মোতেরার মোহিত ভারতীয় ক্রিকেটাররা

আর মাত্র ৩ দিনের অপেক্ষা। ভারত বনাম ইংল্যান্ড (India vs England) তৃতীয় টেস্ট (3rd Test) শুরু হতে চলেছে। আহমেদাবাদের নতুন মোতেরা স্টেডিয়ামে (Motera Stadium) হবে দিন রাতের টেস্ট। বিশ্বের সবথেকে বড়, অত্যাধুনিক এই স্টেডিয়াম দেখে মুগ্ধ ক্রিকেটাররা। শুধু স্টেডিয়ামেই চমক নেই। চমক রয়েছে অত্যাধুনিক সরঞ্জামযুক্ত জিমেও।

Feb 20, 2021 | 2:45 PM

1 / 5
পিঙ্ক বল টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করবে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম।

পিঙ্ক বল টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করবে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম।

2 / 5
অনুশীলনে মোতেরায় মগ্ন রোহতিরা।

অনুশীলনে মোতেরায় মগ্ন রোহতিরা।

3 / 5
নতুন জিমে অনুশীলনের ফাঁকে ভারতীয় ক্রিকেটাররা।

নতুন জিমে অনুশীলনের ফাঁকে ভারতীয় ক্রিকেটাররা।

4 / 5
জিম সেশনে ক্যাপ্টেন কোহলি।

জিম সেশনে ক্যাপ্টেন কোহলি।

5 / 5
বিশ্বের সবথেকে বড় স্টেডিয়ামে সেলফি হার্দিকের। (সৌজন্যে-টুইটার)

বিশ্বের সবথেকে বড় স্টেডিয়ামে সেলফি হার্দিকের। (সৌজন্যে-টুইটার)