
দুবাই: বাবর আজমের পাকিস্তানকে (Pakistan) ৫ উইকেটে হারিয়ে এ বারের এশিয়া কাপে (Asia Cup 2022) যাত্রা শুরু করেছে ভারত (India)। দুবাইতে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে ৪০ রানে জয় ভারতের। টানা দুটি জয়ে সুপার ফোর নিশ্চিত করল ভারত। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন হংকংয়ের অধিনায়ক নিজাকত খান। ভারত-পাক ম্যাচের নায়ক হার্দিক পান্ডিয়াকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। তাঁর পরিবর্তে একাদশে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। বিরাট কোহলি-সূর্যকুমার যাদবের ৪২ বলে ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটি। ১৯৪ দিন পর আন্তর্জাতিক টি ২০ তে অর্ধশতরান বিরাটের। বিশ্ব ক্রিকেটে নতুন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ সূর্যকুমার যাদব মাত্র ২৬ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন। বোলিংয়ে আবেশ খানের পারফরম্য়ান্স হতাশার। ১ উইকেট নিলেও ৪ ওভারে ৫৩ রান দেন।
কতদিন পর? পরিসংখ্যান ঘাঁটতে হবে। বিরাট কোহলি বোলিং করছেন। ষষ্ঠ বোলারের ভূমিকায় বিরাট। আন্তর্জাতিক টি ২০ তে ২০১৬ তে বোলিং করেছিলেন বিরাট।
বাবরকে ফেরালেন রবীন্দ্র জাডেজা। ৩৫ বলে ৪১ রানের নজরকাড়া ইনিংস বাবর হায়াতের।
বড় ইনিংস খেলার চেষ্টায় বাবর হায়াত। বড় শট খেলছেন। পাওয়ার প্লে তে হংকং ৫১-২। পাওয়ার প্লে-র শেষ বলে হংকং অধিনায়ক নিজাকতকে রান আউট করেন জাডেজা।
ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন অর্শদীপ সিং। তাঁর প্রথম এবং ইনিসের দ্বিতীয় ওভারেই ফেরালেন ইয়াসিম মুর্তাজাকে।
মাত্র ২২ বলে অর্ধশতরান সূর্যকুমার যাদবের।
আন্তর্জাতিক টি ২০ তে শেষ অর্ধশতরান করেছিলেন কলকাতার ইডেন গার্ডেন্সে। ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ৪০ বলে অর্ধশতরান বিরাটের।
লেগ স্পিনার গজনফারের বলে কট বিহাইন্ড লোকেশ রাহুল। ৩৬ বলে ৩৯ করলেন রাহুল। চারে সূর্যকুমার যাদব।
লোকেশ রাহুল-বিরাট কোহলি জুটি ৪৮ বলে ৫০ রানের জুটি পেরোলেন।
ইনিংসের মাঝপথে ভারতের স্কোর ৭০-১। ক্রিজে লোকেশ রাহুল, বিরাট কোহলি। চোট থেকে ফিরে ছন্দ পেতে সময় লাগছিল রাহুলের। অনবদ্য ব্যাট করছেন তিনি। বিরাট-রাহুল জুটিতে যোগ হয়েছে ৩২ রান।
ভারত অধিনায়ক রোহিত শর্মার উইকেট তুলে নিয়েছেন আয়ুষ শুক্লা।
হংকং একাদশ : নিজাকত খান, বাবর হায়াত, ইয়াসিম মুর্তাজা, কিঞ্চিৎ শাহ, স্কট ম্যাককেচনি, হারুন আর্শাদ, এজাজ খান, জিশান আলি, এহসান খান, আয়ুষ শুক্লা, মহম্মদ গাজনফর
ভারতের একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, আবেশ খান, অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার