IND vs ENG 3rd Test Day 1 Highlights: ওপেনিং জুুটিতে ভর করে ৪২ রানে এগিয়ে ইংল্যান্ড

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 25, 2021 | 11:14 PM

India vs England 3rd Test Day 1 Live Score: লিডসে তৃতীয় টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

IND vs ENG 3rd Test Day 1 Highlights: ওপেনিং জুুটিতে ভর করে ৪২ রানে এগিয়ে ইংল্যান্ড
ইংল্যান্ডের ওপেনিং জুটি (সৌজন্যে-টুইটার)

Follow Us

লর্ডসের পর হেডিংলে স্টেডিয়ামে (Headingley Stadium) আজ তৃতীয় টেস্টে জো রুটের ইংল্যান্ডের (England) মুখোমুখি বিরাট কোহলির ভারত (India)। তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় টেস্টের (3rd Test) প্রথম দিন শুরু থেকেই ভারতের ব্যাটিং ভরাডুবি। ৭৮ রানে থেমে গেল ভারতের প্রথম ইনিংস। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১২০। ভারতের থেকে ৪২ রানে এগিয়ে রয়েছে জো রুটরা। ৫২ রানে অপরাজিত রয়েছেন ররি বার্নস ও ৬০ রানে অপরাজিত রয়েছেন হাসিব হামিদ।

হেডিংলের ২২ গজ নিয়ে মুখ খুললেও উইনিং কম্বিনেশন ভেঙে রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশে রাখা হল না। বিরাটের আস্থা রয়েছে উইনিং কম্বিনেশনেই। ছন্দে থাকা ভারতীয় টিম কিন্তু চাপে রাখছে রুটের টিমকে। ক্যাপ্টেন রুট ছাড়া আর কোনও ব্যাটসম্যান ছন্দে নেই। সেই অর্থে বড় রান দিতে পারছেন না টিমকে। দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েই বিরাটদের কাছে হেরেছে। ভারতীয় টিমকে থামানোর জন্য বল হাতে জিমি-কারানদের কামালের পর এ বার ব্যাট হাতে রুটদের প্রদর্শনের পালা।

এক নজরে তৃতীয় টেস্টের প্রথম দিনে ভারতের প্রথম ইনিংস: ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন রোহিত শর্মা (১৯)। টিম ইন্ডিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ভারতের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানের (১৮) ব্যাট থেকে। ক্যাপ্টেন কোহলি আউট হয়েছেন ৭ রানে। কোনও রান না করেই সাজঘরে ফিরে গিয়েছেন কেএল রাহুল, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরা। ব্যাট হাতে আজও ব্যর্থ হয়েছেন ভারতের অভিজ্ঞ টেস্ট ক্রিকেটার চেতেশ্বর পূজারা (১)। ঋষভ পন্থকেও (২) চেনা মেজাজে দেখা গেল না হেডিংলের ২২ গজে। ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাও (৪) আজ দলকে সাহায্য করতে পারেননি। মহম্মদ সিরাজের (৩) উইকেট তুলে নিয়ে ভারতকে ৭৮ রানে আটকে দেন জো রুটরা। ৮ রানে অপরাজিত থেকে প্রথম ইনিংস শেষ করলেন ইশান্ত শর্মা।

ইংল্যান্ডের আগুনে বোলিংয়র সামনে ভালো করে দাঁড়াতেই পারেননি ভারতীয় ক্রিকেটাররা। ৩টি করে উইকেট তুলে নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও ক্রেইগ ওভার্টন। ২টি করে উইকেট পেয়েছেন ওলি রবিনসন ও স্যাম কারান। মাত্র ২ ওভার বল করেছিলেন মইন আলি। কোনও উইকেট পাননি তিনি।

ভারত-ইংল্যান্ড ৫ ম্যাচের টেস্ট সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 25 Aug 2021 11:04 PM (IST)

    প্রথম দিনের খেলা শেষ

    কোনও উইকেট না হারিয়ে ১২০ রানে শেষ হল ইংল্যান্ডের প্রথম দিনের খেলা। ৫২ রানে অপরাজিত রয়েছেন ররি বার্নস ও ৬০ রানে অপরাজিত রয়েছেন হাসিব হামিদ।

  • 25 Aug 2021 10:56 PM (IST)

    ররি বার্নসের হাফসেঞ্চুরি

    ৪০.৩ ওভারে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ররি বার্নস


  • 25 Aug 2021 10:54 PM (IST)

    ৪০ ওভারে ইংল্যান্ড ১১০/০

    ওপেনিং জুটি এগিয়ে নিয়ে যাচ্ছে ইংল্যান্ডকে

  • 25 Aug 2021 10:38 PM (IST)

    হামিদের হাফসেঞ্চুরি

    টেস্ট কেরিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি হাসিব হামিদের।

  • 25 Aug 2021 10:35 PM (IST)

    ইংল্যান্ডের শতরান

    ৩৫.৫ ওভারে দলগত শতরান পূর্ণ হল ইংল্যান্ডের।

  • 25 Aug 2021 10:34 PM (IST)

    ৩৫ ওভারে ইংল্যান্ড ৯৫/০

    শতরানের দোরগোড়ার ইংল্যান্ড

  • 25 Aug 2021 10:12 PM (IST)

    ৩০ ওভারে ইংল্যান্ড ৭৮/০

    ওপেনিং জুটিকে ক্রিজ থেকে টলাতে পারছেন না শামি-বুমরা-সিরাজরা

  • 25 Aug 2021 09:49 PM (IST)

    ২৫ ওভারে ইংল্যান্ড ৬২/০

    উইকেটের খোঁজে রয়েছে ভারত। সতর্ক হয়ে এগিয়ে চলেছে রুটব্রিগেড।

  • 25 Aug 2021 09:40 PM (IST)

    ইংল্যান্ডের ৫০ রান পূর্ণ

    ২০. ৪ ওভারে ইংল্যান্ডের দলগত ৫০ রান পূর্ণ

  • 25 Aug 2021 09:30 PM (IST)

    ২০ ওভারে ইংল্যান্ড ৪৮/০

    এগিয়ে চলেছে জো রুটের দল।

  • 25 Aug 2021 09:04 PM (IST)

    ১৫ ওভারে ইংল্যান্ড ৩৭/০

    উইকেটের খোঁজে ভারত।

  • 25 Aug 2021 08:43 PM (IST)

    ১০ ওভারে ইংল্যান্ড ২৫/০

    কোনও উইকেট না হারিয়ে ১০ ওভারে ইংল্যান্ড তুলেছে ২৫ রান

  • 25 Aug 2021 08:30 PM (IST)

    তৃতীয় সেশন শুরু

    তৃতীয় টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশন শুরু হল

  • 25 Aug 2021 08:11 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২১।

  • 25 Aug 2021 08:05 PM (IST)

    ৫ ওভারে ইংল্যান্ড ২১/০

    প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ড তুলেছে ২১ রান।

  • 25 Aug 2021 07:38 PM (IST)

    ইংল্যান্ডের প্রথম ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ররি বার্নস ও হাসিব হামিদ

  • 25 Aug 2021 07:30 PM (IST)

    অল আউট টিম ইন্ডিয়া

    ৭৮ রানে অল আউট হয়ে থেমে গেল ভারতের প্রথম ইনিংস।

  • 25 Aug 2021 07:24 PM (IST)

    ৪০ ওভারে ভারত ৭৮/৯

    ৯ উইকেট হারিয়ে রীতিমতো চাপে ভারত। এখনও শতরানের গণ্ডি পেরোতেও পারেনি টিম ইন্ডিয়া।

  • 25 Aug 2021 07:10 PM (IST)

    বুমরা আউট

    স্যাম কারানের বলে কোনও রান না করেই এলবিডব্লিউ হলেন জসপ্রীত বুমরা

  • 25 Aug 2021 07:08 PM (IST)

    ফের উইকেট পতন ভারতের

    স্যাম কারানের বলে এলবিডব্লিউ হলেন রবীন্দ্র জাডেজা। ৪ রান করে সাজঘরে ফিরে গেলেন জাড্ডু।

  • 25 Aug 2021 07:04 PM (IST)

    শামি আউট

    ভারতকে জোড়া ধাক্কা দিলেন ওভার্টন। রোহিত শর্মার পর ওভার্টনের বলে আউট হলেন মহম্মদ শামি। কোনও রান না করেই মাঠ ছাড়লেন শামি

  • 25 Aug 2021 07:03 PM (IST)

    রোহিত আউট

    ১৯ রান করে আউট হলেন রোহিত শর্মা

  • 25 Aug 2021 06:51 PM (IST)

    ৩৫ ওভারে ভারত ৬৪/৫

    ৩৫ ওভারে ৫ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৬৫ রান

  • 25 Aug 2021 06:32 PM (IST)

    ৩০ ওভারে ভারত ৫৮/৫

    দ্বিতীয় সেশনের শুরুতেই ঋষভ পন্থের উইকেট হারাল ভারত। ৫ উইকেট হারিয়ে চাপ নিয়েই এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া

  • 25 Aug 2021 06:31 PM (IST)

    পন্থ আউট

    ওলি রবিনসনের বলে মাত্র ২ রান করে আউট হলেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ

     

  • 25 Aug 2021 06:10 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    ক্রিজে রোহিত শর্মা ও ঋষভ পন্থ।

  • 25 Aug 2021 05:35 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেটে ৫৩। লাঞ্চ বিরতির আগে ফের ভারতকে ধাক্কা দিল রুটরা। ওলি রবিনসনের বলে আউট হলেন ভারতের সহ-অধিনায়ক

  • 25 Aug 2021 05:30 PM (IST)

    রাহানে আউট

    ওলি রবিনসনের বলে ১৮ রান করে মাঠ ছাড়লেন ভারতের সহ-অধিনায়ক। লাঞ্চ বিরতির আগে ফের ধাক্কা খেল ভারত।

  • 25 Aug 2021 05:27 PM (IST)

    ২৫ ওভারে ভারত ৫৩/৩

    ক্রিজে রোহিত-রাহানে

  • 25 Aug 2021 05:25 PM (IST)

    ভারতের ৫০ রান

    ২৪.৬ ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 25 Aug 2021 05:06 PM (IST)

    ২০ ওভারে ভারত ৪০/৩

    ২০ ওভার ৩ উইকেট হারিয়ে ভারত তুলেছে ৪০ রান

  • 25 Aug 2021 04:47 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৩০/৩

    ৩ উইকেট হারিয়ে চাপে ভারত। প্রথমে কেএল রাহুল, তারপর চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলির উইকেট তুলে নিয়ে জেমস অ্যান্ডারসন রীতিমতো চাপে ফেলে দিয়েছে টিম ইন্ডিয়াকে।

  • 25 Aug 2021 04:25 PM (IST)

    বিরাট কোহলি আউট

    জেমস অ্যান্ডারসনের বলে ৭ রান করে মাঠ ছাড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি

  • 25 Aug 2021 04:21 PM (IST)

    ১০ ওভারে ভারত ১৯/২

    প্রথম ১০ ওভারে ২ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে ১৯ রান তুলেছে ভারত।

  • 25 Aug 2021 03:57 PM (IST)

    ৫ ওভারে ভারত ৪/২

    প্রথম ওভারেই কেএল রাহুলের উইকেট হারায় টিম ইন্ডিয়া। ৪.১ ওভারে পূজারার উইকেট খুইয়েছে ভারত। ৫ ওভারে স্কোরবোর্ডে ভারত তুলেছে ৪ রান।

  • 25 Aug 2021 03:53 PM (IST)

    পূজারা আউট

    লোকেশ রাহুলের পর জিমি অ্যান্ডারসনের শিকার চেতেশ্বর পূজারা। ১ রান করে সাজঘরে ফিরলেন পূজারা।

  • 25 Aug 2021 03:36 PM (IST)

    লোকেশ রাহুল আউট

    কোনও রান না করেই আউট হলেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল

  • 25 Aug 2021 03:30 PM (IST)

    ভারতের প্রথম ইনিংস শুরু

    হেডিংলে-তে শুরু হল তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা। ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও কেএল রাহুল।

  • 25 Aug 2021 03:09 PM (IST)

    রুটদের প্রথম একাদশ

    ইংল্যান্ডের প্রথম একাদশ: ররি বার্নস, হাসিব হামিদ, দাভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট (অধিনায়ক), জস বাটলার (উইকেটকিপার), মইন আলি, ওলি রবিনসন, স্যাম কারান, ক্রেগ ওভার্টন, জেমস অ্যান্ডারসন।

  • 25 Aug 2021 03:04 PM (IST)

    টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

    ভারতের প্রথম একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা এবং মহম্মদ শামি।

  • 25 Aug 2021 03:02 PM (IST)

    টস আপডেট

    হেডিংলেতে তৃতীয় টেস্টে টসে জিতলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টসে জিতে রুটদের বিরুদ্ধে শুরুতেই ব্যাটিং বেছে নিয়েছেন কোহলি।

  • 25 Aug 2021 02:47 PM (IST)

    পিচ দর্শন

  • 25 Aug 2021 02:35 PM (IST)

    রুটদের ড্রেসিং রুমের অন্দরমহল

    ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের টুইটারে এক ভিডিও পোস্ট করে দেখানো হয়েছে জো রুটদের ড্রেসিং রুমের অন্দরমহল। সেখান থেকে হেডিংলের ঝলকও দেখা গেছে। দেখুন ভিডিও