IND vs IRE 2023: সিরিজ জয়ের ম্যাচে নজরে ব্যাটিং বিভাগ

India vs Ireland, 2nd T20 Match Preview: প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই, এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায়ও মত দিয়েছেন, তিলক ভার্মাকে বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে চার নম্বরে ভাবা যেতে পারে। তার আগে এশিয়া কাপের দলে সুযোগ পেতে হবে।

IND vs IRE 2023: সিরিজ জয়ের ম্যাচে নজরে ব্যাটিং বিভাগ
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 20, 2023 | 10:00 AM

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রেখেছে ভারত। এ বার সিরিজ নিশ্চিত করাই লক্ষ্য। আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। জিতলেই সিরিজ ভারতের। তবে সঙ্গে নজর থাকবে ব্যাটিং প্রস্তুতিতেও। সোমবার এশিয়া কাপের টিম ঘোষণা হওয়ার কথা। তার আগে এটাই শেষ সুযোগ অনেকের কাছেই। এশিয়া কাপে সুযোগ পাওয়া মানে ধরে নেওয়া যায়, বিশ্বকাপের পরিকল্পনাতেও থাকছেন সংশ্লিষ্ট ক্রিকেটার। আয়ার্ল্যান্ড সিরিজে বোলিংয়ের দিক থেকে মূলত নজর জসপ্রীত বুমরা এবং প্রসিধ কৃষ্ণার দিকে। ব্যাটিংয়ে? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

প্রথম ম্যাচে বৃষ্টির পূর্বাভাস ছিলই। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই আশঙ্কা কম। যদিও আয়ার্ল্যান্ডের আবহাওয়া আগে থেকে অনুমানের চেষ্টা না করাই শ্রেয়। আর এখানেই অস্বস্তি। এই সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে জসপ্রীত বুমরার। এই ফরম্যাটে নেতৃত্বেরও অভিষেক হয়েছে তাঁর। প্রথম ম্যাচেই জয়। বুমরার সঙ্গে প্রত্যাবর্তন হয়েছে প্রসিধ কৃষ্ণারও। টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে অভিষেকও। প্রত্যাবর্তের ম্যাচে দুই পেসারই নজর কেড়েছেন। বুমরা প্রথম ওভারেই জোড়া উইকেট নেন। ম্যাচে দুটি উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণাও। তাঁদের ফিটনেসও স্বস্তি দিচ্ছে। ব্যাটিং পরীক্ষা অবশ্য হয়নি।

আয়ার্ল্যান্ড সিরিজে সুযোগ পাওয়া বেশির ভাগ ক্রিকেটার এশিয়ান গেমসে খেলবেন। তার আগে প্রস্তুতির সুযোগ বলতে এই সিরিজই। রিঙ্কু সিংয়ের গত ম্যাচে অভিষেক হলেও ব্যাটিং পাননি। ভারতীয় ইনিংসে মাত্র ৭ ওভারের মতো খেলা হয়েছে। যশস্বী, তিলক ভার্মা আউট হন। এশিয়ান গেমসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় কিংবা বিশ্বকাপের পরিকল্পনায় থাকা সঞ্জু স্যামসন সেই অর্থে ব্যাটিংয়ের সুযোগই পাননি। প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে অনেকেই, এমনকি সৌরভ গঙ্গোপাধ্যায়ও মত দিয়েছেন, তিলক ভার্মাকে বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে চার নম্বরে ভাবা যেতে পারে। তার আগে এশিয়া কাপের দলে সুযোগ পেতে হবে। সঞ্জু, তিলক এই ম্যাচে ব্য়াটিং প্র্যাক্টিসের পর্যাপ্ত সুযোগ পেলে এবং তা কাজে লাগাতে পারলে, সম্ভাবনা বাড়বে। যদি না আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়ায় এবং সঞ্জু, তিলকরা সুযোগ কাজে লাগাতে না পারেন।