

    ভারত – রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, শার্দূল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, প্রসিধ কৃষ্ণা।

  • 28 Mar 2021 01:03 PM (IST)

    ইংল্যান্ডের প্রথম একাদশ

    টম কারেনের বদলে দলে ফিরেছেন মার্ক উড।

    ইংল্যান্ড – জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, ডেভিড মালান, জস বাটলার (অধিনায়ক,উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারেন, মার্ক উড, রিস টপলি, আদিল রশিদ।

  • 28 Mar 2021 01:01 PM (IST)

    টসে জিতেছেন বাটলার

    টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন জস বাটলার। ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচেই টস জিতেছে ইংল্যান্ড।