IND vs IRE, 1st T20: স্বপ্নপূরণ রিঙ্কুর, আইরিশদের বিরুদ্ধে ভারতের জোড়া অভিষেক
Rinku Singh: অবশেষে আলিগড়ের নবাব রিঙ্কু সিংয়ের জাতীয় দলের জার্সিতে অভিষেক হল। আইরিশদের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের আগে তাঁর হাতে ডেবিউ ক্যাপ তুলে দিলেন জসপ্রীত বুমরা।
ডাবলিন: আইরিশদের বিরুদ্ধে আবার পুরনো অ্যাকশনে দেখা যাবে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। দীর্ঘ ১১ মাস ২২ গজ থেকে দূরে ছিলেন তিনি। এ বার প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে কামব্যাক হল বুমরার। তাও আবার জাতীয় দলে বুমরা ফিরলেন অধিনায়ক হিসেবে। আজ, ডাবলিনে শুরু হচ্ছে ভারত-আয়ার্ল্যান্ডের (IND vs IRE) তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ হবে ডাবলিনে। আর এই সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় টিমে জোড়া অভিষেক হল। ভারতের জার্সিতে খেলার স্বপ্নপূরণ হল নাইট সুপারস্টার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। তাঁর পাশাপাশি মেন ইন ব্লু-র জার্সিতে আজ আর কে ডেবিউ ম্যাচ খেলতে চলেছেন, জানেন? একইসঙ্গে টস আপডেটের বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এই প্রথম বার ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে দেখা যাচ্ছে কোনও বোলারকে। টেস্ট ক্রিকেটে এর আগে জসপ্রীত বুমরা নেতৃত্ব দিয়েছেন। টি-২০ ক্রিকেটে এই প্রথম বার তিনি দেশের হয়ে ক্যাপ্টেন্সি করবেন। টি-২০-তে অধিনায়ক হিসেবে ডেবিউ ম্যাচ খেলতে নেমে টস জিতেছেন জসপ্রীত বুমরা। এবং টস জিতে আইরিশদের বিরুদ্ধে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বুমরা। আজ, বুমরার ডেপুটি হিসেবে মাঠে নামবেন এশিয়ান গেমসে ভারতের ক্যাপ্টেনের দায়িত্ব পাওয়া ঋতুরাজ গায়কোয়াড়। দেশের জার্সিতে আজ আইরিশদের বিরুদ্ধে রিঙ্কু সিংয়ের পাশাপাশি ডেবিউ হল প্রসিধ কৃষ্ণার। দু’জনের হাতেই ডেবিউ ক্যাপ তুলে দিয়েছেন অধিনায়ক জসপ্রীত বুমরা।
Moments like these! ☺️
All set for their debuts in international cricket and T20I cricket respectively 👍 👍
Congratulations Rinku Singh and Prasidh Krishna as they receive their caps from captain Jasprit Bumrah 👏 👏#TeamIndia | #IREvIND pic.twitter.com/JjZIoo8B8H
— BCCI (@BCCI) August 18, 2023
এক ঝলকে দেখে নিন আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০-তে ভারতের একাদশ: জসপ্রীত বুমরা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, প্রসিধ কৃষ্ণা, অর্শদীপ সিং, রবি বিষ্ণোই।
প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে জশ লিটল আইপিএলে খেলেছেন। তিনি রয়েছেন ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচের একাদশে। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে জশের। সেই অভিজ্ঞতা তিনি কতটা কাজে লাগান সেটাই দেখার। তাই তাঁর দিকে বিশেষ নজর থাকবে এই সিরিজে।
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০-তে আয়ার্ল্যান্ডের একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বলবির্নি, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, ক্রেগ ইয়ং, জশ লিটল, বেন হোয়াইট।