India vs Ireland 2nd T20 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 27, 2022 | 6:00 PM

আগামীকাল, ডাবলিনে অ্যান্ড্রু বলবির্নির দলের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবেন ঈশান কিষাণরা।

India vs Ireland 2nd T20 Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচ
জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচ

Follow Us

ডাবলিন: আয়ারল্যান্ডের (Ireland) বিরুদ্ধে রবিরাতে প্রথম টি-২০ (T20) ম্যাচে ৭ উইকেটে জিতেছে হার্দিক পান্ডিয়ার ভারত (India)। আগামীকাল অ্যান্ড্রু বলবির্নির দলের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবেন ঈশান কিষাণরা। এই প্রথম বার জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন হার্দিক। আর দেশের জার্সিতে ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচেই দলকে জিতিয়েছেন হার্দিক। জাতীয় দলের জার্সিতে অভিষেকও হয়েছে গতির ঝড় তোলা উমরান মালিকের। তবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি বার বার বাধা সৃষ্টি করেছিল। নির্ধারিত সময়ে টস হয়নি, ম্যাচও নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। বৃষ্টির কারণে, ২০ ওভারের জায়গায় ম্যাচ কমে দাঁড়ায় ১২ ওভারের। টসে জিতে প্রথম ম্যাচে আইরিশদের ব্যাটিং করতে পাঠান হার্দিক। প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান তোলেন হ্যারি টেক্টররা। জবাবে ১৬ বল বাকি থাকতেই ১১১ রান তুলে ফেলে মেন ইন ব্লুরা। সিরিজে এই মুহূর্তে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। ২০১৮ সালে শেষ বার আয়ারল্যান্ড সফরে গিয়েছিল ভারত। সেই সিরিজ জিতে দেশে ফিরেছিলেন বিরাটরা। এ বারও আইরিশদের বিরুদ্ধে ২-০ জিতে দেশে ট্রফি আনতে চান হার্দিকরা।

হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে ভারত ও আয়ারল্যান্ড এর আগে ৪টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। তার চারটিতেই জিতেছে ভারত।

ভারত বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কবে হবে?

ভারত বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি আগামীকাল মঙ্গলবার (২৮ জুন) হবে।

ভারত বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি ডাবলিনের দ্য ভিলেজ স্টেডিয়ামে হবে।

ভারত বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে রাত ৯টা নাগাদ। ম্যাচের আগে ৮টা ৩০ মিনিটে টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে সোনি সিক্স, সোনি সিক্স ৩ ও সোনি সিক্স এইচডি চ্যানেলে। মোবাইলে দেখা যাবে সোনি লিভ অ্যাপ্লিকেশনে। পাশাপাশি দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন ভারত বনাম আয়ারল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং। এ ছাড়াও ভারত-আয়ারল্যান্ড টি-২০ সিরিজের লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

টি-২০ সিরিজের জন্য ভারতের স্কোয়াড:-

হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, রাহুল ত্রিপাঠি, দীপক হুডা, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), আবেশ খান, হর্ষল প্যাটেল, উমরান মালিক, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই।

টি-২০ সিরিজের জন্য আয়ারল্যান্ডের স্কোয়াড:-

অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, পল স্টার্লিং, কার্টিস ক্যাম্পার, স্টিফেন ডোহেনি, লোরকান টাকার, মার্ক অ্যাডায়ার, জর্জ ডকরেল, জোশুয়া লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, ক্রেগ ইয়ং।

Next Article