IND vs IRE 2023: ‘পাঁচ ছক্কাই জীবন বদলে দিয়েছে’, বলছেন টিম ইন্ডিয়ার তরুণ

India vs Ireland, Rinku Singh: আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩তম ওভারে ক্রিজে আসেন রিঙ্কু। শেষ ওভার অবধি ব্যাটিং করেন। ১৮০-র ওপর স্ট্রাইকরেটে ৩৮ রান করেন রিঙ্কু।

IND vs IRE 2023: পাঁচ ছক্কাই জীবন বদলে দিয়েছে, বলছেন টিম ইন্ডিয়ার তরুণ
Image Credit source: Screengrab

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 22, 2023 | 8:22 PM

রিঙ্কু সিং প্রসঙ্গ উঠলেই ঘুরে ফিরে আসে সেই ম্যাচ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণের সেরা ম্যাচ তো অবশ্যই, টুর্নামেন্টের ইতিহাসেও অন্যতম সেরা। গুজরাট টাইটান্সের ঘরের মাঠে খাদের কিনারে কলকাতা নাইট রাইড রাইডার্স। শেষ ওভারে যেন ম্যাজিক। কী ভাবে কী ঘটে গেল কারও যেন বিশ্বাসই হচ্ছিল না। টানা পাঁচ ছক্কায় নাইট রাইডার্সকে জেতান রিঙ্কু সিং। আর এই পাঁচ ছক্কাই জীবন বদলে দিয়েছে, এমনটাই মনে করেন জাতীয় দলের তরুণ মিডল অর্ডার ব্যাটার রিঙ্কু সিং। সদ্য আয়ার্ল্যান্ড সিরিজে অভিষেক হয়েছে তাঁর। প্রথম ম্যাচে ব্য়াটিং পাননি। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েই কার্যকরী ইনিংস। ম্যাচের সেরার পুরস্কারও জিতে নেন রিঙ্কু। তৃতীয় ম্যাচের আগে নানা বিষয়ে জানালেন রিঙ্কু। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আইপিএলের সৌজন্যে ভারতীয় ক্রিকেটে অতি পরিচিত নাম। বিশ্ব ক্রিকেটেও একটু একটু পরিচিতি গড়ছিলেন। আয়ার্ল্যান্ডে একটা ইনিংসেই জনপ্রিয়াতা অনেকটা বেড়ে গিয়েছে রিঙ্কুর। ভারতীয় বোর্ডের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সতীর্থ রবি বিষ্ণোইয়ের সঙ্গে কথোপকথনে রিঙ্কু বলেন, ‘সেই পাঁচ ছক্কাই জীবন বদলে দিয়েছে আমার। সেই মুহূর্তটার জন্যই সকলে আমাকে মনে রেখেছে। সকলে যখন আমার নাম ডাকে, খুব ভালো লাগে। সকলের ভালোবাসায় আপ্লুত।’

আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩তম ওভারে ক্রিজে আসেন রিঙ্কু। শেষ ওভার অবধি ব্যাটিং করেন। ১৮০-র ওপর স্ট্রাইকরেটে ৩৮ রান করেন রিঙ্কু। ম্যাচের সেরার পুরস্কারও জিতে নেন। ফিল্ডিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নিজের দক্ষতা প্রমাণ করেন। রিঙ্কু আরও বলছেন, ‘প্রথম ম্যাচে ব্যাটিংয়ের জন্য অপেক্ষা করছিলাম। প্রচণ্ড উত্তেজিত ছিলাম। ব্যাটিং না পেলেও হতাশ হইনি। ম্যাচটা জিতেছিলাম। সব সময়ই পরিকল্পনা থাকে শেষ অবধি ব্য়াট করার। শেষ দিকে শট খেলায় নজর দিই। এই সিরিজে টিম হিসেবেও ভালো খেলছি। সিরিজও জিতেছি। শেষ ম্যাচ জিতে দারুণ ফিনিশ করতে চাই।’