India vs Ireland 2023: আয়ার্ল্যান্ডকে ক্লিন সুইপ! নজরে ‘ফিনিশার’ জীতেশ শর্মা
India vs Ireland 3rd T20I Preview: তিন ম্যাচের সিরিজ হওয়ায় আদৌ বাকিদের সুযোগ দেওয়া কতটা সম্ভব, সন্দেহ রয়েছে। এ কথা স্বীকার করে নিয়েছেন এই সফরে ভারতের হেড কোচের দায়িত্বে থাকা সিতাংশু কোটাকও।

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ এগিয়ে ভারত। আজ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। এই সিরিজে প্রাথমিক নজর ছিল জসপ্রীত বুমরা এবং প্রসিধ কৃষ্ণার ফিটনেসে। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে দু-জনেরই। অস্ত্রোপচার এবং রিহ্যাবের পর ফেরাটা সহজ নয়। এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে এই দুই পেসারের ফিটনেস দেখে নিতে চাইছিল ভারতীয় বোর্ড। গত দু-ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স বুমরা, প্রসিধের। বরং বলা যায়, তাঁদের পারফরম্যান্স দেখে বোঝাই যায়নি এতদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন। এই ম্যাচে ভারতীয় দলে যে বিষয়গুলোতে নজর থাকবে, প্রথমত-আয়ার্ল্য়ান্ডকে ক্লিনসুইপ করা। এ ছাড়াও এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে থাকা ক্রিকেটারদের প্রস্তুতি। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
আয়ার্ল্যান্ডে থাকা ভারতীয় স্কোয়াডের বুমরা, প্রসিধ এবং তিলক ভার্মা এশিয়া কাপের স্কোয়াডে রয়েছেন। সঞ্জু স্যামসন রয়েছেন স্ট্যান্ড বাই। তিলক ভার্মা প্রথম বার ওয়ান ডে স্কোয়াডে ডাক পেয়েছেন। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু-ম্যাচে পারফর্ম করতে পারেননি। এই ম্যাচে ভালো পারফর্ম করে এশিয়া কাপের জন্য আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে। এশিয়া কাপের দলটাই মূলত বিশ্বকাপের জন্যও গড়া বলা যেতে পারে। ১৭ জনের স্কোয়াড থেকে কোনও দু-জনকে বাদ দেওয়া হবে। তিলক এশিয়া কাপে ভালো পারফর্ম করলে সুযোগ থাকবে বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা করে নেওয়ার।
এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়। গত ম্যাচে অর্ধশতরান করেছেন। তবে এই ম্যাচে নজর থাকবে স্কোয়াডের বাকিদের দিকে। রিঙ্কু সিং এক ম্যাচে ব্যাটিং পেয়েছেন। টিমে আর এক কিপার ব্যাটার জীতেশ শর্মা রয়েছেন। তেমনই পেসার আবেশ খানও প্রথম দু-ম্যাচে সুযোগ পাননি। মুকেশ কুমারও রয়েছেন এই তালিকায়। মুকেশ অবশ্য় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পর্যাপ্ত সুযোগ পেয়েছেন তেমনই ভালো পারফর্মও করেছেন। বাঁ হাতি স্পিনার শাহবাজও রাডারে রয়েছেন। যদিও তিন ম্যাচের সিরিজ হওয়ায় আদৌ বাকিদের সুযোগ দেওয়া কতটা সম্ভব, সন্দেহ রয়েছে। এ কথা স্বীকার করে নিয়েছেন এই সফরে ভারতের হেড কোচের দায়িত্বে থাকা সিতাংশু কোটাকও। জানিয়েছেন, পাঁচ ম্যাচের সিরিজ হলে ঘুরিয়ে ফিরিয়ে সকলে সুযোগ দেওয়া যেত, তবে তিন ম্যাচে এই সম্ভাবনা কম।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে নজর কেড়েছেন জীতেশ শর্মা। তাঁকে টি-টোয়েন্টি ক্রিকেটে ফিনিশারের ভূমিকায় দেখা হচ্ছে। সকলকে সুযোগ দেওয়া সম্ভব না হলেও সঞ্জু স্যামসনের জায়গায় জীতেশকে দেখে নেওয়া হতে পারে। সেই সম্ভাবনা প্রবল।
