India vs England 4th Test, Day 3 LIVE Score: সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলির ভারত

Mar 06, 2021 | 4:41 PM

মোতেরায় ভারত বনাম ইংল্যান্ড (India vs England) চতুর্থ টেস্টের তৃতীয় দিন। দেখে নিন পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs England 4th Test, Day 3 LIVE Score: সিরিজ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলির ভারত
টেস্ট জয় কোহলির ভারতের

Follow Us

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল কোহলির ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল ভারত। তিন দিনে মোতেরায় চতুর্থ টেস্ট শেষ। ৪ টেস্টের সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ৩-১ জিতল।   দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানে অল আউট ইংল্যান্ড। অক্ষর-অশ্বিন জুটি ভেঙে দিল ইংলিশব্রিগেডকে। দ্বিতীয় ইনিংসে ৫ টি করে উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ১০১ রানের দুরন্ত ইনিংস খেলেন ঋষভ পন্থ। ভারতের প্রথম ইনিংস শেষে ওয়াশিংটন সুন্দর অপরাজিত ৯৬ রানে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 06 Mar 2021 04:34 PM (IST)

    সিরিজ সেরা রবিচন্দ্রন অশ্বিন

    ম্যান অব দ্য সিরিজ হলেন রবিচন্দ্রন অশ্বিন।

  • 06 Mar 2021 04:32 PM (IST)

    ম্যাচের সেরা ঋষভ পন্থ

    ম্যাচের সেরা ঋষভ পন্থ।


  • 06 Mar 2021 03:49 PM (IST)

    ১৩৫ রানে অল আউট ইংল্যান্ড

    শেষ উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৩-১ ব্যবধানে ভারতের সিরিজ জয়।

  • 06 Mar 2021 03:45 PM (IST)

    ইংল্যান্ডের ফের উইকেট পতন

    রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হলেন জ্যাক লিচ।

  • 06 Mar 2021 03:41 PM (IST)

    লরেন্সের অর্ধশতরান

    মোতেরায় ড্যান লরেন্সের অর্ধশতরান। টেস্ট কেরিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি লরেন্সের।

  • 06 Mar 2021 03:10 PM (IST)

    বেসের উইকেট তুলে নিলেন অক্ষর

    ডম বেসকে ফেরালেন অক্ষর প্যাটেল। মাত্র ২ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 06 Mar 2021 03:02 PM (IST)

    অক্ষরের শিকার ফোকস

    অক্ষর প্যাটেলের বলে আউট হলেন বেন ফোকস। ভারতের সহ অধিনায়কের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ফোকস।

  • 06 Mar 2021 02:11 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৬উইকেটে ৯১।

  • 06 Mar 2021 01:42 PM (IST)

    রুটের উইকেট তুলে নিলেন অশ্বিন

    জো রুটের উইকেট হারাল ইংল্যান্ড। অশ্বিনের বলে এলবিডব্লিউ হলেন ইংল্যান্ড অধিনায়ক।

     

  • 06 Mar 2021 01:41 PM (IST)

    অক্ষর ফেরালেন অলি পোপকে

    অক্ষরের বলে আউট হলেন পোপ।

  • 06 Mar 2021 12:55 PM (IST)

    স্টোকসকে ফেরালেন অক্ষর

    অক্ষর প্যাটেলের বলে আউট হলেন বেন স্টোকস।

  • 06 Mar 2021 12:40 PM (IST)

    ওপেনার সিবলিকে ফেরালেন অক্ষর

    অক্ষর প্যাটেলের বলে আউট হলেন ইংল্যান্ড ওপেনার ডম সিবলি।

  • 06 Mar 2021 12:21 PM (IST)

    অশ্বিনের শিকার বেয়ারস্টো

    পরপর ২ উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। কোনও রান না করেই ফিরে গেলেন জনি বেয়ারস্টো।

  • 06 Mar 2021 12:20 PM (IST)

    ওপেনার ক্রলিকে ফেরালেন অশ্বিন

    ইংল্যান্ডের প্রথম উইকেট পতন। জ্যাক ক্রলিকে ফেরালেন রবিচন্দ্রন অশ্বিন। ৫ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 06 Mar 2021 11:35 AM (IST)

    মধ্যাহ্নভোজের বিরতি

    মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৬/০

  • 06 Mar 2021 11:21 AM (IST)

    ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু

    ভারতকে ৩৬৫ রানে অল আউট করার পর, ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শুরু।

  • 06 Mar 2021 11:08 AM (IST)

    ৩৬৫ রানে অল আউট ভারত

    মহম্মদ সিরাজের শেষ উইকেট তুলে নিলেন বেন স্টোকস। ৩৬৫ রানে অল আউট ভারত। ১৬০ রানে এগিয়ে কোহলির ভারত। ৯৬ রানে অপরাজিত ওয়াশিংটন সুন্দর। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হল সুন্দরের।

  • 06 Mar 2021 11:06 AM (IST)

    স্টোকস ফেরালেন ইশান্তকে

    বেন স্টোকসের বলে এলবিডব্লিউ হলেন ইশান্ত শর্মা।

  • 06 Mar 2021 11:03 AM (IST)

    অক্ষরের উইকেট হারাল ভারত

    রান আউট হলেন অক্ষর প্যাটেল। ৪৩ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 06 Mar 2021 09:44 AM (IST)

    ৩০০ রানের গন্ডি পেরোল ভারত

    ৯৭.১ ওভারে ভারতের স্কোর ৭ উইকেটে ৩০৫।

  • 06 Mar 2021 09:36 AM (IST)

    মোতেরায় তৃতীয় দিনের খেলা শুরু

  • 05 Mar 2021 05:02 PM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শেষ

    দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ২৯৪।

  • 05 Mar 2021 04:32 PM (IST)

    মোতেরায় সুন্দরের অর্ধশতরান

    মোতেরায় ওয়াশিংটন সুন্দর তাঁর কেরিয়ারের তৃতীয় অর্ধশতরান পূর্ণ করলেন।

  • 05 Mar 2021 04:20 PM (IST)

    সেঞ্চুরির পরই আউট হলেন পন্থ

    অ্যান্ডারসনের বলে আউট হলেন ঋষভ পন্থ।

  • 05 Mar 2021 04:16 PM (IST)

    দেশের মাটিতে পন্থের প্রথম সেঞ্চুরি

    মোতেরায় ঋষভ পন্থ তাঁর টেস্ট কেরিয়ারের তৃতীয় শতরান করলেন।

     

  • 05 Mar 2021 04:09 PM (IST)

    শতরানের পার্টনারশিপ পন্থ-সুন্দরের

    ৮২.১ ওভারে শতরানের পার্টনারশিপ পন্থ-সুন্দরের।

  • 05 Mar 2021 03:42 PM (IST)

    লিড নিল ভারত

    মোতেরায় লিড নিল কোহলির ভারত।

  • 05 Mar 2021 03:15 PM (IST)

    মোতেরায় পন্থের অর্ধশতরান

    মোতেরায় টেস্ট কেরিয়ারের সপ্তম অর্ধশতরান পূর্ণ করলেন ঋষভ পন্থ।

  • 05 Mar 2021 02:39 PM (IST)

    চা বিরতির পর খেলা শুরু

    মোতেরায় চা বিরতির পর খেলা শুরু। ক্রিজে পন্থ-সুন্দর।

  • 05 Mar 2021 02:16 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে ভারতের স্কোর ৬ উইকেটে ১৫৩।

  • 05 Mar 2021 01:57 PM (IST)

    লিচের বলে আউট অশ্বিন

    ১৩ রান করে মাঠ ছাড়লেন রবিচন্দ্রন অশ্বিন। জ্যাক লিচের বলে অলি পোপের হাতে ক্যাচ দিয়ে বসলেন তিনি।

  • 05 Mar 2021 01:11 PM (IST)

    রোহিতের গুরুত্বপূর্ণ উইকেট হারাল ভারত

    বেন স্টোকসের বলে আউট হলেন রোহিত শর্মা। ৪৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।

  • 05 Mar 2021 12:41 PM (IST)

    ভারতের শতরান পূর্ণ

    ৪৫ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ১০১।

  • 05 Mar 2021 12:12 PM (IST)

    দ্বিতীয় সেশনের খেলা শুরু

    মাঠে নতুন ব্যাটসম্যান ঋষভ পন্থ।

  • 05 Mar 2021 11:34 AM (IST)

    মধ্যাহ্নভোজের বিরতি

    মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ৪ উইকেটে ৮০। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা। দ্বিতীয় সেশনে নতুন ব্যাটসম্যান নামবেন মাঠে।

  • 05 Mar 2021 11:33 AM (IST)

    অ্যান্ডারসনের বলে ফিরলেন রাহানে

    জেমস অ্যান্ডারসনের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ভারতের সহ-অধিনায়ক।

     

  • 05 Mar 2021 10:40 AM (IST)

    ফের ব্যর্থ কোহলি

    কোন রান না করেই ফিরলেন কোহলি

  • 05 Mar 2021 10:38 AM (IST)

    আউট পূজারা

    ১৭ রানে আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরলেন পূজারা

  • 05 Mar 2021 09:43 AM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শুরু

    ক্রিজে রোহিত-পূজারা

  • 04 Mar 2021 04:59 PM (IST)

    চতুর্থ টেস্টের প্রথম দিনের খেলা শেষ

    ১২ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ২৪।

  • 04 Mar 2021 04:05 PM (IST)

    ওপেনার গিলকে ফেরালেন অ্যান্ডারসন

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন শুভমন গিল। জেমস অ্যান্ডারসনের বলে এলবিডব্লিউ হলেন ভারতীয় ওপেনার।

  • 04 Mar 2021 03:50 PM (IST)

    ২০৫ রানে অল আউট ইংল্যান্ড

    জ্যাক লিচের শেষ উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন।

  • 04 Mar 2021 03:44 PM (IST)

    ২০০ রানের গন্ডি পেরোল ইংল্যান্ড

    ইংল্যান্ডের স্কোর ৯ উইকেটে ২০৩।

  • 04 Mar 2021 03:34 PM (IST)

    ফের উইকেট পতন ইংল্যান্ডের

    অক্ষর প্যাটেলের বলে এলবিডব্লিউ হলেন ডম বেস।

  • 04 Mar 2021 03:29 PM (IST)

    লরেন্সের উইকেট নিলেন অক্ষর

    অক্ষর প্যাটেলের বলে আউট ড্যান লরেন্স। ৪৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন তিনি।

  • 04 Mar 2021 03:10 PM (IST)

    ফোকসকে ফেরালেন অশ্বিন

    মাত্র এক রান করে অশ্বিনের বলে আউট হলেন বেন ফোকস। রাহানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।

  • 04 Mar 2021 02:55 PM (IST)

    অলি পোপকে ফেরালেন অশ্বিন

    রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হলেন অলি পোপ। শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ানে ফিরলেন পোপ।

     

  • 04 Mar 2021 02:14 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৪৪।

  • 04 Mar 2021 01:40 PM (IST)

    সুন্দর ফেরালেন স্টোকসকে

    বেন স্টোকসের গুরুত্বপূর্ণ উইকেট হারাল ইংল্যান্ড। ৫৫ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি।

  • 04 Mar 2021 01:10 PM (IST)

    ইংল্যান্ডের ১০০ রান পূর্ন

    ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১০১।

  • 04 Mar 2021 12:26 PM (IST)

    সিরাজ ফেরালেন বেয়ারস্টোকে

    মহম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হলেন জনি বেয়ারস্টো। ২৮ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন তিনি।

  • 04 Mar 2021 11:32 AM (IST)

    মধ্যাহ্নভোজের বিরতি

    মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭৪।

  • 04 Mar 2021 10:39 AM (IST)

    আউট জো রুট

    সিরাজের বলে মাত্র ৫ রানে আউট ইংল্যান্ড অধিনায়ক জো রুট

  • 04 Mar 2021 10:13 AM (IST)

    ফের ধাক্কা ইংল্যান্ডের

    অক্ষর প্যাটেলের বলে আউট জ্যাক ক্রলি

  • 04 Mar 2021 10:04 AM (IST)

    আউট সিবলি

    শুরুতেই উইকেট অক্ষর প্যাটেলের

  • 04 Mar 2021 09:30 AM (IST)

    ভারতীয় দলে সিরাজ

    টিম ইন্ডিয়ার প্রথম একাদশে একটাই পরিবর্তন

  • 04 Mar 2021 09:28 AM (IST)

    টস জিতল ইংল্যান্ড

    প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জো রুটের