IND vs ENG 5th Test Day 5 Highlight: এজবাস্টন টেস্টে ৭ উইকেটে জয় ইংল্যান্ডের

India vs England 5th Test Day 5 Live Score: এজবাস্টনে আজ পঞ্চম টেস্টের পঞ্চম দিনে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

IND vs ENG 5th Test Day 5 Highlight: এজবাস্টন টেস্টে ৭ উইকেটে জয় ইংল্যান্ডের
ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টের পঞ্চম দিনের খেলা আজ।

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 05, 2022 | 4:46 PM

বার্মিংহাম: এজবাস্টন টেস্টের (Test) পঞ্চম ও শেষ দিনের খেলায় অসম লড়াই। স্বপ্নের ছন্দে থাকা জনি বেয়ারস্টো-জো রুটের বিরুদ্ধে দাঁত ফোটাতে ব্যর্থ ভারতীয় বোলিং লাইন আপ। প্রথম সেশনেই বাকি থাকা ১১৯ রান তুলে নিল ইংল্য়ান্ড। ২৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি জো রুট এবং জনি বেয়ারস্টোর। রেকর্ড ৩৭৮ রান তাড়া করে জিতল ইংল্য়ান্ড। প্রথমবার কোনও দল ২৫০-র বেশি রান তাড়া করে টানা চারটি টেস্ট জিতল। ইংল্য়ান্ডের মাটিতে সর্বাধিক ৩৫৯ রান তাড়া করে জেতার নজির ছিল অস্ট্রেলিয়ার। এজবাস্টনে সর্বাধিক ২৮১ রান তাড়া করে জেতার নজির ছিল ইংল্য়ান্ডের। সব নজির ছাপিয়ে গেল ‘নতুন’ ইংল্যান্ড।  জোড়া শতরান জনি বেয়ারস্টো এবং জো রুটের। সিরিজে মোট ৭৩৬ রান জো রুটের। ৭ উইকেটের জয়ে সিরিজ ২-২ শেষ করল ইংল্যান্ড।