IND vs NED: প্রোটিয়া চ্যালেঞ্জের আগে সামনে ডাচরা, পয়েন্ট ছাড়া আর কোনদিকে নজর দেবেন রোহিতরা?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Oct 27, 2022 | 6:30 AM

তারকাখচিত ভারতীয় দলের সামনে নেদারল্যান্ডসকে আন্ডারডগ টিম বলাই যায়। তবে বিশ্বকাপে সেমিফাইনালের পথ প্রশস্ত করতে হলে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ।

IND vs NED: প্রোটিয়া চ্যালেঞ্জের আগে সামনে ডাচরা, পয়েন্ট ছাড়া আর কোনদিকে নজর দেবেন রোহিতরা?
Image Credit source: Twitter

Follow Us

সিডনি: এ যেন জংশন ঢোকার আগে হল্ট স্টেশন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঝাঁপানোর আগে বৃহস্পতিবার ভারতের সামনে নেদারল্যান্ডস (India vs Netherlands)। তারকাখচিত ভারতীয় দলের সামনে নেদারল্যান্ডসকে আন্ডারডগ টিম বলাই যায়। তবে বিশ্বকাপে সেমিফাইনালের পথ প্রশস্ত করতে হলে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। রোহিত শর্মার ভারতকে নেদারল্যান্ডস অতটা না ভাবালেও অঘটনের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) সতর্ক থাকছে মেন ইন ব্লু। প্রোটিয়া চ্যালেঞ্জের আগে পাকিস্তানের বিরুদ্ধে ফাঁকফোকরগুলো এই ম্যাচে পূরণ করে নিতে চায় ভারত। বোলিং কোচ পরেশ মামরে জানিয়ে দিয়েছেন, ডাচদের বিরুদ্ধে প্রথম একাদশে পরিবর্তন আনবে না ভারত। কাউকে বিশ্রাম দেওয়া হবে না। এই পরিস্থিতিতে ম্যাচে ভারতীয় দলের কোন কোন সদস্যদের পারফরম্যান্সের দিকে থাকবে নজর, দেখে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।

ভারতের ওপেনিং জুটি: বড় ম্যাচে দায়িত্ব নিয়ে ব্যর্থতার নজির রেখেছেন লোকেশ রাহুল। অধিনায়ক রোহিত শর্মাও ধারাবাহিকতার খোঁজে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই ওপেনারদ্বয়ের অবদান ছিল ৮ রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে ঝুলিতে কিছু রান তোলার সুযোগ রয়েছে দু’জনের কাছেই। ভারতকে মজবুত সূচনা দিতে এই জুটিকে ফর্মে ফিরতেই হবে।

সূর্যকুমার যাদব: অল্প দিনেই ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন সূর্যকুমার যাদব। এবারের টি-২০ বিশ্বকাপে মেন ইন ব্লু-র এক্স ফ্যাক্টর। বিধ্বংসী সূর্য নিজের দিনে একাই দলকে জেতানোর ক্ষমতা রাখেন। সেই প্রমাণ দিয়েছেন একাধিকবার। পাকিস্তানের বিরুদ্ধে সূর্যের ব্যাটে রান দেখা যায়নি। দ্রুত আউট হয়ে যান। অস্ট্রেলিয়ার মাটিতে স্কাই ঝড় দেখা এখনও বাকি। নেদারল্যান্ডসের  বিরুদ্ধে কী পূর্ণ হবে সেই আশা?

দীনেশ কার্তিক: ঋষভ পন্থের পরিবর্তে উইকেটের পিছনে এবং ফিনিশার দীনেশ কার্তিকের অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপ থেকে মোটামুটি ফর্মে রয়েছেন কার্তিক। গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নিদাহাস ট্রফির ফাইনালের কার্তিককে পাওয়া যায়নি। যাই হোক, মেন ইন ব্লু-র কিপার ব্যাটারকে এবার গা ঝাড়া দিয়ে উঠে দলের জন্য অবদান রাখতে হবে।

অক্ষর প্যাটেল: এক অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া কোহলির কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেন। অপর অলরাউন্ডার অক্ষর প্যাটেল তখন ব্যাটে-বলে রাখেন ব্যর্থতার নিদর্শন। একাদশে পরিবর্তন না হলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবেন অক্ষর। ডাচদের বিরুদ্ধে তিনি কেমন পারফর্ম করেন সেদিকে থাকবে নজর।

পেস বিভাগ: ভারতীয় দলের পেস বিভাগকে ঝকঝকে দেখিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে স্নায়ুর চাপ সামলে সফল তরুণ অর্শদীপ সিং। আঁটোসাঁটো বোলিং অভিজ্ঞ মহম্মদ সামির। দু’জন মিলে চারটি উইকেট নেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে বল হাতে আগ্রাসন বজায় রাখতে চাইবেন ভুবনেশ্বর, সামি, অর্শদীপরা।

Next Article