ডাবলিন: কারও কাছে প্রত্যাবর্তন, অনেকের কাছে মহড়া। শুরু হল ভারত বনাম আয়ার্ল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গত দু-বছর ভারতীয় দলে একের পর এক অধিনায়ক বদল হয়েছে। বিভিন্ন সিরিজে নতুনদের দেখা হয়েছে। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরা। এর আগে টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্বের শুরু ভালোই হল। চোট এবং অস্ত্রোপচারের পর প্রত্যাবর্তনে প্রথম ওভারেই জোড়া উইকেট নেন বুমরা। ডাকওয়ার্থ লুইসে ২ রানে জয়ী ভারত। ম্যাচের সেরার পুরস্কার জেতেন বুমরা। এই সিরিজে বুমরার ফিটনেস টেস্ট। প্রথম ম্যাচে স্বস্তিতেই দেখাল বুমরাকে। ভারত (India) বনাম আয়ার্ল্যান্ড (Ireland) প্রথম টি-টোয়েন্টি (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট দেখতে নজর রাখুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভারত বনাম আয়ার্ল্যান্ড প্রথম ম্যাচের বিস্তারিত রিপোর্ট পড়ুন: ব্যাট হাতে নামা হল না রিঙ্কুর, ডিএলএসে ২ রানে জয়ী ভারত
বৃষ্টিতে থমকে ম্যাচ। অভিষেক ম্যাচে আদৌ ব্যাট হাতে নামা হবে কিনা রিঙ্কু সিংয়ের, সন্দেহ রয়েছে।
পাওয়ার প্লে শেষ হতেই উইকেট। যশস্বীকে ফেরালেন ক্রেগ ইয়ং। ক্রিজে তিলক ভার্মা। প্রথম বলেই আউট। ক্রিজে সঞ্জু স্যামসন।
আয়ার্ল্যান্ড শেষ পাঁচ ওভারে ৫০-এর বেশি রান করেছিল। পরিস্থিতি ব্যাটিংয়ের জন্য ভালো বলেই মনে করা হয়েছিল। ভারত পাওয়ার প্লে-তে তুলল ৪৫ রান।
বৃষ্টিতে আর খেলা না হলে! ডিএলএসে ৫ ওভারে ভারতের থাকতে হবে ২৭ রান!
রান নেওয়ার কল। একই দিকে দুই ওপেনার। অল্পের জন্য রান আউট থেকে রক্ষা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতে দুটি ওপেনিং জুটি দেখা গিয়েছিল। প্রথম দু-ম্যাচে ঈশান কিষাণ ও শুভমন গিল। শেষ তিন ম্যাচে শুভমনের সঙ্গে যশস্বী জয়সওয়াল। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ওপেন করছেন যশস্বী-ঋতুরাজ গায়কোয়াড়।
কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক হাফসেঞ্চুরি ব্যারি ম্যাকার্থির। তাঁর ইনিংসের সৌজন্যেই ভারতকে ১৪০ রানের লক্ষ্য দিতে পারল আয়ার্ল্যান্ড। শেষ পাঁচ ওভারে ৫২ রান তুলল আয়ার্ল্যান্ড।
লড়াই করার মতো স্কোর। শুরুর বিপর্যয় কাটিয়ে শেষ দিকে অনবদ্য ব্যাটিং আয়ার্ল্যান্ডের।
আয়ার্ল্যান্ড ইনিংসে এখনও অবধি সব মিলিয়ে সাতটি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারি।
রবি বিষ্ণোই লেগ বিফোরের ব্যাপারে আত্মবিশ্বাসী। রিভিউ নিলেন বুমরা। মার্ক অ্যাডায়ার অনেকটা এগিয়ে খেলেছিলেন। সেটাই সন্দেহের ছিল। ব্যাটে বল লাগেনি। বিষ্ণোইয়ের আরও একটি উইকেট। আধডজন উইকেট পড়ল আয়ার্ল্যান্ডের।
আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি কেরিয়ারে প্রথম ওভারেই উইকেট তুলে নিলেন প্রসিধ কৃষ্ণা। ফেরালেন হ্যারি টেক্টরকে। শর্ট থার্ডম্যানে ক্যাচ নেন তিলক ভার্মা। বোলিংয়ে লেগ স্পিনার রবি বিষ্ণোই। দ্বিতীয় বলেই উইকেট।
ওয়ান ডে ক্রিকেটে ক্রমশ জাতীয় দলে নিজের জায়গা পাকা করছিলেন প্রসিধ কৃষ্ণা। সমস্যা তৈরি করেছিল চোট। ফিট হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হল প্রসিধের। ওয়াইড দিয়ে নীল জার্সিতে টি-টোয়েন্টি কেরিয়ার শুরু।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দেখা যায়, ম্যাচের মধ্যে নিজেকে কী ভাবে যুক্ত রাখেন রিঙ্কু সিং। প্রথম আন্তর্জাতিক ম্যাচে নেমেছেন। বাউন্ডারি বাঁচাতে অনবদ্য দৌড়। তাঁর ফিল্ডিংয়ে সাবাশি জানাচ্ছেন অধিনায়ক বুমরাও।
ইনিংসের প্রথম ওভার। প্রত্যাবর্তনের ম্যাচ জসপ্রীত বুমরার। প্রথম বলেই বাউন্ডারি। ওভারে সব মিলিয়ে চার রান দিয়ে নিলেন ২ উইকেট। র্যাম্প শট খেলে, রানের খাতা খোলার আগেই আউট লরকান টাকার। ক্রিজে হ্যারি টেক্টর।
দীর্ঘ এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যানর্তন করেছেন জসপ্রীত বুমরা। তাঁর প্রথম ডেলিভারিতে বাউন্ডারি মারেন বলবির্নি। দ্বিতীয় বলেই তাঁকে বোল্ড করেন বুমরা। প্রত্যাবর্তনে সেকেন্ড বলেই উইকেট ভারত অধিনায়কের।
টস হেরে প্রথমে ব্যাট করবে আয়ার্ল্যান্ড। ক্রিজে অধিনায়ক পল স্টার্লিং ও অ্যান্ড্রু বলবির্নি ওপেনিং জুটি। বোলিং ওপেন করছেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। বাউন্ডারি মেরে তাঁকে স্বাগত জানালেন বলবির্নি।
প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন জশ লিটল। এ বার ভারতের বিরুদ্ধে পারফর্ম করার পালা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুবাদে ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে তাঁর জানা। সেই অভিজ্ঞতা কেমন কাজে লাগাতে পারেন, সেটাই দেখার।
বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দেরি করেননি ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা। দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে উচ্ছ্বসিত বুমরা। এশিয়া কাপ এবং বিশ্বকাপের প্রস্তুতিও সারবেন এই পেসার।
ওয়ান ডে ক্রিকেটে ক্রমশ ধারাবাহিক হয়ে উঠছিলেন প্রসিধ কৃষ্ণা। যদিও চোটের কারণে সমস্যায় পড়েন। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেকও হল। ওয়ান ডে বিশ্বকাপে পেস বোলিং বিকল্প হিসেবে ভাবা হচ্ছে প্রসিধকে।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আইপিএল থেকে রিঙ্কু সিং এ বার ‘আন্তর্জাতিক’- স্বপ্নপূরণ রিঙ্কুর, আইরিশদের বিরুদ্ধে ভারতের জোড়া অভিষেক
ভারত-আয়ার্ল্যান্ড ম্যাচের টস হল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বার ক্যাপ্টেন্সি করছেন জসপ্রীত বুমরা। টস জিতলেন। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বুমরার।