লিডসের হেডিংলে স্টেডিয়ামে (Headingley Stadium) তৃতীয় টেস্টে (3rd Test) জিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড (England)। ইনিংস ও ৭৬ রানে হার ভারতের।
তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যে পিচ দেখে বোলিং বাছার কথা, সেখানে কোহলির ব্যাটিংয়ের সিদ্ধান্ত চমকে দেয় সকলকে। তারপর তো টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরম্যান্সে ছিল আরও বড়সড় চমক। তৃতীয় টেস্টের (3rd Test) প্রথম দিনই হয় ভারতের ব্যাটিং ভরাডুবি। সকলকে চমকে দিয়ে ৭৮ রানে থেমে যায় ভারতের প্রথম ইনিংস। অন্যদিকে প্রথম ইনিংসেই জো রুট, ডেভিড মালান, ররি বার্নস, হাসিব হামিদ নিজেদের উজাড় করে দেন। ৪৩২ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস।
তৃতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হল টিম ইন্ডিয়া। তবে ভারতের প্রাপ্তি চেতেশ্বর পূজারার রান পাওয়া (৯১)। তৃতীয় টেস্টের তৃতীয় দিন দুরন্ত ফর্মে দেখা যায় পূজারাকে। শতরানের কাছেও পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে চতুর্থ দিনের শুরুতেই ওলি রবিনসনকে উইকেট দিয়ে ফেরেন পূজারা। তারপর পরপর কোহলি-রাহানে-পন্থদের ফিরিয়ে সিরিজে সমতা ফেরানো নিশ্চিত করে ফেলেন রুটরা। পন্থের পর সামি-ইশান্ত-জাডেজা-সিরাজদের ফেরাতে খুব একটা বেগ পেতে হয়নি রবিনসনদের। ব্যাট হাতে প্রথম ইনিংসে ইংল্যান্ডের প্রদর্শনের পর বল হাতে নিজেদের কাজ করেছেন জিমি-ওলিরা। যার ফলে লিডসে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ইংলিশব্রিগেড।
দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট টিম ইন্ডিয়া। ৭৬ রানে ম্য়াচ জিতল জো রুটের ইংল্যান্ড। সিরিজে সমতা ফেরাল ইংলিশব্রিগেড
What a performance! A very special win!! ???
Scorecard/Clips: https://t.co/Mp7TbxjOTi
??????? #ENGvIND ?? pic.twitter.com/CjKBvUUcvh
— England Cricket (@englandcricket) August 28, 2021
৩০ রান করে সাজঘরে ফিরলেন রবীন্দ্র জাডেজা। সিরিজে সমতা ফেরানোর জন্য ইংল্যান্ডের প্রয়োজন আর একটি উইকেট।
ইশান্ত শর্মাকে সাজঘরে ফিরিয়ে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন ওলি রবিনসন।
A second five-wicket haul in just his fourth Test ?
Congrats Robbo ?
Scorecard & Videos: https://t.co/XT0G6VUPcB#ENGvIND pic.twitter.com/Hsdp39GMqs
— England Cricket (@englandcricket) August 28, 2021
ওলি রবিনসনের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন ইশান্ত শর্মা। ২ রান করে মাঠ ছাড়লেন তিনি।
ক্রিজে ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাডেজা।
মহম্মদ সামির উইকেট হারাল ভারত।
এ বার ঋষভ পন্থের উইকেট হারাল ভারত। ওলি রবিনসনের বলে আউট হলেন তিনি।
১০ রান করে জিমি অ্যান্ডারসনের বলে আউট হলেন আজিঙ্কা রাহানে।
India are crumbling; they have already lost three wickets in the first hour.
Ajinkya Rahane departs for 10.#WTC23 | #ENGvIND | https://t.co/qmnhRc14r1 pic.twitter.com/nfFRqI57f2
— ICC (@ICC) August 28, 2021
দিনের শুরুতেই আরও ২টি উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া
৫৫ রান করে ওলি রবিনসনের বলে আউট হলেন বিরাট কোহলি
COME OOOOON!!! ?
Scorecard & Clips: https://t.co/UakxjzUrcE
??????? #ENGvIND ?? pic.twitter.com/5y1atU7ZhF
— England Cricket (@englandcricket) August 28, 2021
লিডসে তৃতীয় টেস্টের চতুর্থ দিন হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি
FIFTY!
A hard-fought half-century from Captain @imVkohli off 120 deliveries. His first of the series.
26th in Test cricket.
Live – https://t.co/FChN8SV3VR #ENGvIND pic.twitter.com/06Pv2Im1RA
— BCCI (@BCCI) August 28, 2021
দিনের শুরুতেই চেতেশ্বর পূজারার উইকেট হারিয়ে ফেলেছে ভারত। ৮৫ ওভারে ৩ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে ভারত তুলেছে ২১৯ রান।
সেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন চেতেশ্বর পূজারা। ওলি রবিনসনের বলে আউট হলেন তিনি
Cheteshwar Pujara departs after a fine knock of 91.
Live – https://t.co/FChN8SV3VR #ENGvIND pic.twitter.com/bUAAjjFKY3
— BCCI (@BCCI) August 28, 2021
ক্রিজে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা।
An engrossing day of action awaits ?
India will resume on 215/2, still 139 runs behind England, with Cheteshwar Pujara (91*) and Virat Kohli (45*) at the crease.#WTC23 | #ENGvIND | https://t.co/qmnhRciFiz pic.twitter.com/Ne0kq2kfy1
— ICC (@ICC) August 28, 2021
হেডিংলেতে কিছুক্ষণের মধ্যে শুরু হবে তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। সেখানকার ওয়েদার আপাতত পরিস্কার ও রোদ ঝলমলে।
It's a bright and sunny day here at the Headingley Stadium.
Pujara and Kohli will resume their innings. How many runs do you reckon they will add to the overnight tally?#ENGvIND pic.twitter.com/QXaiyzyYhn
— BCCI (@BCCI) August 28, 2021
ভিডিওতে দেখুন লিডসের হেডিংলেতে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের হাইলাইটস।
All set up for Day 4 at Headingley.
??????? #ENGvIND ?? pic.twitter.com/H1dBYByDf3
— England Cricket (@englandcricket) August 28, 2021