
বেঙ্গালুরু: বিশ্বকাপে শনিবার ডাবল ধামাকা চলছে। আগামিকাল, রবিবার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। তাতে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার ভারত ও স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস। নয়ে নয় জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করতে চায় ভারত। টুর্নামেন্টে এখনও অবধি একমাত্র অপরাজিত দল ভারত। বিশ্বকাপের সেমিফাইনালের প্রথম যোগ্যতা অর্জন করা দল টিম ইন্ডিয়া। অন্য দিকে ডাচরা এ বারের বিশ্বকাপে এখনও অবধি ৮ ম্যাচ খেলে ২টিতে জিতেছে, হেরেছে ৬টিতে। সেখানে বিক্রমজিৎ সিংরা যদি ভারতকে হারিয়ে দেয় তা হলে তার থেকে অবাক হওয়ার মতো কিছু থাকবে না। আপাতত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম নেদারল্যান্ডসের (India vs Netherlands) ম্যাচ।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচ কবে অনুষ্ঠিত হবে?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামিকাল, ১২ নভেম্বর অর্থাৎ রবিবার।
কোথায় হবে ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচ?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচটি হবে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচটি কখন শুরু হবে?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচটি শুরু হবে দুপুর ২টো নাগাদ। তার আগে দুপুর ১টা ৩০মিনিট নাগাদ টস হবে।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ওডিআই বিশ্বকাপের সব ম্যাচের লাইভ আপডেট দেখা যাবে TV9Bangla ওয়েবসাইটে।
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচের লাইভ টেলিকাস্ট?
ওডিআই বিশ্বকাপে ভারত বনাম নেদারল্যান্ডসের ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেলে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দির মতো একাধিক চ্যানেলে )।