
ম্যাঞ্চেস্টার: রবিবার ভারত-ইংল্যান্ড (India vs England) তিন ম্যাচের ওয়ান ডে (ODI) সিরিজের ফয়সলার ম্যাচ। ইংল্যান্ড সফরে গিয়ে পঞ্চম টেস্টে ড্র করেছে ভারত। এরপর টি-২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল মেন ইন ব্লু। তার পর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ওভালে জেতেন রোহিতরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে লর্ডসে ১০০ রানের বড় ব্যবধানে ভারতকে হারিয়ে দেন জস বাটলাররা। ফলে এই সিরিজ এখন দাঁড়িয়ে রয়েছে ১-১। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ভারত না ইংল্যান্ড কোন দল করবে বাজিমাত? সেদিকেই বিশেষ নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। দ্বিতীয় ম্যাচে ভারতীয় তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল ৪টি উইকেট পেয়েছিলেন। কিন্তু জেতাতে পারেননি দলতে। তবে পারফরম্যান্সের দিক থেকে তাঁকে ছাপিয়ে যান ইংল্যান্ডের রিস টপলি। মোট ৬টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হন টপলি। তাঁর ওই হাফডজন উইকেটই ইংল্যান্ডকে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করে। এ বার দেখার শেষ ম্যাচে চাহাল-সামিরা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন, নাকি টপলি-মইন আলিরা ঘরের মাঠে জিতে ট্রফি দেশে রাখতে পারেন।
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও ইংল্যান্ড মোট ১০৫ বার মুখোমুখি হয়েছে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে। তার মধ্যে ভারত জিতেছে ৫৬ বার এবং ইংল্যান্ড জিতেছে ৪৪ বার। এবং ৫টি ম্যাচ অমীমাংসিত।
ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচটি কবে হবে?
ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচটি আগামীকাল রবিবার (১৭ জুলাই) হবে।
ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচটি কোথায় হচ্ছে?
ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচটি হবে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে।
ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৩টে ৩০ মিনিট নাগাদ। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে সোনি স্পোর্টস চ্যানেলে। মোবাইলে দেখা যাবে সোনি লিভ অ্যাপ্লিকেশনে। পাশাপাশি দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ স্ট্রিমিং। এ ছাড়াও ভারতের ইংল্যান্ড সফরের সীমিত ওভারের সিরিজের লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় স্কোয়াড —
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।
ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ওয়ান ডে সিরিজের স্কোয়াড —
জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ক্রেগ ওভারটন, ম্যাথু পার্কিনসন, জো রুট, জেসন রয়, ফিল সল্ট, বেন স্টোকস, রিসি টপলি, ডেভিড উইলি।