IND vs ENG 3rd Test Day 4 Highlights: লিডস টেস্টে জিতে সিরিজে সমতা ফেরালেন রুটরা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Aug 28, 2021 | 6:11 PM

India vs England 3rd Test Day 4 Live Score: লিডসে তৃতীয় টেস্টে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

IND vs ENG 3rd Test Day 4 Highlights: লিডস টেস্টে জিতে সিরিজে সমতা ফেরালেন রুটরা
ইংলিশ ক্রিকেটারদের উচ্ছ্বাস (সৌজন্যে-টুইটার)

Follow Us

লিডসের হেডিংলে স্টেডিয়ামে (Headingley Stadium) তৃতীয় টেস্টে (3rd Test) জিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড (England)। ইনিংস ও ৭৬ রানে হার ভারতের।

তৃতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যে পিচ দেখে বোলিং বাছার কথা, সেখানে কোহলির ব্যাটিংয়ের সিদ্ধান্ত চমকে দেয় সকলকে। তারপর তো টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরম্যান্সে ছিল আরও বড়সড় চমক। তৃতীয় টেস্টের (3rd Test) প্রথম দিনই হয় ভারতের ব্যাটিং ভরাডুবি। সকলকে চমকে দিয়ে ৭৮ রানে থেমে যায় ভারতের প্রথম ইনিংস। অন্যদিকে প্রথম ইনিংসেই জো রুট, ডেভিড মালান, ররি বার্নস, হাসিব হামিদ নিজেদের উজাড় করে দেন। ৪৩২ রানে থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস।

তৃতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট হল টিম ইন্ডিয়া। তবে ভারতের প্রাপ্তি চেতেশ্বর পূজারার রান পাওয়া (৯১)। তৃতীয় টেস্টের তৃতীয় দিন দুরন্ত ফর্মে দেখা যায় পূজারাকে। শতরানের কাছেও পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে চতুর্থ দিনের শুরুতেই ওলি রবিনসনকে উইকেট দিয়ে ফেরেন পূজারা। তারপর পরপর কোহলি-রাহানে-পন্থদের ফিরিয়ে সিরিজে সমতা ফেরানো নিশ্চিত করে ফেলেন রুটরা। পন্থের পর সামি-ইশান্ত-জাডেজা-সিরাজদের ফেরাতে খুব একটা বেগ পেতে হয়নি রবিনসনদের। ব্যাট হাতে প্রথম ইনিংসে ইংল্যান্ডের প্রদর্শনের পর বল হাতে নিজেদের কাজ করেছেন জিমি-ওলিরা। যার ফলে লিডসে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল ইংলিশব্রিগেড।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 28 Aug 2021 05:14 PM (IST)

    অল আউট ভারত

    দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে অলআউট টিম ইন্ডিয়া। ৭৬ রানে ম্য়াচ জিতল জো রুটের ইংল্যান্ড। সিরিজে সমতা ফেরাল ইংলিশব্রিগেড

  • 28 Aug 2021 05:11 PM (IST)

    ওভার্টনের বলে আউট জাডেজা

    ৩০ রান করে সাজঘরে ফিরলেন রবীন্দ্র জাডেজা। সিরিজে সমতা ফেরানোর জন্য ইংল্যান্ডের প্রয়োজন আর একটি উইকেট।


  • 28 Aug 2021 04:58 PM (IST)

    এক ইনিংসে রবিনসনের ৫ উইকেট

    ইশান্ত শর্মাকে সাজঘরে ফিরিয়ে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন ওলি রবিনসন।

  • 28 Aug 2021 04:55 PM (IST)

    আউট ইশান্ত

    ওলি রবিনসনের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন ইশান্ত শর্মা। ২ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 28 Aug 2021 04:52 PM (IST)

    ৯৫ ওভারে ভারত ২৫৬/৭

    ক্রিজে ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাডেজা।

  • 28 Aug 2021 04:48 PM (IST)

    সামি আউট

    মহম্মদ সামির উইকেট হারাল ভারত।

  • 28 Aug 2021 04:34 PM (IST)

    পন্থ আউট

    এ বার ঋষভ পন্থের উইকেট হারাল ভারত। ওলি রবিনসনের বলে আউট হলেন তিনি।

  • 28 Aug 2021 04:26 PM (IST)

    রাহানে আউট

    ১০ রান করে জিমি অ্যান্ডারসনের বলে আউট হলেন আজিঙ্কা রাহানে।

  • 28 Aug 2021 04:21 PM (IST)

    ৯০ ওভারে ভারত ২৩৭/৪

    দিনের শুরুতেই আরও ২টি উইকেট হারিয়ে ফেলেছে টিম ইন্ডিয়া

  • 28 Aug 2021 04:20 PM (IST)

    কোহলি আউট

    ৫৫ রান করে ওলি রবিনসনের বলে আউট হলেন বিরাট কোহলি

  • 28 Aug 2021 04:17 PM (IST)

    বিরাটের হাফসেঞ্চুরি

    লিডসে তৃতীয় টেস্টের চতুর্থ দিন হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি

  • 28 Aug 2021 03:56 PM (IST)

    ৮৫ ওভারে ভারত ২১৯/৩

    দিনের শুরুতেই চেতেশ্বর পূজারার উইকেট হারিয়ে ফেলেছে ভারত। ৮৫ ওভারে ৩ উইকেট খুইয়ে স্কোরবোর্ডে ভারত তুলেছে ২১৯ রান।

  • 28 Aug 2021 03:48 PM (IST)

    পূজারা আউট

    সেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়লেন চেতেশ্বর পূজারা। ওলি রবিনসনের বলে আউট হলেন তিনি

  • 28 Aug 2021 03:31 PM (IST)

    চতুর্থ দিনের খেলা শুরু

    ক্রিজে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা।

  • 28 Aug 2021 03:00 PM (IST)

    ওয়েদার আপডেট

    হেডিংলেতে কিছুক্ষণের মধ্যে শুরু হবে তৃতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা। সেখানকার ওয়েদার আপাতত পরিস্কার ও রোদ ঝলমলে।

  • 28 Aug 2021 02:37 PM (IST)

    দেখুন তৃতীয় টেস্টের তৃতীয় দিনের হাইলাইটস

    ভিডিওতে দেখুন লিডসের হেডিংলেতে তৃতীয় টেস্টের তৃতীয় দিনের হাইলাইটস।