India vs Ireland 3rd T20 Live Streaming : আইরিশদের হোয়াইটওয়াশ? জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম আয়ার্ল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 22, 2023 | 7:30 PM

IND vs IRE, T20: ডাবলিনে বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও আয়ার্ল্যান্ড। এই ম্যাচ জিতলে সিরিজ ৩-০ ব্যবধানে জিতবে ভারত।

India vs Ireland 3rd T20 Live Streaming : আইরিশদের হোয়াইটওয়াশ? জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম আয়ার্ল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচ
Image Credit source: গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

ডাবলিন : ম্যাচটা নেহাতই নিয়মরক্ষার। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। শেষ টি ২০ ম্যাচ জিতলেই ৩-০তে আইরিশদের হোয়াইটওয়াশ করবে মেন ইন ব্লু। শেষ টি ২০ নিয়মরক্ষার হলেও জাতীয় দলে প্রত্যাবর্তনের সিরিজটা ৩-০ ব্যবধানে জিতে স্মরণীয় করে রাখতে চাইছে ভারত (Ind vs Ire)। এই সিরিজে নেতৃত্বে রয়েছেন জসপ্রীত বুমরা। দুটি ম্যাচে তাঁকে বেশ স্বচ্ছন্দ দেখিয়েছে। উইকেটও নিয়েছেন। ইতিহাস বলছে আয়ার্ল্যান্ড কখনও ভারতকে হারাতে পারেনি। ২০১৮ ও ২০২২ সালে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ভারত। ভারত ও আয়ার্ল্যান্ড এর আগে ৬টি টি ২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল। ৬টিতেই জিতেছে ভারত। বুমরাদের (Jasprit Bumrah) উপর দায়িত্ব থাকবে এই রেকর্ড অক্ষত রাখার।  TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় ও কীভাবে দেখবেন ভারত বনাম আয়ার্ল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচ।

ভারত বনাম আয়ার্ল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচটি কবে হবে?

ভারত বনাম আয়ার্ল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচটি আগামী কাল বুধবার (২৩ অগস্ট) হবে।

ভারত বনাম আয়ার্ল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম আয়ার্ল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচটি ডাবলিনের দ্য ভিলেজ স্টেডিয়ামে হবে।

ভারত বনাম আয়ার্ল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম আয়ার্ল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম আয়ার্ল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম আয়ার্ল্যান্ডের তিন ম্যাচের টি-২০ সিরিজের সম্প্রচার সত্ত্ব পেয়েছে Viacom18। এই দুই দলের তৃতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে। পাশাপাশি দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন ভারত বনাম আয়ার্ল্যান্ডের তৃতীয় টি-২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং। এ ছাড়াও ভারত-আয়ার্ল্যান্ড টি-২০ সিরিজের লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

Next Article