India vs England 2021, 4th T20, highlights: সিরিজে সমতা ফেরাল বিরাটের ভারত

Mar 18, 2021 | 11:29 PM

মোতেরায় ভারত বনাম ইংল্যান্ড (India vs England) চতুর্থ টি-২০ ম্যাচ। দেখে নিন পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs England 2021, 4th T20, highlights: সিরিজে সমতা ফেরাল বিরাটের ভারত
সিরিজে সমতা ফেরাল কোহলির ভারত

Follow Us

মোতেরায় ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) চতুর্থ টি-২০ (4th T20) ম্যাচে সমতা ফেরাল কোহলির ভারত। নির্ধারিত ২০ ওভারে ভারত প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে। ইংল্যান্ডকে টার্গেট দেয় ১৮৬। জোফ্রা আর্চার তোলেন ৪ উইকেট। ভারতের সূর্যকুমার যাদব ৫৭ রানের ইনিংস খেলেছেন। ইংল্যান্ডের হয়ে ৪৬ রানের বড় ইনিংস খেলেন বেন স্টোকস। ৫ ম্যাচের টি-২০ সিরিজের ভাগ্য নির্ধারিত হবে শেষ ম্যাচে। আজ টস হেরে ম্যাচ হারার প্রথা ভেঙে দিলেন রোহিতরা। ফের ঘুরে দাঁড়াল কোহলির ভারত।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 18 Mar 2021 11:14 PM (IST)

    ৮ রানে জিতল ভারত

    নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে ১৭৭ রান। ৮ রানে জিতল ভারত। পাশাপাশি সিরিজে সমতায় ফিরল টিম ইন্ডিয়া।

  • 18 Mar 2021 11:13 PM (IST)

    শার্দূলের শিকার জর্ডান

    ১২ রান করে মাঠ ছাড়লেন ক্রিস জর্ডান।


  • 18 Mar 2021 10:58 PM (IST)

    স্যাম কারেনের উইকেট তুলে নিলেন হার্দিক

    হার্দিকের গতির সামনে হার মানলেন স্যাম কারেন। ৩ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 18 Mar 2021 10:46 PM (IST)

    মর্গ্যানকে ফেরালেন ঠাকুর

    পরপর দুই উইকেট নিলেন শার্দূল ঠাকুর। ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন ইংল্যান্ড অধিনায়ক ইওন মর্গ্যান। ৪ রান করে শার্দূল ঠাকুরের বলে আউট হলেন মর্গ্যান।

  • 18 Mar 2021 10:44 PM (IST)

    স্টোকসের উইকেট তুলে নিলেন ঠাকুর

    অর্ধশতরান পূর্ণ না করেই সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন বেন স্টোকস। শার্দূল ঠাকুরের বলে ৪৬ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 18 Mar 2021 10:37 PM (IST)

    ১৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ১৩২/৪

    ক্রিজে মর্গ্যান-স্টোকস। ১৫ ওভারে ইংল্যান্ডের স্কোর ১৩২/৪

  • 18 Mar 2021 10:35 PM (IST)

    বেয়ারস্টোর উইকেট তুলে নিলেন চাহার

    ২৫ রান করে মাঠ ছাড়লেন জনি বেসারস্টো। রাহুল চাহারের বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিলেন বেয়ারস্টো।

  • 18 Mar 2021 10:23 PM (IST)

    ইংল্যান্ডের শতরান

    ১২.৫ ওভারে ইংল্যান্ডের দলগত শতরান পূর্ণ।

  • 18 Mar 2021 10:09 PM (IST)

    ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর ৭১/৩

    ক্রিজে বেয়ারস্টো-বাটলার। ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর ৭১/৩

  • 18 Mar 2021 10:03 PM (IST)

    ওপেনার জেসনকে ফেরালেন পান্ডিয়া

    ৪০ রান করে মাঠ ছাড়লেন ইংল্যান্ড ওপেনার জেসন রয়। সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন রয়।

  • 18 Mar 2021 09:56 PM (IST)

    মালানকে ফেরালেন চাহার

    রাহুল চাহারের বলে ১৪ রান করে মাঠ ছাড়লেন ডেভিড মালান।

  • 18 Mar 2021 09:46 PM (IST)

    ইংল্যান্ডের ৫০ রান পূর্ণ

    ৬.১ ওভারে ইংল্যান্ড দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 18 Mar 2021 09:44 PM (IST)

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়েছে ইংল্যান্ড

    ৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৪৮।

  • 18 Mar 2021 09:26 PM (IST)

    ওপেনার বাটলারকে ফেরালেন ভুবনেশ্বর

    ৭ রান করে মাঠ ছাড়লেন জস বাটলার। ভুবনেশ্বর কুমারের বলে কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন তিনি।

  • 18 Mar 2021 09:01 PM (IST)

    ইংল্যান্ডের টার্গেট ১৮৬

    নির্ধারিত ২০ ওভারে ভারত প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে।

  • 18 Mar 2021 08:55 PM (IST)

    আর্চারের শিকার সুন্দর

    জোফ্রা আর্চারের বলে আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে বসলেন ওয়াশিংটন সুন্দর।

  • 18 Mar 2021 08:52 PM (IST)

    শ্রেয়সের উইকেট তুলে নিল ইংল্যান্ড

    ৩৭ রান করে, জোফ্রা আর্চারের বলে ডেভিড মালানের হাতে সোজাসুজি ক্য়াচ দিয়ে মাঠ ছাড়লেন শ্রেয়স আইয়ার।

  • 18 Mar 2021 08:49 PM (IST)

    হার্দিকের উইকেট হারাল ভারত

    উড়ন্ত বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে বসলেন হার্দিক পান্ডিয়া। মার্ক উডের বলে ১১ রান করে মাঠ ছাড়লেন পান্ডিয়া

  • 18 Mar 2021 08:40 PM (IST)

    ভারতের ১৫০ রান পূর্ণ

    হার্দিক পান্ডিয়ার ছক্কা দিয়ে ভারতের দলগত ১৫০ রান পূর্ণ হল।

  • 18 Mar 2021 08:34 PM (IST)

    পন্থের উইকেট হারাল ভারত

    জোফ্রার গতি ফিরিয়ে দিল ঋষভ পন্থকে। ৩০ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 18 Mar 2021 08:33 PM (IST)

    ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঋষভ-শ্রেয়স জুটি

    ১৬ ওভারে ভারতের স্কোর ১৪০/৪

  • 18 Mar 2021 08:15 PM (IST)

    সূর্যকুমারের গুরুত্বপূর্ণ উইকেট হারাল ভারত

    সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ উইকেট হারাল ভারত। ৫৭ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।

  • 18 Mar 2021 08:06 PM (IST)

    ভারতের শতরান

    ১২.৪ ওভারে ভারত দলগত শতরান পূর্ণ করল।

  • 18 Mar 2021 08:02 PM (IST)

    মোতেরায় সূর্যকুমারের অর্ধশতরান

    মোতেরায় সূর্যকুমার যাদব টি-২০ কেরিয়ারের প্রথম অর্ধশতরান পূর্ণ করলেন। ২৮ বলে ৫০ রান করলেন সূর্যকুমার।

  • 18 Mar 2021 07:46 PM (IST)

    বিরাটের উইকেট হারাল ভারত

    আদিল রাশিদ তুলে নিলেন বিরাটের গুরুত্বপূর্ণ উইকেট। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 18 Mar 2021 07:42 PM (IST)

    ওপেনার রাহুলকে ফেরালেন স্টোকস

    ১৪ রান করে মাঠ ছাড়লেন কেএল রাহুল। বেন স্টোকসের বলে জোফ্রা আর্চারের হাতে ক্যাচ দিয়ে বসলেন রাহুল।

  • 18 Mar 2021 07:35 PM (IST)

    ভারতের অর্ধশতরান

    ৬.৪ ওভারে ভারত দলগত অর্ধশতরান পূর্ণ করল।

  • 18 Mar 2021 07:32 PM (IST)

    পাওয়ার প্লে-তে শুধু রোহিতের উইকেট হারিয়েছে ভারত

    ৬ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৪৫।

  • 18 Mar 2021 07:26 PM (IST)

    ৫ ওভারে ভারতের স্কোর ৩৪/১

    ৩.৪ ওভারে রোহিতের উইকেট হারানোর পর নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ক্রিজে আসেন। জোফ্রা আর্চারের বলে ছক্কা দিয়ে নিজের আন্তর্জাতিক টি-২০ ম্যাচ শুরু করলেন সূর্যকুমার।

     

  • 18 Mar 2021 07:17 PM (IST)

    রোহিতের উইকেট হারাল ভারত

    জোফ্রা আর্চারের বলে আউট হলেন রোহিত শর্মা। ১২ রান করে ফিরলেন তিনি।

  • 18 Mar 2021 07:00 PM (IST)

    মোতেরায় ভারতের ইনিংস শুরু

    মোতেরায় ভারতের সিরিজ বাঁচানোর লড়াই শুরু। ভারতের ইনিংস শুরু করলেন রোহিত শর্মা ও কেএল রাহুল।

  • 18 Mar 2021 06:53 PM (IST)

    বেয়ারস্টোর ৫০তম টি-২০

    মোতেরায় জনি বেয়ারস্টো কেরিয়ারের ৫০তম টি-২০ ম্যাচ খেলতে নামবেন।

  • 18 Mar 2021 06:49 PM (IST)

    ইংল্যান্ডের প্রথম একাদশ

    ইংল্যান্ডের প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই।

    ইংল্যান্ড – ইওন মর্গ্যান (অধিনায়ক), জোফ্রা আর্চার, মার্ক উড, জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটকিপার), স্যাম কারেন, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস।

  • 18 Mar 2021 06:41 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    ভারতীয় দলে দুই পরিবর্তন। ঈশান কিষাণের বদলে সূর্যকুমার যাদব ও যুজবেন্দ্র চাহালের বদলে রাহুল চাহার দলে যোগ দিয়েছেন।

    ভারত – রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার ও রাহুল চাহার।

  • 18 Mar 2021 06:36 PM (IST)

    ফের টসে জিতেছেন মর্গ্যান

    টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইওন মর্গ্যান।