AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs NED: অঘটন ঘটাতে তৈরি নেদারল্যান্ডস, সিডনিতে রোহিতদের সমস্যায় ফেলবেন যাঁরা

বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৯ রানে হেরেছিল নেদারল্যান্ডস। আজ সিডনিতে টি-২০ বিশ্বকাপের ফেভারিট দল ভারতের বিরুদ্ধে ফের একবার অঘটন ঘটাতে তৈরি তারা।

IND vs NED: অঘটন ঘটাতে তৈরি নেদারল্যান্ডস, সিডনিতে রোহিতদের সমস্যায় ফেলবেন যাঁরা
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Oct 27, 2022 | 7:00 AM
Share

সিডনি: সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হারলেও নিজেদের শক্তির জানান দিয়েছে নেদারল্যান্ডস (Ind vs Ned)। আইসিসির সহযোগী দেশটি সোমবার বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৯ রানে হেরে যায়। একটা সময় সাকিব আল হাসানদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন ডাচরা। বৃহস্পতিবার তাঁদের সামনে আরও বড় চ্যালেঞ্জ। টুর্নামেন্টের (T20 World Cup 2022) ফেভারিট দল ভারত। রোহিতদের বিরুদ্ধে মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে দলটি। বৃহস্পতিবার সিডনিতে অঘটন ঘটাতে তৈরি স্কট এডওয়ার্ডসরা। এই ম্য়াচে ভারতীয় দলকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলতে পারেন যাঁরা, তাঁদের বিষয়ে জানাবে TV9 Bangla

ম্যাক্স ও’ দাউদ: ওপেনিং ব্যাটার ম্যাক্স ও’দাউদ হলেন নেদারল্যান্ডসের সর্বাধিক রানের মালিক। চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত সামগ্রিকভাবে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। ৪টি ইনিংসে ৪৫.৬৭ গড়ে ১৩৭ রান সংগ্রহ করেছেন। গত ২০ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচে ৫৩ বলে অপরাজিত ৭১ রান করেন। বাকি দুটি কোয়ালিফায়ারেও ম্যাক্স নেদারল্যান্ডসের হয়ে রান তাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ডাচ ওপেনারকে দ্রুত প্যাভিলিয়নে পাঠাতে চাইবে ভারত।

বাস ডি লিড: অলরাউন্ডার বাস ডি লিডের এখনও পর্যন্ত পারফরম্যান্স খুব ভালো। লিড একজন ডানহাতি মিডিয়াম পেসার। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে যৌথভাবে সর্বাধিক উইকেটশিকারী তিনি। ৪টি ম্যাচ খেলে ১০.৭৪ গড়ে ৯ উইকেট নিয়েছেন লিড। টুর্নামেন্টে তার ইকোনমিও রেট ৬.০। ব্যাট হাতেও কিছুটা অবদান রেখেছেন। চলতি বছরের অগস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলের স্টার পারফর্মার ছিলেন বাস ডি লিড।

ফ্রেড ক্লাসেন: চলতি টি-২০ বিশ্বকাপে বাঁহাতি ফাস্ট বোলার ফ্রেড ক্লাসেন নিয়েছেন ৪টি উইকেট। ক্লাসেন সেরা ফর্মে হয়তো নেই, কিন্তু বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে ভারতীয় দলের টপ অর্ডারের দুর্বলতার কথা মাথায় রেখে কারণে ক্লাসেনকে হালকাভাবে নিলে ভুগবে মেন ইন ব্লু।

পল ভ্যান মিকেরেন: ফাস্ট বোলার মিকেরেন চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫টি উইকেট নিয়েছেন। শুধু তাই নয়, গত ৪টি ম্যাচে ৭-এর নীচে ইকোনমি রেট রেখে বল করেছেন।

স্কট এডওয়ার্ডস: ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস হলেন মিডল অর্ডার ব্যাটার। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে রান তাড়া করার সময় ডাচ ক্যাপ্টেন স্নায়ুর চাপ ধরে রেখে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ডাচ অধিনায়কের থেকে সতর্ক থাকতেই হবে ভারতকে। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে ৬২ রানের ইনিংস খেলা কলিন অ্যাকারম্যান, টম কুপাররা নেদারল্যান্ডসের রান তোলা বা রান তাড়ায় বড় ভূমিকা নিতে পারেন।