Team India: বুমরাদের আরও প্রস্তুতি চাই, বলছেন হেড কোচ

India vs Ireland, Head Coach: বুমরা ও প্রসিধ কৃষ্ণা দু-জনেরই অস্ত্রোপচার হয়েছিল। ফেরাটা সহজ ছিল না। প্রথম দু-ম্যাচে দু-জনেই নজর কেড়েছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে যা বড় স্বস্তি। এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য এই দুই পেসার খুবই গুরুত্বপূর্ণ।

Team India: বুমরাদের আরও প্রস্তুতি চাই, বলছেন হেড কোচ
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 22, 2023 | 8:55 PM

চোট সারিয়ে অনবদ্য প্রত্যাবর্তন হয়েছে জসপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণার। আয়ার্ল্যান্ড সিরিজে অধিনায়কও করা হয়েছে বুমরাকে। তাঁর নেতৃত্বে ইতিমধ্যেই সিরিজ জিতেছে ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক সিরিজে নজর কাড়ছেন প্রসিধ কৃষ্ণাও। দু-জনই এশিয়া কাপের স্কোয়াডে রয়েছেন। বিশ্বকাপের স্কোয়াডেও নিশ্চিত। সামনের এই দুটি বড় ইভেন্টের আগে প্রস্তুতির জন্য বুমরা ও কৃষ্ণার আরও ম্যাচ প্রস্তুতি চাই, এমনটাই বলছেন আয়ার্ল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার হেড কোচ সিতাংশু কোটাক। তৃতীয় টি-টোয়েন্টির আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কোচ। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বুমরা ও প্রসিধ কৃষ্ণা দু-জনেরই অস্ত্রোপচার হয়েছিল। ফেরাটা সহজ ছিল না। প্রথম দু-ম্যাচে দু-জনেই নজর কেড়েছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে যা বড় স্বস্তি। এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য এই দুই পেসার খুবই গুরুত্বপূর্ণ। যদিও তাঁরা কোনও চাপে নেই এমনটাই বলছেন কোচ। সিতাংশু কোটাক বলেন, ‘ওরা কোনও চাপে নেই। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দারুণ প্রস্তুতি সেরেছে। ওরা স্মার্ট। এই সিরিজে দেখে মনে হয়নি, দীর্ঘদিন পর ম্যাচ খেলছে। কিংবা দীর্ঘ সময় ম্যাচ প্র্যাক্টিস পায়নি। সব সময়ই মনে হয়েছে, সবরকম ভাবে প্রস্তুত। শুধু একটাই বিষয়, বিশ্বকাপের আগে আরও অনেক ম্যাচ খেলা প্রয়োজন। এশিয়া কাপে সেই সুযোগটা পাবে।’

ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় বিশ্রামে। সেই কারণেই দায়িত্ব দেওয়া হয়েছিল সিতাংশুকে। সফরে নিজের ভূমিকা প্রসঙ্গে বলছেন, ‘গত বছরও টিম ইন্ডিয়ার হয়ে দুটো সিরিজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। তবে হেড কোচ হিসেবে এ বারই প্রথম। ২০১৯ সাল থেকে ভারত এ দলের সঙ্গে যুক্ত। হাতে গোনা কয়েকজনকে ছাড়া বাকি সব প্লেয়ারকেই এ দলে পেয়েছি। ওদের সঙ্গে কাজ করা দুর্দান্ত অভিজ্ঞতা।’

তরুণ ব্যাটার তিলক ভার্মা এশিয়া কাপে সুযোগ পেয়েছেন। প্রথম বার দেশের হয়ে ওয়ান ডে টিমে সুযোগ। এই সিরিজে তিলক দু-ম্যাচে ভরসা দিতে পারেননি। তাঁকে নিয়ে অবশ্য উচ্ছ্বসিত সিতাংশু। বলছেন, ‘ওর একটু প্রস্তুতি প্রয়োজন। নিজের পরিকল্পনা সম্পর্কে স্বচ্ছ ধারণা রয়েছে। সফরে মূলত পরিকল্পনা নিয়েই কথা হয়। টেকনিকাল বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করি না। সিরিজের মাঝে কোনও প্লেয়ারকে টেকনিকাল বিষয়ে না বলাই ভালো।’