India vs New Zealand Match Highlights, 1st T20I 2021: কিউয়িদের প্রথম টি-২০ ম্যাচে হারাল রোহিতের ভারত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 17, 2021 | 11:14 PM

India vs New Zealand Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম নিউজিল্যান্ডের (New Zealand) প্রথম টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs New Zealand Match Highlights, 1st T20I 2021: কিউয়িদের প্রথম টি-২০ ম্যাচে হারাল রোহিতের ভারত
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ

Follow Us

জয়পুর: টিম ইন্ডিয়ায় রাহুল-রোহিত কোচ-ক্যাপ্টেন জুটির সফর শুরু। আজ, বুধবার জয়পুরের সওয়াই মান সিংহ স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium) ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) তিন ম্যাচের টি-২০ (T20) সিরিজ শুরু হল। এবং ভারত খেলছে নতুন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) অধীনে। অধিনায়ক হিসেবে প্রথম টসেই জিতেছেন হিটম্যান। টসে জিতে শুরুতে কিউয়িদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন রোহিত। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলেছিল টিম সাউদির নিউজিল্যান্ড। ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ছিল ১৬৫ রান। ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতল রোহিতের ভারত। কিউয়িদের বিরুদ্ধে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে শুক্রবার, রাঁচিতে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 17 Nov 2021 10:46 PM (IST)

    ৫ উইকেটে ম্যাচ জিতল ভারত

    ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

  • 17 Nov 2021 10:39 PM (IST)

    ভেঙ্কি আউট

    শেষ ওভারে ভেঙ্কটেশ আইয়ারের উইকেট হারাল ভারত।


  • 17 Nov 2021 10:33 PM (IST)

    শ্রেয়স আইয়ার আউট

    ৫ রান করে সাজঘরে ফিরলেন শ্রেয়স আইয়ার।

  • 17 Nov 2021 10:21 PM (IST)

    সূর্যকুমার আউট

    ট্রেন্ট বোল্ট ফেরালেন সূর্যকুমার যাদবকে। ৪০ বলে ৬২ রান করে মাঠ ছাড়লেন সূর্যকুমার

  • 17 Nov 2021 10:14 PM (IST)

    ১৫ ওভারে ভারত ১২৭/২

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ভারত তুলেছে ১২৭ রান।

  • 17 Nov 2021 10:09 PM (IST)

    সূর্যকুমারের হাফসেঞ্চুরি

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে সূর্যকুমার যাদব হাফসেঞ্চুরি পূর্ণ করলেন। এটি স্কাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের তৃতী হাফসেঞ্চুরি।

  • 17 Nov 2021 10:03 PM (IST)

    রোহিতের উইকেট হারাল ভারত

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে হাফসেঞ্চুরির দোড়গোড়ায় ভারত অধিনায়ক রোহিত শর্মা আউট হলেন। ট্রেন্ট বোল্ট ৪৮ রানে ফেরালেন রোহিতকে।

  • 17 Nov 2021 09:47 PM (IST)

    ১০ ওভারে ভারত ৮৫/১

    খেলা বাকি ১০ ওভারের। ম্যাচ জিততে ভারতের চাই এখনও ৮০ রান।

    সূর্যকুমার যাদব ২২*, রোহিত শর্মা ৪৩*

  • 17 Nov 2021 09:28 PM (IST)

    কেএল রাহুল আউট

    মিচেল স্যান্টনারের বলে আউট হলেন কেএল রাহুল। প্রথম উইকেট হারাল ভারত

  • 17 Nov 2021 09:24 PM (IST)

    ৫ ওভারে ভারত ৫০/০

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। ভালো শুরু ভারতের ওপেনিং জুটির। কোনও উইকেট না হারিয়ে ৫ ওভারে ৫০ রান তুলে ফেলেছেন রোহিত-রাহুল

  • 17 Nov 2021 09:22 PM (IST)

    রোহিত-রাহুল জুটির ৫০ রানের পার্টনারশিপ

    ৪.৫ ওভারে ভারতের ওপেনিং জুটির ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ।

  • 17 Nov 2021 08:59 PM (IST)

    রান তাড়া করতে নামল ভারত

    লক্ষ্য ১৬৫। রান তাড়া করতে নেমে পড়লেন রোহিত শর্মা ও কেএল রাহুল।

  • 17 Nov 2021 08:48 PM (IST)

    ১৬৪ রানে থামল নিউজিল্যান্ড

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তুলেছে নিউজিল্যান্ড। ম্যাচ জিততে ভারতের চাই ১৬৫ রান।

    ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও ভুবনেশ্বের কুমার। একটি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ ও দীপক চাহার। কোনও উইকেট পাননি অক্ষর প্যাটেল।

    নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন মার্টিন গাপ্টিল (৭০)। কিউয়িদের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মার্ক চ্যাপম্যান (৬৩)।

  • 17 Nov 2021 08:36 PM (IST)

    সেইফার্ট আউট

    ১২ রান করে মাঠ ছাড়লেন টিম সেইফার্ট। ভুবনেশ্বর কুমার ভারতকে এনে দিলেন পঞ্চম উইকেট।

  • 17 Nov 2021 08:28 PM (IST)

    মার্টিন গাপ্টিল আউট

    ৪২ বলে ৭০ রান করে দীপক চাহারের বলে আউট হয়ে মাঠ ছাড়লেন মার্টিন গাপ্টিল।

  • 17 Nov 2021 08:15 PM (IST)

    ১৫ ওভারে নিউজিল্যান্ড ১২৩/৩

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ১২৩ রান। ১৫তম ওভারে মহম্মদ সিরাজ দিয়েছেন ১৩ রান।

  • 17 Nov 2021 08:13 PM (IST)

    মার্টিন গাপ্টিলের হাফসেঞ্চুরি

    ভারতের বিরুদ্ধে ৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন মার্টিন গাপ্টিল।

  • 17 Nov 2021 08:08 PM (IST)

    ফিলিপস আউট

    মার্ক চ্যাপম্যানের পর রবিচন্দ্রন অশ্বিন ফেরালেন গ্লেন ফিলিপসকে। কোনও রান না করেই সাজঘরে ফিরলেন ফিলিপস

  • 17 Nov 2021 08:05 PM (IST)

    চ্যাপম্যান আউট

    ভারতকে দ্বিতীয় উইকেট এনে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। মার্ক চ্যাপম্যান ফিরলেন ৬৩ রান করে।

  • 17 Nov 2021 07:55 PM (IST)

    চ্যাপম্যানের হাফসেঞ্চুরি

    ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন মার্ক চ্যাপম্যান। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি চ্যাপম্যানের দ্বিতীয় অর্ধশতরান

  • 17 Nov 2021 07:45 PM (IST)

    ১০ ওভারে নিউজিল্যান্ড ৬৫/১

    ১০ ওভারের খেলা শেষ। প্রথম ১০ ওভারের মধ্যে ওপেনার ড্যারেল মিচেলের উইকেট হারিয়েছে কিউয়িরা। তারপর আর কোনও উইকেট পায়নি ভারত। ১০ ওভারে কিউয়িদের স্কোর ১ উইকেটে ৬৫।

    গাপ্টিল ১৯*,  চ্যাপম্যান ৪২*

  • 17 Nov 2021 07:30 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লের খেলা শেষ। ৬ ওভারের মধ্যে এক উইকেট হারিয়ে ৪১ রান তুলেছে কিউয়িরা।

  • 17 Nov 2021 07:25 PM (IST)

    ৫ ওভারে নিউজিল্যান্ড ২৬/১

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ২৬ রান।

    মার্টিন গাপ্টিল ব্যাট করছেন ৪ রানে। মার্ক চ্যাপম্যান রয়েছেন ২০ রানে।

  • 17 Nov 2021 07:03 PM (IST)

    মিচেল আউট

    প্রথম ওভারের তৃতীয় বলেই ড্যারেল মিচেলকে ফেরালেন ভুবনেশ্বর কুমার। কোনও রান না করেই সাজঘরে ফিরলেন মিচেল।

  • 17 Nov 2021 07:01 PM (IST)

    নিউজিল্যান্ডের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন মার্টিন গাপ্টিল ও ড্যারেল মিচেল

  • 17 Nov 2021 06:57 PM (IST)

    অশ্বিনের ৫০তম টি-২০ ম্যাচ

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের ৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছেন রবিচন্দ্রন অশ্বিন।

  • 17 Nov 2021 06:50 PM (IST)

    দেখুন ভারতের ক্যাপ্টেন হিসেবে রোহিতের প্রথম টস জেতার মুহূর্ত

  • 17 Nov 2021 06:49 PM (IST)

    কিউয়িদের প্রথম এগারো

    জিমি নিশামের পরিবর্তে কিউয়িদের প্রথম একাদশে জায়গা পেয়েছেন রচিন রবীন্দ্র।

    নিউজিল্যান্ডের প্রথম একাদশ: মার্টিন গাপ্টিল, ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট (উইকেটকিপার), রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি (অধিনায়ক), টড অ্যাস্টেল, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

  • 17 Nov 2021 06:48 PM (IST)

    টিম ইন্ডিয়ার প্রথম এগারো

    ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার ও মহম্মদ সিরাজ।

  • 17 Nov 2021 06:35 PM (IST)

    ভারতের জার্সিতে ভেঙ্কটেশ আইয়ারের অভিষেক

    আজ নিউজিল্যান্ডর বিরুদ্ধে ভারতীয় দলে অভিষেক হল আইপিএলে নাইটদের হয়ে খেলা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের।

  • 17 Nov 2021 06:31 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল ভারত।

    টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা

  • 17 Nov 2021 06:01 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর দিলে দেখা যায় এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১৭ বার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। যার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৯ বার, ভারত জিতেছে ৬ বার এবং ম্যাচ অমীমাংসিত ২ বার। এবং এই দুই দল এর আগে ভারতের মাঠে ৫ বার মুখোমুখি হয়েছে। তাতে ৩ বার জিতেছে কিউয়িরা ও ২ বার জিতেছে টিম ইন্ডিয়া

  • 17 Nov 2021 06:00 PM (IST)

    ভারত-নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের জন্য তৈরি জয়পুর স্টেডিয়াম

    আর ঠিক এক ঘণ্টা পর জয়পুরে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ