সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Feb 02, 2021 | 1:00 PM
কোয়ারান্টিন কাটিয়ে চেন্নাইয়ে মঙ্গলবার বিরাট কোহলিরা প্রথম নেট সেশন করার সুযোগ পেলেন।
নেট সেশনের আগে হেড স্যার রবি শাস্ত্রী টিম ইন্ডিয়াকে উদ্বুদ্ধ করেন।
পিতৃত্বকালীন ছুটি থেকে ফিরে ইংল্যান্ড সিরিজের আগে দলের সঙ্গে ক্যাপ্টেনের মহড়া।
তিন দফায় আর-টি পিসিআর টেস্টে ভারতীয় ক্রিকেটারদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। তারপরই কোহলিদের নেট সেশনে যোগদানের অনুমতি মিলেছে।
হেড স্যারের কড়া নজরদারিতে নেট সেশনে নেমে পড়লেন কোহলি-রাহানে-রোহিতরা। (সৌজন্যে-বিসিসিআই টুইটার)