IND vs IRE 2023: সুযোগ কাজে লাগাতে ব্যর্থ, সঞ্জুকে নিয়ে চাপে টিম ম্যানেজমেন্ট!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 19, 2023 | 11:56 PM

India vs Ireland 2023, Sanju Samson: এর আগের চার ম্যাচেও তাঁর পারফরম্যান্স আশানুরূপ নয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টিতে মাত্র ১৩ রান করেন সঞ্জু। তার আগের দুটি ম্যাচে ব্যাটিং পাননি।

IND vs IRE 2023: সুযোগ কাজে লাগাতে ব্যর্থ, সঞ্জুকে নিয়ে চাপে টিম ম্যানেজমেন্ট!
Image Credit source: twitter

Follow Us

বিশ্বকাপে ভারতীয় দলের উইকেট কিপার কে? এই প্রশ্নের এখনও সঠিক উত্তর নেই। গত ডিসেম্বরে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে ঋষভের। তাঁর চোটের পরই ভারতীয় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় ব্যাপক ধাক্কা খেয়েছে। পরবর্তী বিকল্প লোকেশ রাহুল। ওয়ান ডে ফরম্যাটে তাঁকে কিপার ব্যাটার হিসেবেই খেলানো হচ্ছিল। কিছু ক্ষেত্রে যা ঝুঁকিরও ছিল। রাহুলের ব্যাটিং ভালো হলেও কিপিং নিয়ে বেশ কিছু ক্ষেত্রেই অস্বস্তি তৈরি করেছে। রাহুলকে নিয়েও পরিকল্পনা ধাক্কা খায়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণে চোট পান লোকেশ রাহুল। তাঁরও রিহ্যাব চলছে। সঞ্জুও কি চাপে রাখছে? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

লোকেশ রাহুলকে এশিয়া কাপে পাওয়া নিয়ে ধোঁয়াশা রয়েছে। রিহ্যাব পর্বে বেশ কিছু ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন রাহুল। তবে ম্যাচ না খেললে তাঁর ফিটনেস নিয়ে নিশ্চিত হওয়া যাবে না। এক দিন পরই এশিয়া কাপের দল বাছাই। এশিয়া কাপের দলে রাহুলের থাকার সম্ভাবনা নেই বললেই চলে। হাতে রইল সঞ্জু স্যামসন। ভারতীয় দলে তাঁর আসা এবং যাওয়া কার্যত নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। ঘরোয়া ক্রিকেট এবং আইপিএলে ভালো পারফরম্যান্সের জেরে জাতীয় দলে ফিরলেও সুযোগ কাজে লাগাতে পারেননি সেই অর্থে। গত কয়েক ম্যাচের পারফরম্যান্সও চিন্তায় রাখছে।

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে বাড়তি নজর ছিল সঞ্জুর ব্যাটিংয়ে। যদিও বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তেমন সুযোগ পাননি। ভারতীয় ইনিংসের ৬.৫ ওভারে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়। এরপর আর খেলা শুরু করা যায়নি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২ রানে জেতে ভারত। চারে নামা সঞ্জু মাত্র একটি ডেলিভারি খেলার সুযোগ পেয়েছিলেন। তাতে সিঙ্গল নেন। এর আগের চার ম্যাচেও তাঁর পারফরম্যান্স আশানুরূপ নয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টিতে মাত্র ১৩ রান করেন সঞ্জু। তার আগের দুটি ম্যাচে ব্যাটিং পাননি। প্রভিডেন্সে করেছিলেন ৭ রান। রবিবার আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের সুযোগ পেলে বাড়তি নজর থাকবে সঞ্জু স্যামসনের পারফরম্যান্সেই।

Next Article