ICC World Cup 2023: ওয়াংখেড়েতে মেন ইন ব্লু ও কিউয়িদের দ্বৈরথে হতে পারে যে রেকর্ডগুলি…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 15, 2023 | 8:00 AM

ICC World Cup, India vs New Zealand: আজ বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম সেমিফাইনাল। সম্মুখসমরে ভারত ও নিউজিল্যান্ড। কিউয়িরা গত বারের রানার্স। অল্পের জন্য সোনালি ট্রফি মুঠোয় ভরতে পারেনি নিউজিল্যান্ড। আর মেন ইন ব্লু ২০১৯ বিশ্বকাপে শেষ চারের লড়াইয়ে আটকে গিয়েছিল এই নিউজিল্যান্ডের কাছেই। এ বার কিউয়ি কাঁটা টপকাতে পারলেই বিরাট-রোহিতরা পাবেন ফাইনালের টিকিট।

ICC World Cup 2023: ওয়াংখেড়েতে মেন ইন ব্লু ও কিউয়িদের দ্বৈরথে হতে পারে যে রেকর্ডগুলি...
মেন ইন ব্লু ও কিউয়িদের দ্বৈরথে হতে পারে যে রেকর্ডগুলি...
Image Credit source: PTI

Follow Us

মুম্বই: অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। আজ বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম সেমিফাইনাল। সম্মুখসমরে ভারত ও নিউজিল্যান্ড। কিউয়িরা গত বারের রানার্স। অল্পের জন্য সোনালি ট্রফি মুঠোয় ভরতে পারেনি নিউজিল্যান্ড। আর মেন ইন ব্লু ২০১৯ বিশ্বকাপে শেষ চারের লড়াইয়ে আটকে গিয়েছিল এই নিউজিল্যান্ডের কাছেই। এ বার কিউয়ি কাঁটা টপকাতে পারলেই বিরাট-রোহিতরা পাবেন ফাইনালের টিকিট। মুম্বইয়ের ওয়াংখেড়েতে আজ রাতেই পাওয়া যাবে টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট। দুই দলের ক্রিকেটাররা ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) ম্যাচে যে সকল রেকর্ডগুলি গড়তে পারেন, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম সেমিফাইনালে দুই দলের ক্রিকেটাররা যে সকল মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন —

  1. বিরাট কোহলি – ওডিআইতে ১৫০টি ছক্কার রেকর্ড গড়া থেকে ১টি ছয় দূরে রয়েছেন বিরাট কোহলি। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের দিক থেকে সচিন তেন্ডুলকরকে (৬৭৩) ছাপিয়ে যাওয়ার জন্য বিরাট কোহলির (৫৯৪) প্রয়োজন আর ৮০ রান। এ ছাড়া ওডিআইতে ৫০টি শতরানের রেকর্ড গড়ার জন্য বিরাটের চাই আর ১টি শতরান।
  2. শুভমন গিল – ওডিআইতে ২৫০টি চারের মাইলস্টোন স্পর্শ করার জন্য শুভমন গিলের প্রয়োজন আর ৩টি চার। এবং ওডিআইতে ৫০টি ছক্কার রেকর্ড স্পর্শ করতে হলে শুভমনের প্রয়োজন আর ১টি ছয়।
  3. রবীন্দ্র জাডেজা – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ৫৫০টি উইকেটের রেকর্ড গড়ার জন্য ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার চাই আর ৪টি উইকেট। ওডিআইতে ২০০টি চারের মাইলফলকে পৌঁছতে হলে জাডেজাকে মারতে হবে আর ১টি চার।
  4. জসপ্রীত বুমরা – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ৩৫০টি উইকেটের রেকর্ড স্পর্শ করার জন্য ভারতীয় তারকা বোলার জসপ্রীত বুমরার চাই আর ২টি উইকেট।
  5. রাচিন রবীন্দ্র – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ১০০টি চারের রেকর্ড গড়া থেকে কিউয়ি তরুণ তুর্কি রাচিন রবীন্দ্র ৫টি চার দূরে রয়েছেন।
  6. মিচেল স্যান্টনার – আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে ২৫০টি উইকেট পূর্ণ করার জন্য কিউয়ি বোলার মিচেল স্যান্টনারের চাই আর ২টি উইকেট।
  7. ড্যারেল মিচেল – নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ড্যারেল মিচেলের ওডিআইতে ১৫০০ রান পূর্ণ করতে হলে চাই আর ৫৭ রান।
  8. লকি ফার্গুসন – ওডিআইতে উইকেটের সেঞ্চুরি করার জন্য লকি ফার্গুসনের প্রয়োজন ১টি উইকেট।
  9. টম ল্যাথাম – ওডিআইতে ৪ হাজার রান পূর্ণ করার জন্য নিউজিল্যান্ডের ক্রিকেটার টম ল্যাথামের প্রয়োজন ৪৮ রান।
Next Article
SA vs AUS, Semi-Final: অজি শিবিরে ম্যাক্সওয়েলকে নিয়ে ‘নিম্নচাপের’ মতোই চিন্তা!
ICC ODI World Cup 2023: রাচিন থেকে শুরু করে জাদরান,তেইশের বিশ্বকাপে গ্রুপ পর্বে নজর কেড়েছেন যে সব তরুণ তারকারা