
কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে শুধু ব্যাটিং ঝড়ই তোলেননি, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বোলারদের জন্য সতর্কবার্তাও দিলেন শিবম দুবে। ভারতের এই অলরাউন্ডার বুঝিয়ে দিলেন যে তিনি আগের মতো নেই। এখন অনেক “স্মার্ট” ব্যাটার। ২৩ বলে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। বিশেষ করে লেগস্পিনার ইশ সোধির এক ওভারে ২৯ রান নিয়েছিল। এমন বিস্ফোরক ব্যাটিংয়ের আড়ালে লুকিয়ে ছিল অনেক বড় বার্তা। স্পিনের পাশাপাশি পেস বোলিংয়ের ক্ষেত্রেও এখন শিবম স্বচ্ছন্দ। জ্যাকব ডাফি ও ম্যাট হেনরির মতো পেসারদের বিরুদ্ধে তিনটি ছক্কা মেরেছেন।
দুবে নিজেই নিজের বদলে যাওয়ার কারণ তুলে ধরেছেন। দলকে জেতাতে পারেননি। তবে তাঁর ব্য়াটিং স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। শিবম দুবে বলেছেন, “আমি নিয়মিত ম্যাচ খেলছি। বিভিন্ন পরিস্থিতিতে ব্যাটিং করছি। এতে মানসিক ভাবে আরও দৃঢ় হচিছে। এখন আমি বুঝতে পারি, কোন পরিস্থিতিতে কোন বোলারকে খেলতে হবে। সেই বোলার কী করতে পারে। অভিজ্ঞতা থেকেই আমাকে ম্যাচ বুঝে নেওয়ার ক্ষমতা তৈরি হয়েছে।” তিনি আরও বলেন, বোলিংয়ের সুযোগ পাওয়াও এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। যদিও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করেননি। তবু কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক সূর্যকুমার যাদবকে কৃতজ্ঞতা জানিয়েছন। শিবম বলেছেন, “ওরা আমাকে গুরুত্বপূর্ণ সময়ে বোলিং করার সুযোগ দিচ্ছে। এ ক্ষেত্রে আমার বোলিং আরও উন্নত হয়েছে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটাও আমার ব্যাটিংয়ে সাহায্য করছে।”
গত কয়েক মাসের অভিজ্ঞতা তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে বলে স্বীকার করেন তিনি। তাঁর কথায়, আধুনিক ক্রিকেটে টিকে থাকতে হলে নিজেকে রোজ একটু একটু করে উন্নতি করা ছাড়া কোনও উপায় নেই। মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় দ্রুততম রান করেছেন দুবে। বিশ্বকাপের আগে শিবম দুবের এই পারফরম্যান্স নিঃসন্দেহে ভারতের জন্য একটি বড় স্বস্তির কারণ। দুবের এই ফর্মই প্রতিপক্ষ বোলারদের জন্য স্পষ্ট সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে।